প্রশ্নফাঁস ঠেকাতে সাধ্যের সব কিছুই করা হয়েছে: শিক্ষামন্ত্রী

in #bangla6 years ago (edited)

এইচএসসি পরীক্ষায় যেন প্রশ্ন ফাঁস হতে না পারে সে জন্য মানুষের সাধ্যের মধ্যে যা যা করা সম্ভব তার সবই করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রী বলেন, ‘তারপরও কেউ যদি এমন ন্যাক্কারজনক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সোমবার সকালে সারাদেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ সময় রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের করেন শিক্ষামন্ত্রী। তবে তিনি কেন্দ্রে ঢোকেননি, বাইরে থেকেই দেখেন।

গত কয়েক বছর ধরেই প্রশ্ন ফাঁস সারাদেশে ব্যাপক আলোচিত বিষয়। গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার প্রায় প্রতিটি বিষয়ে এমসিকিউ এর প্রশ্ন পরীক্ষার আগে আগে এসেছে সামাজিক মাধ্যমে। এ নিয়ে শিক্ষামন্ত্রীকে ব্যাপক চাপে পড়তে হয়।

এইচএসসিতে প্রশ্নফাঁস ঠেকাতে বেশ কিছু নতুন পদ্ধতি চালু হয়েছে। এর একটি হলো কোন সেটে পরীক্ষা নেয়া হবে, সে সিদ্ধান্ত পরীক্ষার আগে আগে নেয়া।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রতিটি পরীক্ষা কেন্দ্রের জন্য আলাদাভাবে দুটি প্যাকেটে সিলগালা ও সিকিউরিটি প্যাকে প্রশ্ন পাঠানো হয়েছে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে সারাদেশে প্রশ্ন সেট নির্ধারণ হয়েছে। সে প্রশ্ন দিয়েই আজকের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।’

‘প্রশ্নফাঁস হওয়ার সকল সম্ভাবনায় কড়া নজরদারি বসানো হয়েছে। তাই প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।’

মন্ত্রী বলেন, ‘সারা দেশে শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমান পরীক্ষা চলছে। কোথাও প্রশ্নফাঁসের অভিযোগ পাওয়া যায়নি।’

এসএসসির মতো এইচএসসিতেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। বিভিন্ন কারণে সিদ্ধেশ্বরীতে ১০ জন পরীক্ষার্থী কেন্দ্রে আসতে দেরি করে। তাদেরকে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হলেও তাদের তথ্য সংগ্রহ ও দেরির কারণ রেকর্ড করা হয়েছে। পরে তা শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেয়া হবে।

এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘এমসিকিউ তুলে দিয়ে পাবলিক পরীক্ষায় কিছু সংস্কার কাজ শুরু হয়েছে। এটি নিয়ে জনমত তৈরি করতে হবে। আমরা প্রাথমিক কাজ শুরু করেছি।’

‘শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের নিয়ে আলাপ-আলোচনা করে সকলে সম্মতি দিলে এমসিকিউ (নৈর্ব্যক্তিক) প্রশ্ন তুলে দেয়া হবে।’

এখনও ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের বিজ্ঞাপন পাওয়া যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের কাছে যখন যে মাধ্যমে প্রশ্নফাঁস সংক্রান্ত তথ্য আসছে আমরা সেসব লিংকগুলো আইসিটি ও সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দিচ্ছি।’

নিষিদ্ধ করা হলেও এখনও কিছু কোচিং সেন্টার খোলা রয়েছে বলে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘পরীক্ষার সময় এইচএসসি সংশ্লিষ্ট কোচিং সেন্টার বন্ধ করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এটি বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’

এর আগে শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় একাধিক অভিভাবক প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান, ঢাকা বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হকসহ শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/এমএম/ডব্লিউবি)

Sort:  

This post has received a 0.63 % upvote from @drotto thanks to: @kdjakirtgl.

This post has received a 0.32 % upvote from @speedvoter thanks to: @kdjakirtgl.

Flagged for tag-abuse (#creative-commons). You have to add a creative commons license to your post or remove the tag. More infos.

thank you represent our bangladesh and bangla post 👍

  • powerful post in bangla (03/04/2018) link

supported by @nmb82ig & you got 4 upVote free

Coin Marketplace

STEEM 0.34
TRX 0.11
JST 0.034
BTC 66361.53
ETH 3253.14
USDT 1.00
SBD 4.43