কবিতার নাম-"পরমবন্ধু "

in #bitcoin8 years ago

হে বন্ধু স্বজন-
তোমাকে সঁপে দিলাম জীবন-যৌবন,
জাত-কোলমান তোমায় করলাম অর্পণ-
তবু জানিনা পাবো কি না তোমার মন।
হে অাপনজন-
অামি তো জানি তুমি চির অাপন,
তাই তোমাকে নিয়ে দেখি সুখের স্বপন-
তবু জানিনা হবে কি না মধুর মিলন।
হে প্রিয়জন -
তোমাকে ঘীরে অামার সকল অায়াজন,
জীবন সাজাতে তাই তোমাকে প্রয়োজন-
তুমি কি বুঝনা বন্ধু অামার মন?
হে নির্ধনী'র ধন-
তুমিতো অামার মানিক-রতন,
নিশিদিন তোমাকে অামি করি স্বরণ-
তুমি অাছো বলে এত রঙ্গিন এ ভূবণ।
হে ধ্যানের মূল-
নিরাশার অাশা তুমি ভবদরিয়ার কূল,
জীবন চলার পথে আমারও আছে অনেক ভুল-
তুমি চাইলে সকল ভুল হয়ে যাবে ফুল।
হে পরম বন্ধু-
এ বন্ধন কি শুধু ক্ষণিকের তরে?
অামায় কি যাবে ভুলে ক্ষণিক পরে?
তুমি থেকো অন্তরে জন্মজন্মান্তরে।
হে অাঁধারে আলো-
জনম অামার ধন্য হবে বাসো যদি ভালো,
তোমার প্রেমের আলো হৃদয়ে জ্বালো-
দুর হয়ে যাক জীবনের সকল কালো।
হে নয়নমণি -
দুই নয়নের অালো একদিন হারিয়ে যাবে জানি,
সাঙ্গ হবে জীবনলীলা বন্ধ হবে বাণী-
তোমার অালোয় সেদিন যেন অালোকিত হই আমি।
১৪.১০.২০১৭খ্রিঃ

Sort:  

This is what you wrote. And thank you for the poem that has written it because it's so beautiful.

This is the thing that you composed. What's more, thank you for the ballad that has composed it since it's so excellent.

sundor sundor kobita debar jonno apnake dhonnobad

nice poem broo... keep it up

তবু জানিনা হবে কি না মধুর মিলন।
হে প্রিয়জন -
তোমাকে ঘীরে অামার সকল অায়াজন,
জীবন সাজাতে তাই তোমাকে প্রয়োজন-
তুমি কি বুঝনা বন্ধু অামার মন?

upvoted and commented

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.033
BTC 111087.14
ETH 3936.47
USDT 1.00
SBD 0.59