ভোগে নই ত্যাগেই প্রকৃত সুখ

in #bangla7 years ago

মানুষের প্রকৃত সুখ ভোগে কখন মিলে না, ত্যাগের মাধ্যমে মিলে । কিন্তু অনেক মানুষ আসে যারা নিজে ভোগ করে শান্তি লাভ করে । কিন্তু এটা কখনও ঠিক নই। যারা ত্যাগ করে শান্তি লাভ করে এরাই প্রকৃত মানুষ । আর যারা ভোগ করে শান্তি লাভ করে এরা সমাজের বুকে চোর নামে পরিচিত। এরা অন্যের জিনিসে লোভ এবং মেরে খাই । 

এই বানি পরিবারের বড় ছেলের জন্য বেশি উপযোগী। কারন পরিবারের বড় ছেলেরা সব সময় ত্যাগ করে এবং শান্তি লাভ করে । আমার পরিবারে আমার বড় ভাই কখনও নিজে কিছু আগে আগে ভোগ করেন না । কোন খাওয়ার  জিনিস আগে সবাইকে  খেতে দেই যদি সব শেষে থাকে তাহলে খাই না হলে খাই না। এমন মানুষ খুব কম দেখা যাই । আর যে গুলো আছে সেগুল সমাজের গর্ব । আপনারা ও এমন হওয়ার জন্য চেষ্টা করুন। 

আমাদের দেশে নেতাদের দিকে লক্ষ করলে দেখা যাই সব চুরি করে শেষ করে দিছে। জনগনের জন্য কখন কাজ করবে। আমাদের দেশের অবাস্তা খুব খারাপ । সব নেতারা টাকা চুরি করে বিদেশ ব্যাংকে রেখে দিছে। এই গুলা যদি দেশের স্বার্থে জনগনের জন্য কাজ করতো তাহলে দেশের মানুষ খুব খুসি হত। এবং নিজের কাছেই ভাল লাগত। 

আমার পোস্ট পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ । সবাই ভাল এবং সুস্ত থাকুন।
Sort:  

The politicians, will never understand this. ( Specially in our country).
So, you have a good big brother. Yeah, most of them like that. But, not all of them.

Yes bro..voge noy tege sukh..asole bortoman ee manus vog ta k onk voro kore dekhe tai teger kotha vule giye voger sukh ta niye khusi thake..apnk e many thanks @mrsadman vai.

খুব ভাল বিষয়। আশা করি আপনারা আমার প্রথম পোস্টটিও পছন্দ করবেন! এখানে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 78890.33
ETH 3180.07
USDT 1.00
SBD 2.68