সিউডারেনথেমাম নামক এক ধরনের গ্রীষ্মকালীন ফুল সম্পর্কে আমার আজকের আলোচনা।। পার্ট-2

in #blog9 months ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা সিউডারেনথেমাম ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

সিউডারেনথেমাম ফুল গুলো চারটি রঙের হয়ে থাকে।সেগুলো হলো গোলাপি,বেগুনি,হালকা লাল এবং সাদা।তবে আমাদের দেশে সাদা এবং বেগুনি রঙের ফুল গুলোই সব চাইতে বেশি পরিমানে দেখা যায়।ফুল গাছের গোড়ায় নিয়মিত জৈব সার প্রয়োগ করলে গাছ গুলো খুবই সুন্দর হয়ে থাকে।

IMG20241216153344.jpg

নিয়মিত সার পেলে সব ধরনের গাছে খুব দ্রুত বৃদ্ধি পায়।তাই আমাদের উচিৎ সব সময় গাছের গোড়ায় সার দিতে না পারলেও মাঝে মাঝে সার দেওয়া।সিউডারেনথেমাম এই ফুল গাছগুলো ছোট আকৃতির হয় বলেই সবসময় ছাটাই করে রাখতে হয়।

IMG20241216153348.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

তাহলে গাছ গুলোর সৌন্দর্য বৃদ্ধি পায়।অনেক মানুষই আছে যারা এই গাছ গুলোকে ইনডোর প্লান্ট করে থাকে।শহর অঞ্চলের মানুষেরা বেশিরভাগ সময় ইনডোর প্লান্ট করে থাকে নানা ধরনের ছোট ছোট গাছ দিয়ে।সেই গাছ গুলোর মধ্যে সিউডারেনথেমাম ফুল গাছ একটি।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.030
BTC 111275.59
ETH 3742.88
USDT 1.00
SBD 0.66