কবিতার নাম-"দালাল"

in #bangla7 years ago

দালালের দালালি ঘোষ আর দুর্নীতি
এক সুঁতোয় গাঁথা রয়,
যে যত দালালি জানে তার হয় ততই জয়,
এ পৃথিবী যেন দালাল আর দালালীময়।

দালাল অাঁটে ফন্দি কথার জালে করে বন্দি
অসৎ পথে টাকা আসে নাই কোন শ্রম,
কুচিন্তা মনে পোঁষে অসুস্হ্য মানসে
এ পৃথিবী যেন দালালদের অভয়াশ্রম,

অফিস পাড়ায় ফেলতে পা
মনে জাগে শঙ্কা,
কোর্টেও দালালের উৎপাত
কোথাও নেই যেন রক্ষা।

অসৎ জনের কাছে সবই সমান
অালো-অাঁধার আর সত্য-মিথ্যা,
দালালের পৃথিবীতে অসহায় সততা,
দালালারা নরকের কীট, শয়তানের প্রেতাত্মা।

কথায় দালালি রক্তে দালালি
দালালি অস্থিমজ্জায়,
দালালের ভীড়ে বসবাস করে
প্রাণ করে হায় হায়!

অফিসের অফিসার উৎকুচে দৃষ্টি তার
তাই সে পোঁষে দালাল,
স্রষ্টা প্রেম, দেশ প্রেম, কিছুই নাই তার
তাই সে খোঁজে না হারাম হালাল।

ফাইল নড়েনা ফোয়েল ছাড়া
পিয়নও কয় না কথা,
দালালীতে নির্বাসনে গেল
মানুষের মানবতা।

টার্মিনাল আর হাসপাতাল
দালালীতে টালমাটাল,
সব কাজেই সামনে থাকে দালাল
কোথাও যেন রেহাই নেই, হায়রে কপাল!

বিয়ে-শাদী জন্ম-মৃত্যু সকল কাজে
ছড়িয়ে অাছে দালাল আর দালালি যত,
সংক্রামক ব্যাধির মতো সমাজকে করছে ক্ষত,
যা দেখে সুস্থ্য বিবেক হয় অাহত।

দালালে দালান গড়ে রাতারাতি
অঢেল সম্পদ গড়ে অসৎ পথে,
সৎ লোক মরে ক্ষুধায় জ্বালায়
অসুখে মরে বিনা ঔষধে।

ঘোষ-দুুর্ণীতি আর অসৎ দালালমুক্ত পৃথিবী
শান্তিকামী মানুষের প্রাণের দাবী,
ঘৃণা, লোভ, হিংসা, সন্ত্রাস দুর হলেই তবে,
সুখি -সুন্দর সমৃদ্ধশালী শান্তিময় পৃথিবী হবে।
০৪.১০.২০১৭খ্রিঃ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65876.23
ETH 2700.53
USDT 1.00
SBD 2.86