বুড়িগঙ্গা নদীর প্রাকৃতিক সৌন্দর্য সাথে অকল্পনীয় একটি ঘটনা শেয়ার করলাম

in #banglapost2 months ago (edited)

ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বুড়িগঙ্গা নদী। এই নদী তীরে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। শুধু আমার নয় হয়তো অনেকেরই রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বুড়িগঙ্গা নদী একপাশে ঢাকা অন্য পাশে হচ্ছে কেরানীগঞ্জ মুন্সিগঞ্জ।

IMG_20230619_185734.jpg

নদীর সৌন্দর্য উপভোগ করতে আমার ভালোই লাগে। আমি আবার ভাই ভ্রমণ পিপাসু মানুষ। বর্ষাকালে এ ধরনের দৃশ্য আমার খুব ভালো লাগে। গরমকাল বা অন্যান্য সময় পানি খারাপ হওয়ার কারণে মূলত যাই না। কারণ প্রচন্ড দুর্গন্ধ করতে পারিনা।

IMG_20230619_185247.jpg

বিভিন্ন কাজের সুবাদে সদর ঘাটে যাওয়া হয়। সৌন্দর্য ভরা বিভিন্ন ধরনের লঞ্চ, জাহাজ, নৌকা এ ধরনের যানবাহন গুলো নোঙ্গর করা থাকে। মাঝেমধ্যে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা কথা বলতে চাই যেটা হলো কেরানীগঞ্জ কদমতলী ঘাট থেকে কামরাঙ্গীরচর যাওয়ার যেই ঘাট রয়েছে।

IMG_20240108_111801.jpg

সেখানে যাওয়ার সময় একটি হরর ঘটনা ঘটলো আমার সাথে যেটি না বললেই নয়। লোকমুখে শুনেছি যে, সেখানে প্রায় অ্যাবনরমাল কিছু ঘটে। তো একদিন এসে দেখতে যাওয়ার জন্য রওনা হলাম আমি আর একজন।

IMG_20230619_185330.jpg

নৌকা মাঝি এবং আমরা দুজন নদীর মাঝখানে যাওয়ার সময়, যেখানে তিন মোহনা মিশ্রিত হলো সেই বরাবর যাওয়ার সময় আমরা একটি অ্যাবনরমাল সাউন্ড শুনতে পেলাম। শব্দটি শুনে আমরা নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না যে আসলে কি হচ্ছে সেখানে।

IMG_20230619_185311.jpg

আমরা দুজন ভয় পেয়ে গেলাম, নৌকার মাঝি আমাদেরকে নির্ভয় দিয়ে বলল কিছু না । এটা এখানকার স্বাভাবিক ব্যাপার। আমরা শুনে আশ্চর্য হলাম তার কাছে জানতে চাইলাম যে মূল ঘটনাটা কি? আবার ভয়ও পেলাম যে নদীর সৌন্দর্য দেখতে এসে না জানি অন্য কোন কিছু হয়ে যায়। 😲

IMG_20230619_185304.jpg

ওরে নৌকার মাঝি আমাদেরকে বলল যে, এখানে ওয়াসার একটি পিলার রয়েছে। সেটি করার সময় একটি মেয়ে নৌকা দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে যায়। পরে তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি তখন থেকেই এখানে এই এ্যাবনরমাল ঘটনা ঘটে।

আমরা মাঝিকে বললাম ঃ আপনাদের কোন সমস্যা হয় না?
মাঝি বলল ঃ না, তেমন কোন সমস্যা হয় না। মাঝেমধ্যে ঝড়ের সময় একটু অসুবিধা হয়।

এভাবে কথা বলতে যাওয়ার সময় হঠাৎ নৌকার তলায় সজোরে একটি কি যেন আঘাত করল! 😲
ততক্ষণে আমরা কামরাঙ্গীরচর ঘাটের শেষ মাথার ঘাটলাটার কাছাকাছি পৌঁছে গেলাম তাই দ্রুত নৌকা থেকে নেমে গেলাম।। 🕋

IMG_20221225_171131.jpg

পরে আল্লাহকে স্মরণ করে 'আলহামদুলিল্লাহ' বলে ওই স্থান ত্যাগ করলাম।

এখনো যদি ওই ঘটনার কথা মনে পড়ে গা শিউরে ওঠে।। 🤔

"ঘটনাটি মন দিয়ে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ "

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53406.15
ETH 2223.47
USDT 1.00
SBD 2.29