কবিতার নাম- "প্রেয়সি"
অালতা রাঙ্গা দুটি পা-
পরনে লালপেড়ে শাড়ি,
ডাগর চোখে চেয়ে সে
আমার পরাণ নিলো কাড়ি।
নদীর তীরে অালতো পায়ে-
হেলেদোলে হাটে যখন সে,
এলোকেশে শুভ্রবেশে যখন সে অাসে-
মনেহয় স্বর্গের হুরপরী ধরায় এসেছে।
যাদুমাখা মুখের হাসি-
আমারে করলো উদাসী,
শুনো ওগো প্রাণের প্রেয়সি-
আমি যে তোমারে বড় ভালোবাসি।
চঞ্চলা চপলা ওগো মায়াবিনী-
মায়াজালে অামায় করলে বন্ধি,
জীবন অামার অপূর্ণ রবে-
তোমাকে না পাই যদি।
যতফুল ফোটে অাছে বাগানে-
যত পাখি গেয়ে যায় গান,
পৃথিবীর সব অর্ঘ্য সব সুর-
তোমাকে করতে চাই দান।
মধুমাখা কথা বলে প্রাণ কেড়ে নাও-
আমার আপন তুমি পর কেউ নও,
কলকল সুরে বহে সাগরের ঢেউ-
তোমার চলার ছন্দ তা জানেনা তো কেউ।
দেহের বাকেবাকে মনের ভেতর-
নবযৌবনা সে কাঁপে থরথর,
যা দেখে কবিমনে বয়ে যায় ঝড়-
অালতো ছো্ঁয়ায় তারে করবো অাদর।
যদি তুমি অামার হও জীবন হবে মধুময় -
ভগ্নহৃদয় খুঁজে পাবে নতুন ঠিকানা,
নতুন ঝর্ণাধারা বয়ে যাবে নিশ্চয়-
মিঠবে জীবনের সব কামনা-বাসনা।
অসাধারণ
nice / flo back koren pls
nice bro
Nice Likchen
Onk valo lagse...asha kori samne aro valo valo kobita post kore amader ke mogdho korben.
Congratulations @ahmedjubayer! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Gd.
nice bro
congrate
nice post
nice and bqck