Assassination (২০১৫) কোরিয়ান - জাপানিজ যুদ্ধভিওিক মুভি রিভিউ

in #assassination6 years ago

Assassination(2015)

মুভি ইনফো:


জনরাঃ একশন, ড্রামা, থ্রিলার
আইএমডিবিঃ7.3
ডিউরেশনঃ ২ ঘন্টা ২০ মিনিট


মুভি পোস্টার:


source

মুভি রিভিউ:


অধিক সন্ন্যাসী তে গাঁজন নষ্ট৷ Assassination মুভির ডিরেক্টর বোধহয় তার উল্টোটায় বিশ্বাসী৷এর এর আগে The Thieves সিনেমায় একঝাক তারকা অভিনেতা অভিনেত্রী দের একত্রে ফ্রেমবন্দী করে যে সফলতা তিনি পেয়েছিলেন তারই ধারাবাহিকতায় Assassination ৷
কাহিনীর সময়কাল ১৯১০-১৯৩০ সাল৷ দক্ষিন কোরিয়াতে তখন জাপানী আগ্রাসন চরমে। জাপানী শাসক দের পা চাটা এক ব্যাবসায়ী লোভে পরে পলায়নরত স্ত্রী কে হত্যার জন্য লোক পাঠায় ৷ ভদ্রমহিলার সাথে থাকা দুই যমজ কন্যার একজন কে নিয়ে পালিয়ে যায় সঙ্গে থাকা নার্স , অন্য জন ফেরত আসে বাবার কাছে ৷


source

চায়নাতে উদ্বাস্তু কোরিয়ান দের চরম দূর্দশার চিত্র উঠে আসে পরের অংশে , জাপানী আগ্রাসন এ প্রান হারাতে থাকে শয়ে শয়ে মানুষ এরই মাঝে কিছু স্বাধীনচেতা মানুষ তখনো স্বাধীন রাষ্ট্র এর স্বপ্নে বিভোর৷ মানুষ সেখানে ঘরের চাল ফুটো হয়ে গেলেও তা মেরামত করে না কারন তাদের বিশ্বাস নিজ দেশে নিজ ভিটায় তারা ফেরত যাবেই৷


এর ই মধ্যে বাছাইকৃত তিন জন গুপ্ত ঘাতক দ্বারা কোরিয়ায় Assassination চালনোর প্রস্তুতি নেয় এক পক্ষ , সেই তিন জনের দলনেতা একজন স্বাধীন দক্ষ নারী সৈনিক , এই তিন জনের মিশন কে ভন্ডুল করতে আরো দুজন গুপ্তচর পাঠানো হয় সিউল এ , সাথে থাকেন আরেকজন জাপানীজ স্পাই৷ বাকি অংশের প্রকৃত স্বাদ পেতে মুভি টা দেখতে হবে৷


source

কাস্টিং নিয়ে বলার কিছু নেই , এক এক জন জাঁদরেল অভিনেতা ৷ Lee jung jae তার চরিত্র টার জন্য ১০ আনা মুভির বাকি অংশে দিলেও নিজের অবস্থান জাস্টিফাইড এর জন্য কোর্ট এ তার উক্তি গুলো দিয়ে ১৬ কলা পূর্ণ করেছেন৷ Ha jung woo এর চরিত্রের ব্যাপ্তিকাল আরেকটু বেশী আশা করেছিলাম


সর্বশেষে সবচাইতে দারুন উপস্থিতি আর দুর্দান্ত অভিনয় এর সাথে অসামান্য সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছিলেন যিনি তিনি – Jun Ji Hyun 全智賢 전지현 . ড্রামার জগতের মানুষ বলেই হয়ত এই মুভিতে An ok yun চরিত্র টার সাথে বার বার আমি My love from another star এর Chun song yi কে মেলাতে চাইছিলাম এবং পুরোপুরি ব্যার্থ – যাই হোক এ ক্ষেত্রে আমার ব্যার্থতাই এক জন অভিনেত্রী হিসেবে Jun ji hyun এর সফলতা।

Posted from my blog with SteemPress : http://www.eccheblog.ooo/2018/08/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%8f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8
Sort:  

Congratulations! This post has been upvoted from the communal account, @minnowsupport, by Misuk from the Minnow Support Project. It's a witness project run by aggroed, ausbitbank, teamsteem, someguy123, neoxian, followbtcnews, and netuoso. The goal is to help Steemit grow by supporting Minnows. Please find us at the Peace, Abundance, and Liberty Network (PALnet) Discord Channel. It's a completely public and open space to all members of the Steemit community who voluntarily choose to be there.

If you would like to delegate to the Minnow Support Project you can do so by clicking on the following links: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP.
Be sure to leave at least 50SP undelegated on your account.

Hello, as a member of @steemdunk you have received a free courtesy boost! Steemdunk is an automated curation platform that is easy to use and built for the community. Join us at https://steemdunk.xyz

Upvote this comment to support the bot and increase your future rewards!

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62684.33
ETH 2456.60
USDT 1.00
SBD 2.66