মুখে দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার উপায়

in #bangla3 years ago

মুখে দুর্গন্ধ এক বিরক্তকর সমস্যা। এতে আমরা না ভালো কর এ কথা বলতে পারি না প্রাণ খুলে এ হাসতে পারি, যেন মন এ হয় ওই ব্যাক্তি অস্বস্তি বোধ করবে আমার দুর্গন্ধ পেয়ে। এ থেকে আরো খারাপ হলো আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আরেক জনের সাথে কথা বলার । তবে সব সমস্যার মতন এই সমস্যার ও সমাধান আছে । চলুন সমাধান গুলো একবার দেখি:
লেবুর রস: এতে অ্যাসিড থাকে যা আমাদের মুখে থাকা জীবাণুদের মেরেফেলে । যার জন্য মুখে আর জীবাণু থাকে না আর দুর্গন্ধ দূর হয়। এক্ষেত্রে দৈনিক জলের সাথে লেবুর রস পান করুন, অথবা ওই জল দিয়ে কুলকুচি করুন।
লবঙ্গ: এতে এন্টিব্যাকটেরিয়াল গুন্ থাকে যা জীবাণু দের মেরে ফেলে। তাই মুখে একটি লবঙ্গ চুষতে থাকুন। দেখবেন আপনি দুর্গন্ধ থেকে মুক্তি পেয়েছেন।
পুদিনাপাতা: এ এক প্রাকৃতিক মাউথ ফ্রেশনার । যদি মুখে দুর্গন্ধ বোধ হয় দুটো পুদিনাপাতা চিবিয়ে ফেলুন।
এলাচ: একটা এলাচ মুখে রেখে দিন। দেখবেন দুর্গন্ধ আর নেই।
দারচিনি: একটি জনপ্রিয় ন্যাচারাল মাউথ ফ্রেশনার। এক টুকরো দারচিনি নিন আর জলের সাথে ফুটান । তার পর সেই জল ঠান্ডা হলে ওই টা দিয়ে কুলকুচি করুন । দেখবেন আর দুর্গন্ধ নেই।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63361.04
ETH 2483.47
USDT 1.00
SBD 2.67