BatsteemCreated with Sketch.

in #bat6 months ago

বাদুর নিশাচর প্রাণী৷ বাদুর চোখে দেখে না৷ মুখ দিয়ে শব্দ করে সামনে আগায়৷ বাদুর তারে দেখা যায়৷ এরা পা উল্টা ভাবে ঝুলে৷ বাদুর কালো পাখা বিশিষ্ট হয়৷ বাদুরের পাখা বড় হয়৷ এদের শরীর ছোট হয়৷ বাদুর দেখতে কালো হয়৷ বাদুর মুখ দিয়ে পায়খানা করে৷ বাদুর সব জায়গায় দেখতে পাওয়া যায়৷ বাদুর রোগ ছড়ায়। বাদুর ফল মুল খায়৷ পাকা ফলমুল বাদুর খেয়ে থাকে৷ আমাদের নানী বাড়িতে কাঁঠাল খেতে দেখেছিলাম৷ বিদেশে বাদুর খেয়ে থাকে৷ ইরানের মানুষ বাদুর খায়৷ তাদের বাদুরের মার্কেট আছে৷ বাদুরের মাংস অনেকে পছন্দ করে৷ তবে বাদুর বিপদজনক৷ করোনা ভাইরাস নাকি বাদুর থেকে এসেছিলো৷ তখন বাদুর খাওয়া বন্ধ হয়েছিলো৷ তবে এখন আবার মানুষ বাদুর খেয়ে থাকে৷ বাদুর আমাদের দেশে দেখা যায় না৷ আগে প্রায় কারেন্টের তারে বাদুরকে ঝুলতে দেখা যাইতো।


Pixabay

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63247.38
ETH 3242.29
USDT 1.00
SBD 3.90