এঁচোড় বেসন ভাজা (enchor besan bhaja recipe in bengali)

in #bengali2 years ago

উপকরণ

৫০০গ্রাম এঁচোড়
২ টো পেঁয়াজ কুচি
১ টেবিল চামচ আদা বাটা
১ টেবিল চামচ রসুন বাটা
১ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
১.৫ টেবিল চামচ লবণ
৬ টেবিল চামচ বেসন
১/২ টেবিল চামচ হলুদের গুঁড়ো
পরিমাণ মত তেল

এচড-বসন-ভজ-enchor-besan-bhaja-recipe-in-bengali-রসপর-পরধন-ছব.webp

ধাপ

সর্বপ্রথম জলটাকে গরম করে নেব তার মধ্যে নুন দিয়ে এই এঁচোড় কে সেদ্ধ করে বের করে নিতে হবে

এবার সেদ্ধ করা এই চোরটাকে জোতা ছাড়িয়ে নেব আর তেল গরম করে সামান্য নুন আর হলুদ দিয়ে ভাল করে ভেজে বের করে রেখে নিতে হবে

এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব তিনি আজ টা লাল হয়ে যাওয়ার পর সব মশলা গুলোকে দিয়ে ভেজে নিন এবার ভিজে রাখা এঁচোড় তাকে পেঁয়াজের মধ্যে দিয়ে মিশিয়ে দিতে হবে উপর থেকে একটু একটু করে বেতন ছড়িয়ে দিব আর উপর নিচ করে মিশে থাকবো আবার একটু বেসন দিয়ে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে

এইরকম করে 15 থেকে কুড়ি মিনিট ভাজতে হবে যখন ইচোর টা ভেজে লাল হয়ে যাবে তবে জানা রইল এঁচোড় ভাজা তৈরীর আছে

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63700.12
ETH 3136.09
USDT 1.00
SBD 3.83