cricket news
জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের আগে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে লাল ও সবুজ দলে ভাগ হয়ে অনুশীলন ম্যাচ খেলছে বাংলাদেশ দল। সাকিবদের দেয়া ৩২১ রানের টার্গেটে ব্যাট করছে মাশরাফিবাহিনী। শেষ খবর পাওয়া সবুজ দলের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান। আউট হয়েছেন মোহাম্মদ মিঠুন। চলছে ১১ ওভারের খেলা। ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন লিটন কুমার দাস।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সবুজ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘদিন পর তামিম ইকবালের সাথে ইনিংসের গোড়াপত্তন করতে ক্রিজে আসেন এনামুল হক বিজয়। তবে খুব বেশি সুবিধা করতে পারেন নি। ২১ বলে ২০ রান করে মুস্তাফিজুর রহমানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার।
বিজয়ের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। তামিমের সাথে প্রাথমিক ধাক্কা সামলালেও ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেন নি। ৩৬ বলে ২৪ রান করেই আউট হোন সাকিব। এরপর উইকেটে এসে রানের খাতা খোলার আগেই আউট হোন মুশফিক। লাল দলের গুরুত্বপূর্ণ এই দুইটি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারালোও এক প্রান্ত আগলে স্কোর করে গেছেন তামিম ইকবাল। পেয়েছেন শতকের দেখা। ১১৯ বলে ১০ চার আর ২ ছক্কায় ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পর স্বেচ্ছায় অবসর নেন তামিম। লাল দলের ৩০০ পেরুনো স্কোরের বড় অবদান ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। ৮৬ রান করেন রিয়াদ। শেষ দিকে ১৯ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন আবুল হাসান রাজু।
এদিকে সবুজ দলের পক্ষে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন দুইটি করে উইকেট পেয়েছেন।
লাল দলঃ ৩২০/৬ (৫০ ওভার)
তামিম ইকবাল ১০৪*, মাহমুদউল্লাহ রিয়াদ ৮৬ , সাকিব আল হাসান ২৪, এনামুল হক বিজয় ২১, সাব্বির রহমান ১৯
You got a 0.87% upvote from @postpromoter courtesy of @istiak! Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!
This post has received a 0.96 % upvote from thanks to: @istiak.
For more information, click here!!!!
Send minimum 0.100 SBD to bid for votes.
Before sending a transfer to @minnowhelper, verify that your publication meets these conditions (http://www.minnowhelper.com/conditions.php). After the transfer is made, no claims will be received.
The Minnowhelper team is still looking for investors (Minimum 10 SP), if you are interested in this, read the conditions of how to invest click here!!!
ROI Calculator for Investors click here!!!