সুরের ধারার পাগল-ঝোরা

in #bangladesg7 years ago

 মান্দ মিশ্র – কারফা
 

সুরের ধারার পাগল-ঝোরা  
        নামিল সখী মোর পরানে।  
যেন কাহারবায় গজল কে গায়  
        সাকির সাথে গুল-বাগানে॥  
ভরি     মোর নিশীথ নিঝুম  
বাজে    নূপুর কার রুমুঝুম
              মোর চোখে নাহি ঘুম,  
পাষাণ টুটে লো যায় ছুটে  
            মন-তটিনী মোর সাগর পানে॥  
পানসে চাঁদের জোছনাতে ওই বেলের কুঁড়ি মুঞ্জরে,
মোর মন যেতে চায় ফুল-বিছানো বকুল-বীথির পথ ধরে।  
আজ চাইবে যে, দিব তাকে  
সই ফুল ছুঁয়ে এই আপনাকে,  
বাহির আমায় ডাক দিয়েছে আর কি ঘরে মন থাকে।  
অরুণ রাগে হৃদয় জাগে,  
            ভাসিয়া যাব নৃত্যে গানে॥ 

source:https://www.ebanglalibrary.com/nazrul/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2-%e0%a6%9d%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%be/

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 58239.61
ETH 2287.71
USDT 1.00
SBD 2.50