সপ্নও ইচ্ছে

in #best2 years ago (edited)

জীবনে সবারই কম বেশি চাহিদা আছে বা থাকে, ঠিক তেমনি আমার কিছু চাহিদা আছে, আমি বড় হবো টাকা ইনকাম করবো, বড় তো হলাম টাকা কিভাবে ইনকাম করবো হালাল ভাবে, আরো একটা বিষয়ে বলে রাখি আপনাদের আমি অনলাইনে কাজ করার ইচ্ছা ছোট থেকেই, কিন্তু কিভাবে করে বা আমি কিভাবে করবো তা জানতাম না। আস্তে আস্তে অনলাইনে আসি, এরপর হাজার হাজার মানুষ নতুন নতুন সাইট এর সাথে আমার পরিচয়, এবং ইস্টিমেট এর সম্পর্কে আমি ভালো ধারনা পাই এবং এটা একটা ভালো ও একজন মানুষকে তার সপ্নে পোঁছে দেওয়ার মত এসাইট। বিশ্বাস করি এবং কাজ করি, দেখি কত সফলতা আনতে পারি।

আমার বাংলা ব্লগ যখন শুরু করা হয় তখনই আমি এখানে সাবস্ক্রাইব করে কাজ করতে পারিনি হয়তো কিন্তু অংশগ্রহণ করে ছিলাম। আমি এস্টিমেট এর অনেক বিষয় আছে যেগুলো আমি জানতাম না এবং বুঝতাম না আমার সম্পর্কে ধারণা হয়েছে। কিভাবে একটি কোয়ালিটিফুল পোস্ট তৈরি করতে হয় আশা করি আমি শিখে গেছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64320.49
ETH 3506.40
USDT 1.00
SBD 2.54