ছেলে বাবুদের ইসলামিক আরবি নাম অর্থসহ

in #baby3 years ago

একটি নাম একটি শিশুর আজীবন পরিচয় প্রদান করে। আর তাই শিশুদের নাম নির্বাচন করতে বাবা মায়েদের অধিক জ্ঞান রাখতে হয় অথবা একজন জ্ঞানী আলেমের পরামর্শ নিতে হয় যাতে নেতিবাচক দিকগুলো এড়ানো যায়। সাধারণত মুসলিম পিতামাতাগণ ইসলামিক নাম দ্বারা নামকরণ করতে আগ্রহী হোন এবং স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই আজ আমি এমন কিছু ইতিবাচক ব্যক্তিত্ব নামের পরামর্শ দিবো যা আপনার ছেলে বাবুর জন্য নির্বাচন করতে পারেন।

Cute baby Photo (97).jpg

01. আল্লাহর গুণবাচক নাম : ছেলেদের সুন্দরতম ও ভালো অর্থপূর্ণ নামগুলোর মধ্যে আল্লাহর গুণবাচক নামগুলি অন্যতম। আপনার শিশু ছেলের নাম নির্বাচনে মহান আল্লাহর গুনবাচক ৯৯টি নামের অর্থ জানুন এবং সবচেয়ে সেরা গুণবাচক নামটি আপনার ছেলে বাবুর জন্য নির্বাচন করুন।

আল্লাহর গুণবাচক নামগুলির অর্থ অনুরূপ "আল্লাহর বান্দা, দয়ালুর বান্দা, মহাপ্রভুর বান্দা" ইত্যাদি।
দেখুন আল্লাহর ৯৯টি গুণবাচক নামের অর্থ আমার বাংলা পোস্ট.কমে।

02.নবীজীর গুণবাচক নামসমূহ : ইসলামের প্রচারক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লামের একাধিক গুণবাচক নাম রয়েছে এবং মুসলিম সমাজে খুবই জনপ্রিয় এবং সম্মানজনক উপাধিসহ ডাকনাম হিসাবে ব্যবহৃত হয়।

মুহাম্মদ (সাঃ) গুণবাচক নামগুলির অর্থ খুবই ভালো এবং আকর্ষণীয় যা একটি শিশু ছেলের আজীবন ইতিবাচক ব্যক্তিত্ব ও পরিচয় প্রদান করে। অতএব, আপনার ছেলে বাবুর সুন্দর ও ভালো অর্থপূর্ণ নাম রাখতে মুহাম্মদ (সাঃ)-এর গুণবাচক নামসমূহের মধ্যে থেকে একটি নাম চয়ন করতে পারেন।

দেখুন হযরত মুহাম্মদ (সাঃ) এর গুণবাচক নামের তালিকা আমার বাংলা পোস্ট.কমে।

03. নূর : নূর শব্দটি আরবি এবং এটি আল কুরআনে একাধিকবার উল্লেখ করা হয়েছে। নূর শব্দের বাংলা অর্থ "আলো" যা অনেকভাবেই সংজ্ঞায়িত করা হয়।
নূর শব্দ যুক্ত ছেলেদের নামের অর্থ খুবই ভালো এবং অর্থপূর্ণ। আপনার ছেলে বাবুর ইসলামিক আরবি নাম রাখতে ছেলেদের নূরের নামসমূহ দেখে নিতে পারেন। কারণ ছেলেদের এই আরবি নামগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় এবং শুনতেও খুব ভালো লাগে।

দেখুন : নূর দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা আমার বাংলা পোস্ট.কমে।

04. কুরআনিক নাম : নূর ছাড়াও আরো একাধিক কুরআনিক নাম আছে যা দ্বারা মুসলিম ছেলে শিশুদের নাম করা যায় এবং বহু মুসলিম পিতামাতাগণ নামকরণ করেন। কারণ কুরআনিক নামগুলোর মধ্যে আল্লাহর সিফতি নাম উল্লেখিত আছে এবং পাশাপাশি নবীদের নামও আছে।
ছেলেদের কুরআনিক নামগুলোর অর্থ খুবই ভালো ও আকর্ষণীয় এবং শিশুদের সুন্দর ব্যক্তিত্বের পরিচয় প্রদান করে। এছাড়াও নামগুলি শুনলেই বুঝা যায় এটি একটি আরবি ও মুসলিম ছেলের নাম। আপনার ছেলে বাবুর নামকরণের জন্য কোরআন থেকে একটি নাম নির্বাচন করার চেষ্টা করতে পারেন।

দেখুন কোরআন থেকে ছেলেদের ইসলামিক নামের তালিকা আমার বাংলা পোস্ট.কমে।

05. সাহাবীদের নাম : যারা ইসলামের নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে জীবিত ও ঈমান অবস্থায় দেখেছেন তাদেরকে সাহাবী বলা হয়। এইসকল সাহাবীদের এমন কতজন সাহাবী আছেন যারা জীবিত অবস্থায় রাসূল (সাঃ)-এর কাছ থেকে জান্নাত লাভের সুসংবাদ পেয়েছিলেন এবং তাদের মধ্যে অন্যতম প্রধান সাহাবীও আছেন যারা আবার খলিফা'র দায়িত্ব পালন করেছেন।

সাহাবীদের মধ্যেই অনেকেই অসীম সাহসী ছিলেন যারা যুদ্ধ করেছেন এবং বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আর তাই আপনার ছেলে বাবুর ইসলামিক নাম নির্বাচন করতে সাহাবীদের নামসমূহের থেকে একটি নাম নির্বাচন করতে পারেন।

দেখুন সাহাবীদের নামের তালিকা আমার বাংলা পোস্ট.কমে।

আশা করি আমার নামের সাজেশন গুলি আপনার ভালো লেগেছে এবং আপনার শিশুর নামকরণে সাহায্য করবে।

Sort:  

The hunger for wild fruits.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 60239.77
ETH 2896.71
USDT 1.00
SBD 2.45