বাংলা মৌলিক কবিতা I ( শূন্যের মাঝে )
শূন্যের মাঝে I
শূন্যের মাঝে দিগন্তের অজানা পথে
স্বপ্নের গান শুনে রয়েছে হৃদয়ে।
মেঘের ছায়ায় লুকিয়ে পড়া
স্মৃতির মেলা মিলায় সব পথে।
অজানা সীমানায় চলছে সুখের হেলায়
স্বপ্নের মায়ায় ভাসে সময়ের তরায়।
মনের ভিতরে আঁকা সুখের চিত্র,
ক্লান্ত পথে হেলিয়ে আছে মুখের হাসি।
অনেক ক্ষণ অনেক রাত, একা হাঁটা
স্বপ্নের বনে স্বপ্নের বন্ধনে।
শূন্যের মাঝে স্বপ্নের গান লালন
মিলে আজও আশার সুরে।