Bitcoin & Crypto Currency নিয়ে এই গুলো কি শুরু হল

in #bitcoin7 years ago

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন ইদানিং দেখছি আমাদের দেশের লোকরা উঠে পরে লাগছে Crypto Currency এর উপর এ নিয়ে এক ভাই প্রতিবাদ পোস্ট দেখুন আর যত পারেন শেয়ার করুন ও Bitcoin লাভার বেশি বেশি শেয়ারর করুন বিটকেয়ন না হারাতে চাইলে।
অাপনাদের কি মনে অাছে PayPal এর কথা? যখন PayPal অমাদের দেশে ফ্রি সেবা দিতে চেয়েছিলো। অামাদের "সরকার" এর পক্ষ থেকে বলা হলো, "PayPal" অামাদের দেশে চালু হলে "Money Londaring" হবে। PayPal কে গ্রহণ করলোনা। ::: ::: সেই বুঝটা এখন বুঝলো, যখন PayPal এর "পা" ধরে কাঁন্না করলেও PayPal বাংলাদেশে অাসছেনা। এমন কি টাকা দিয়েও PayPal এর সেবা পেতে ব্যর্থ। অার অামাদের বুঝাচ্ছে, জুম হলো PayPal যেমন Gmail হলো Google. কে যে বববববববলললললললললদদদদদদদদদ হচ্ছে, সেটা-ই বলা মুশকিল।।। ::: ::: অাজ 1GB Internet 7 days, 94 টাকা এ কিনতে হতনা। Free Internet পেতাম। যখন বলা হয়েছিলো, অমাদের দেশের উপর থেকে "সাব উপগ্রহ" Internet Connection যাবে, অার অামাদের Free Internet দিবে। তখন বল্লাম, অামাদের Data চুরি হবে। So, No need. অার এখন, দারুণ অফার। 1 GB Internet 7 days only 94 tk. যেখানে 1GB Internet কিনতে খরজ ২ টাকার ও কম। কোটি কোটি টাকা বিদেশি Company কে দিয়ে দিচ্ছি। >> ওটা নিয়ে কি কারো মাথা ব্যাথা অছে??? মাথা ব্যাথা হলো যখন "New Technology" অাসে তখন। অামরা ঠিক খাই, কখন জানেন? যখন সবার খাওয়া হয়ে যায়, তখন। তখন অামরা ফালানো "উচ্ছিষ্ঠ" খাবার জন্য কাঁন্না কাটি করি।♪♪♪♪♪ Today's Technology টা এতটা Update যে "Western Country" গুলো Cryptocurrency দিয়ে তাদের লেন দেন সম্পন্ন করে। অার অমাদের দেশে এই Technology কে "অবৈধ" ঘোষনা করে। খুব কষ্ট হয় যখন কিছু # বলদ মার্কা "Journalist" যারা Cryptocurrency কে বলেলে "শেয়ার বাজার" অর যাদের "জন্ম" ই হয়েছে শুধু মাত্র "নেতিবাচক" মন্তব্য করার জন্য। যারা সব কিছুতে Negnegative দেখে। তাদের প্রতিবেদন দেখে। নিজেরা তো ভালো কিছুতে নেই, দালালি অার লুচ্চামি করে বেড়ায়। অর ৫০/= টাকায় একটা সংবাদ উল্টা করে লিখতে পারে। একটা বেকার ছেলে যখন দিন রাত পরিশ্রম করে ১০,০০০/= টাকা income করতে "মাথা"র ঘাম "পা" এ ফেলে। এই সব #সাংবাদিক সেটা #প্রতিবেদন করেনা। কিন্তু,, যখন অই ছেলাটা # Technology use করে মাসে ২৫,০০০/= ৩০,০০০/= টাকা উপার্জন করে, ঠিক তখনি অই দালাল সাংবাদিকদের চুলকানি বেড়ে যায়। অার রিপোর্ট করে, >> টাকা পাচার হচ্ছে, অমিতাপ বচ্চন লুজার হচ্ছে, cryptocurrency দিয়ে মানুষ খুন হচ্ছে, ১০ হাজার কোটি ডলারের Bitcoin চুরি। ইত্যাদি ইত্যাদি এমন সংবাদ কই যে পায় "অাল্লাহ" ভালো জানে। অাসলে টাকা খাবার ধান্ধা, News fuse কিছুনা। >> বিদেশি জুয়ার অাসরে কোটি কোটি টাকা পাচার হয়, বাংলাদেশ ব্যংকের রিজার্প চুরি হয়, অথচ News হয়না। এই সব সাংবাদিক দের জন্য ই PayPal, Free Internet সব হারিয়েছি। এখন Cryptocurrency পেয়েছি অার দালাল সাংবাদিকদের চুলকানি শুরু হয়েছে। Alatrol double dose দিলেও কাজ হবেনা। এদের মুগুর চালান দিতে হবে। এরা এমন অবস্থা করে ছাড়বে যে, বাংলাদেশে Cryptocurrency এর "পা" ধরে ও এর পর কাজের permit পাবেনা। Government পর্যায়ে অনুরোধ করছি, এটা new technology. digital currency এটা। Digital Bangladesh বিনির্মাণে অবশ্যই Digital Currency প্রয়োজন। অামরা PayPal হারিয়েছি, Digital currenc যেন না হারাই। এমন সময় অাসবে যখন কাঁন্না করেও Digital currency এর কোন সেবা বাংলাদেশে FB_IMG_1514819084562.jpgনিয়ে অাসা সম্ভব হবেনা। ★এখনি সময়, সতর্ক হোন★ (NB: Every friend's share this post.)

Sort:  

Bhai ai second bangali dekhlam steemit e. Apnar ak mash pore join korsi. Aj porjonto ar nam ba thikanao jantam na. But youtube video recommendation e apnar video pailam. Khub baje quality. Steemit akta money making machine na. And apni blockchain, currency, exchange kichu thik moto shikhain ni. Apnar 1 mas por join kore 250 followers earn korsi. Steemit protidin upgrade hotese tai apnar tutorial 2 mas por kajeo ashbe na. And steemite bangladeshi boltegele nai. Tai banglai post kore labh nai. Ar cheye Photo share kore beshi votes paoya jai.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60005.26
ETH 2409.81
USDT 1.00
SBD 2.43