হজ ও ঈদের তারিখ নির্ধারণে সৌদিতে চাঁদ দেখার আহ্বান

in #asraful342 years ago

সৌদি আরব তার দেশের মুসলিমদের জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন। সৌদি সুপ্রিম কোর্ট ১৮ জুন (রোববার) চাঁদ দেখার অনুরোধ জানিয়েছে, কারণ এই মাসের চাঁদ দেখার উপরে ভিত্তি করেই হজের দিন তারিখ ধার্য হবে।

image.png

?

সৌদি প্রেস এজেন্সির বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়্যাহ এ চাঁদ দেখেই সৌদিতে নির্ধারণ হবে ঈদুল আযহার তারিখ। সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা উদযাপন করা হয়।
হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় জিলহজ মাসের ৮ তারিখ থেকে। আর এর কার্যক্রম শেষ হয় ১৩ তারিখে।

প্রতিবেদনে বলা হয়, আগামীকাল ১৮ জুন আরবি হিসেবে ১৪৪৪ হিজরি সনের জিলকদ মাসের ২৯ তারিখ। এদিন সন্ধ্যায় সূর্যাস্ত পর্যবেক্ষণ করার আহ্বান জানায় সুপ্রিম কোর্ট এবং জিলহজ মাসের অর্ধচন্দ্রের উদিত হওয়ার যে সম্ভাবনা রয়েছে তাও যাচাই করার কথা বলা হয়। এছাড়াও চাঁদ দেখা গেলে তা নিকটবর্তী আদালতে অবহিত করার আহ্বান জানানো হয়। পরে তা যাচাই করে প্রকাশ করা হবে।

ওই চাঁদ দেখেই সৌদিতে নির্ধারণ হবে ঈদুল আযহার তারিখ। সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা উদযাপন করা হয়।

হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় জিলহজ মাসের ৮ তারিখ থেকে। আর এর কার্যক্রম শেষ হয় ১৩ তারিখে।

প্রতিবেদনে বলা হয়, আগামীকাল ১৮ জুন আরবি হিসেবে ১৪৪৪ হিজরি সনের জিলকদ মাসের ২৯ তারিখ। এদিন সন্ধ্যায় সূর্যাস্ত পর্যবেক্ষণ করার আহ্বান জানায় সুপ্রিম কোর্ট এবং জিলহজ মাসের অর্ধচন্দ্রের উদিত হওয়ার যে সম্ভাবনা রয়েছে তাও যাচাই করার কথা বলা হয়। এছাড়াও চাঁদ দেখা গেলে তা নিকটবর্তী আদালতে অবহিত করার আহ্বান জানানো হয়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.037
BTC 97184.44
ETH 3434.21
USDT 1.00
SBD 3.07