কি লিখবো? কি লিখবো না !

in #bangladesh7 years ago

স্টিমিটে লগইন করার পর, কোন টপিকে লিখবো? কি লিখবো? সিরিয়াসলি এই বিষয়ে লিখব? নাহ থাক ! অন্য টপিকে লিখি, আরে নাহ থাক লিখিনা এই বিষয়ে ।এসব করতে করতে আমার যতটা সময় যায় মূল লেখাটা লিখতে তার চার ভাগের এক ভাগও সময় ব্যায় হয় না। অনেক 10 মিনিটে কয়েকটি লেখা তৈরি করে (লিখতে নয়) ফেলতে পারে । বাট আমার একটা লেখা লেথতে অনেক সময় লাগে । যার কারণ আমি বিভিন্ন পোস্টে বারবারই বলে আসতেছি তাই এবার আর তার পুনারবৃত্তি করব না ।

যা হোক সাত/পাঁচ করতে করতে অবশেষে সিদ্বান্ত নিয়েই ফেললাম চলমান পোস্টটি লিখব “সময়ের গুরুত্ব ও আমাদের অবহেলা” সম্পর্কে ।

সময় আমাদের জিবনের অবিচ্ছেদ্য একটি একটি অংশ । প্রবাদ বাক্য আছে সময় এবং স্রোত কারো জন্য থেমে থাকে না । সো আমার আপনার জন্যও থেমে থাকবে না । জিবনের যে সময় টা অতিবাহিত হয়ে যাচ্ছে/গিয়েছে তা কোনদিন আর ফিরে পাওয়া যাবে না । হয়তোবা ভাবছেন সবার জানা এসব কথাগুলো কেনো বলছি ? হ্যা আমিও জানি এসব প্রবাদ বাক্য আর উপদেশবাক্য ছোট্ট বাচ্চাটাও জানে, বাট সমস্যাটা হচ্ছে আমরা কথাগুলো জানি/স্বিকার করি, সময় অবহেলা করা/নস্ট করার পরিণতি সম্পর্কেও আমরা অবগত তবে নিজের জিবন পরিচালনার ক্ষেত্রে আমরা আমাদের জানা কথাগুলোর শিক্ষাকে নিজের জিবনে বাস্তবায়ন করতে পারি না। আমাদের উন্নতির ক্ষেত্রে এটাই আমাদের বাধা । আমরা অপরকে খুব লম্বা লেকচার দিতে পারি কিন্তু নিজেদের ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে পারি না । (যেমন আমাকেই দেখুন না)

সো আমাদের সকলের উচিত সময়ের গুরুত্ব অনুধাবন করে নিজ জিবন পরিচালনায় তা বাস্তবায়ন করা ।

IMG_20180515_172659.jpg

সম্মানিত পাঠক, বড় মাপের একজন বাংলা সাহিত্যিকের একটি প্রবন্ধ পড়েছিলাম । “আপনি কিভাবে লেখক হবেন” এই টপিকের উপর । তিনি সেখানে বলেছিলেন যে, প্রথম দিকে আপনার যা মন চায় সেটা্ই লিখবেন, কোনো শরম করবেননা । নিজের দৈনন্দিন জিবনের কার্যক্রমগুলো (রোজনামচা) লিখুন । আপনার লেখা খুবই বাজে, এতো শিক্ষিত, এতো ডিগ্রিধারী, অমুক-তমুক, ব্লা ব্লা হওয়া সত্বেও আপনার লেখার এ অবস্থা? এতো বাজে লেখা পড়ে পাঠকের প্রতিক্রিয়া কি হবে ? সেটা মোটেই ভাবতে যাবেন না। আপনার কাজ শুধু লিখে যাওয়া লিখতে লিখতে একদিন আপনার লেখা পড়ে এতোদিন যারা ব্যাড কমেন্ট করত তারাই আপনার প্রশংসা করবে। #আমি কিন্তু প্রথম ধাপে আছি ।

#বেস্ট অফ লাক [ফর মি {হি হি হি} এন্ড ফর ইউ]

Sort:  

You got a 3.41% upvote from @emperorofnaps courtesy of @alaminnoman!

Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!

You got a 1.25% upvote from @brupvoter courtesy of @alaminnoman!

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.041
BTC 98535.63
ETH 3620.18
SBD 1.60