catch

in #blg7 years ago

দ্রুত জিম্বাবুয়েকে গুটিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশ হারিয়েছে শুরুর জুটি ভাঙার সুযোগ। আবু জায়েদ চৌধুরীর বলে ব্রায়ান চারির ক্যাচ ছেড়েছেন নাজমুল ইসলাম অপু।

দিনের তৃতীয় ওভারের প্রথম বলে আসে সুযোগ। চারির কাটে ক্যাচ যায় পয়েন্টে। ডান দিকে ঝাঁপিয়ে বলের নাগাল পান অপু কিন্তু মুঠোয় জমাতে পারেননি ক্যাচ। সে সময় ১ রানে ব্যাট করছিলে চারি।

আগের রাতে বৃষ্টি হয়েছে। সিলেটের আকাশ মেঘে ঢাকা। এই কন্ডিশনে নতুন বলে কিছুটা সুবিধা পেতে পারেন পেসাররা। সেটা খুব একটা নিতে পারছে না বাংলাদেশ, দলে বিশেষজ্ঞ পেসার যে মাত্র একজন। আবু জায়েদ দারুণ চেষ্টা করছেন, সুযোগও তৈরি করেছেন কিন্তু তা কাজে লাগাতে পারেননি অপু।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.032
BTC 109458.10
ETH 4003.66
USDT 1.00
SBD 0.75