Cryptocurrency News : $10k ছাড়িয়েছে বিটকয়েনের মূল্য
Cryptocurrency News - $9,400 তে লং টার্ম নিম্নমুখী ট্রেন্ডলাইন ভেঙ্গে আজকে অবশেষে বিটকয়েনের (BTC) মূল্য $10,000 কে অতিক্রম করেছে। ব্ল্যাক বৃহস্পতি তে যেই পরিমাণ মূল্য ছিল তার প্রায় ১৬০% বৃদ্ধি পেয়েছে। বিটকয়েন ব্লকের পুরস্কার বন্ধ হওয়ার চার দিন আগে এই সাইকোলজিক্যাল লেভেলটির উপরে উঠে গেল মূল্য। এর মাধ্যমে বুঝা যাচ্ছে খুচরা ট্রেডাররা এই ডিজিটাল সম্পদটির দিকে ঝুঁকতে শুরু করেছে।
Cointelegraph Markets এর তথ্য অনুসারে রাত ১১টা ৩৪ মিনিটের পরে BTC/USD এর মূল্য $10,000 এ পৌছায়। এই পয়েন্টে ট্রেডাররা লক্ষ্য রাখবে যে এইখান থেকে মূল্য উপেক্ষিত হয় নাকি, যদিও খুচরা বিনিয়োগকারীদের অংশগ্রহন বিটকয়েনের মূল্য এই লেভেল থেকে বৃদ্ধি করে আরো উপরে তুলতে পারে। প্রায় চার মাস পরে বিটকয়েনের মূল্য পাঁচ সংখ্যার ঘরে গেলো যেখানে মার্চের ১৩ তারিখে ব্ল্যাক বৃহস্পতিবারে এই ডিজিটাল মুদ্রাটির মূল্য $3,750 তে নেমে গিয়েছিল। ওই জায়গা থেকে আজকে বিটকয়েনের মূল্য ১৬০% বৃদ্ধি পেয়েছে।
রেসিস্টেন্স $9,400 কে অতিক্রম করে $10,000 লেভেলে যাওয়ার পরে ব্লুমবার্গ এর তথ্য অনুসারে ফান্ড ম্যানেজার পল টুডোর জোন্স বিটকয়েন নিয়ে নতুন অনুমান প্রকাশ করেছে ক্লায়েন্টদের দেওয়া একটি পত্রে।
জোন্স এর মতে বিটকয়েন এর এই পারফরমেন্স অনেকটা স্বর্ণের ১৯৭০ সালের পারফরমেন্স এর মত এবং তিনি ক্লায়েন্টদের বলেন, "সবচেয়ে বেশি মুনাফা লাভ করার জন্য সবচেয়ে দ্রুতগতির ঘোড়ার মালিক হতে হবে"। তিনি বলেন, " যদি আমাদের কোন কিছু নিয়ে অনুমান করতে বলা হয় তবে আমি বিটকয়েনের পক্ষে বাজি ধরবো"। Cryptocurrency News
https://bit.ly/2SRr7Q9