মায়া ও ছায়া | ২৪-ই ডিসেম্বর ২০২২ | ৯ পৌষ ১৪২৯

in #banglastory2 years ago (edited)

কেমন আছ নীল?
-যেমন রেখেছো।
সেদিন এফবিতে তোমার ছবি দেখলাম রাত জাগার অভ্যাসটা এখনো যায়নি তোমার।
-রাত দিন সবই আমার কাছে অন্ধকার খুব বেশি প্রয়োজন হলে ঘুমাই।
মা বললো খাওয়া দাওয়া একদমই করোনা?
-আমার মাকে মা বলার অধিকার তুমি হারিয়ে ফেলেছো রুপা।

Break-Up.jpg
This photo is taken from Google.

সিগারেট ছাড়তে পারলে না এখনো।
-ছেড়েছিলাম তোমার কথা রাখতে তুমিই যখন নেই।
শুনলাম এখন নেশাও নাকি করো?
কে বললো এইসব?
-ফয়সালকে তোমার কথা জিজ্ঞেস করেছিলাম।
বাদ দাওনা জীবন তো চলেই যায় যাচ্ছে।
-কেন এইসব পাগলামো করছো নীল জীবনটা গুছিয়ে নাও প্লিজ।
আমাকে নিয়ে আর ভেবোনা জীবন্ত লাশ আমি।

-তুমি ছাড়া আর কাকে নিয়ে ভাববো বলো?
যার জন্য আমায় ছেড়ে গেছো তাকে নিয়ে ভাবো।
-নীল প্লিজ এইভাবে বলোনা বুকে খুব ব্যাথা হয়।
তুমি কি এখনো আমায় ভালবাস?
-না মোটেও না আমি একমাত্র আমার স্বামীকেই ভালবাসি।
তোমার ভাঙ্গাগলার কান্নার সুর রুপা এটা বলেনা।
-চুপ একদম চুপ আমি কাঁদছিনা আমি খুব সুখে আছি।
জানি সুখের টানেই তো আমাকে ছেড়ে গিয়েছিলে বিরাট ধনী স্বামী কত সুখ তোমার শুধু আমার সুখে শুভাংকরের ফাঁকি।
-হুম সুখেই আছি অনেক সুখে এত সুখ যে ইদানীং সুখ বমি হয়।

আচ্ছা ভালবাসা কেন এমন হয়?
-জানিনা কিচ্ছু জানিনা শুধু জানি আমি ভালো আছি অনেক ভালো আছি।
প্রার্থনা করি সুখে থাকো অনেক সুখে।
-সুখের জন্যই তো মা বাবা কুরবানির গরুর মত আমাকে অচেনা একজনের হাতে তুলে দিয়েছে সুখে কেন থাকবোনা।
-আচ্ছা বাই রুদ্র যদি কখনো আর কথা না হয় ক্ষমা করে দিও।
-নিজের খেয়াল রেখো তুমিতো মায়ের একমাত্র ছেলে।

couple-silhouette-standing-away-from-each-other.jpg
This photo is taken from Google.
নীল আরেকটা সিগারেট ধরালো সিগারেটের ঝাঁজ যেন দিনদিন কমতেছে এত্ত সিগারেট খাওয়ার পরও কেন মৃত্যু হয়না?
অথচ প্যাকেটের গায়ে লেখা থাকে ধুমপান মৃত্যুর কারন সব ফাউলের দল।
রুপা কান্না আটকাতে পারেনি তাই কল কেঁটে দিয়েছে তা ভালোই বুঝতে পেরেছে নীল পাগলীটা সুখে নেই মোটেও সুখে নেই।
খুব ইচ্ছে করে রুপাকে নিজের বুকে নিয়ে আসতে কিন্তু নেশাগ্রস্থ জীবনে তাকে জড়িয়ে কি লাভ? আর কয়টা দিনই বা বাঁচবে।
নীলদের ছাড়াও রুপারা সুখে থাকে তা নয় তারাও জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে দাঁতে দাঁত চেপে সব সহ্য করে দেয়ার বাইর থেকে তা দেখা না গেলেও বাস্তবতা এটাই।
সুখের অভিনয় করে এভাবেই জীবন কাটায় রুপারা আর সিগারেটের সুখটানে কষ্ট উড়ায় নীলরা।

ধন্যবাদ।

Sort:  

HI @sakibulofficial

hope you doing well . We have some restrictive rules on our Steemit platform. You must follow those rules. Copying this post of yours from somewhere else is a violation of our Steemit platform rules. To be a real blogger you must use your creativity . Your content is totally copied from another source . You have to mention or give the link from where you copied content .Otherwise it will be considered as plagiarism . Also you only can 25% (of course have to mention the source ) of the rewrite article from somewhere else and the remaining 75% have to write from your own . Hope you will try to follow our steemits rules from now on.

Thank you .

Your post are written from this source link .

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 69527.07
ETH 2514.58
USDT 1.00
SBD 2.55