গ্রামে বসে শহর দেখা: অনুভবের পর্দা


ai-generated-8378484_1920.jpg

Source

আমরা সকলেই মোটামোটি শহরে বসবাস করি এবং শহরের জীবনটা অনেকটা রোবটিক জীবনের মত। প্রত্যেকটা সময় আমাদের কাছে অনেকটা মূল্যবান এবং সেই সময় গুলোকে কাজে লাগাতেই আমরা সকলেই ব্যস্ত হয়ে পড়ি। এমন একটা রোমান্টিক জীবন যাপন করি যেই জীবনযাপন করার সময় আমরা আর অন্য কিছুই দেখি না। সামাজিক মূল্যবোধ, নিজের পরিবারকে সময় দেওয়া কিংবা একটু ভালো সময় কাটানো এসব কিছুই কেন জানি আস্তে আস্তে হারিয়ে যায় আমাদের জীবন থেকে।

এইতো গত কিছুদিন আগেই গ্রাম থেকে শহরে এসেছি। যখন আমি গ্রামে ছিলাম তখন মাঝেমধ্যেই কল্পনা করতাম। গ্রামের এত নিরব একটি জায়গা নিরব একটি পরিবেশ যেখানে প্রাকৃতিক পরিবেশের একটি সম্রাজ্য দেখা যায়। কিন্তু অপরদিকে শহরের সে সবকিছুই অনুভব করা যায় না। গ্রামে যেমন একটি প্রাকৃতিক ছোঁয়া আপনি উপভোগ করতে পারবেন নদীর পাশে গিয়ে গান গাইতে পারবেন কিন্তু শহরে সেই বিষয়গুলো ভাবাটাই অনেকটা হাস্যকর বলে মনে হয়।

তবে আমি ব্যক্তিগতভাবেই গ্রাম অঞ্চলকে বেশি পছন্দ করি। বর্তমানে সব জায়গায় প্রায় ইন্টারনেট রয়েছে। এছাড়াও ইন্টারনেটের বদৌলতে আমরা সবকিছুই অনেক সহজেই নির্দিষ্ট জায়গায় বসে অর্ডার করতে পারি। এর জন্য বড় বড় শহরে আর যেতে হয় না। সেজন্য বর্তমানে গ্রামে বসেই টেকনোলজি ব্যবহার করে আপনি শহরের জীবন যাপন করতে পারবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঠিক এমনই একটি সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি। হয়তো এক দুই বছর পরেই আমি গ্রামের শিফট করে যাব।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 115257.40
ETH 4159.60
USDT 1.00
SBD 0.62