পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য পেইন্টিং🖌️||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। পেইন্টিং করতে আমার অনেক ভালো লাগে। আপনারা সকলে ইতোমধ্যেই জেনে গেছেন আমি পেইন্টিং করতে কতটা পছন্দ করি। আমি সময় পেলেই বিভিন্ন রকমের পেইন্টিং করার চেষ্টা করি। আজকে আমি পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য পেইন্টিং করেছি। পাহাড়ি অঞ্চল দেখতে ভীষণ ভালো লাগে। যদিও আমি কখনো পাহাড়ি অঞ্চলে যায়নি। তবে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ভিডিওগুলো দেখেছি। আমার কাছে অনেক ভালো লাগে। তাই আজকে আমি আমার কল্পনা থেকে পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার এই পেইন্টিং সকলের কাছে ভালো লাগবে।

পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য পেইন্টিং:

CM_20220601121131182.jpgCemera: Oppo-A12.


পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। পাহাড় তার নিজের সৌন্দর্য সবার মাঝে বিলিয়ে দেয়। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এসে ধরা দেয় পাহাড়ি অঞ্চলে। সবুজ শ্যামল প্রকৃতির মাঝে বয়ে চলা নদী দেখতে অনেক ভালো লাগে। তাই আমি আমার কল্পনা থেকে পাহাড়ি অঞ্চলের এই অপরূপ সৌন্দর্যে ভরা পেইন্টিংটি করেছি। এই পেইন্টিং করতে সত্যি আমার অনেক ভালো লেগেছে।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

  • কার্টিজ পেপার।
  • পোস্টার রং।
  • তুলি।
  • পানি।
  • মাসকিং টেপ।
  • পেন্সিল।

IMG20220526091631.jpgCemera: Oppo-A12.


পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য পেইন্টিং তৈরীর ধাপসমূহ:

ধাপ-১:

IMG20220526092114.jpgCemera: Oppo-A12.


পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য পেইন্টিং করার জন্য প্রথমে কার্টিজ পেপার নিয়েছি। এরপর কার্টিজ পেপারের চারপাশে মাসকিং টেপ লাগিয়েছি। এবার আমি পেন্সিল দিয়ে হালকাভাবে আমার এই পেইন্টিংয়ের আকৃতি করে নিয়েছি। যাতে করে পরবর্তীতে পেইন্টিং করতে অনেক সুবিধা হয়।

ধাপ-২:

IMG20220526092724.jpgCemera: Oppo-A12.

IMG20220526093740.jpgCemera: Oppo-A12.


এই পেইন্টিং এর উপরের অংশে হলুদ রংয়ের ব্যবহার করেছি। সুন্দরভাবে হলুদ রং দেওয়ার ফলে এই পেইন্টিং সুন্দর হয়েছে।

ধাপ-৩:

IMG20220526094015.jpgCemera: Oppo-A12.

IMG20220526094224.jpgCemera: Oppo-A12.


এবার আমি আমার এই পেইন্টিং আরো বেশি সুন্দর করার জন্য প্রথমে ঘরের চিত্র অঙ্কন করেছি। পাহাড়ি অঞ্চলের কুঁড়েঘর গুলো দেখতে অনেক ভালো লাগে। তাই আমি পাহাড়ি অঞ্চলের ছোট্ট কুঁড়ে ঘরের চিত্র অঙ্কন করেছি। এরপর সবুজ রং দিয়ে ঘাসের চিত্র অঙ্কন করেছি।

ধাপ-৪:

IMG20220526094439.jpgCemera: Oppo-A12.

IMG20220526094615.jpgCemera: Oppo-A12.


এবার আমি আমার এই পেইন্টিংয়ের প্রধান আকর্ষণ পাহাড় গুলো অঙ্কন করেছি। পাহাড় অঙ্কনের জন্য সবুজ রংয়ের ব্যবহার করেছি। সবুজ রং দিয়ে পাহাড় অঙ্কনের চেষ্টা করেছি।

ধাপ-৫:

IMG20220526094850.jpgCemera: Oppo-A12.

IMG20220526095252.jpgCemera: Oppo-A12.


পাহাড় অঙ্কন করা হয়ে গেলে এবার পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা নদী অঙ্কন করেছি। পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলে আঁকাবাঁকা নদী দেখতে অনেক ভালো লাগে। তাই আমি নদীর অংশ সুন্দরভাবে রং দিয়ে এঁকে নিয়েছি।

ধাপ-৬:

IMG20220526100151.jpgCemera: Oppo-A12.

IMG20220526100525.jpgCemera: Oppo-A12.


এবার আমি আমার এই পেইন্টিংটি আরো বেশি সুন্দর করার জন্য সেই ছোট্ট কুঁড়েঘর রং করেছি। কুঁড়েঘর রং করার ফলে পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য আরো বেশি ফুটে উঠেছে।

ধাপ-৭:

IMG20220526101448.jpgCemera: Oppo-A12.

IMG20220526102016.jpgCemera: Oppo-A12.


আমি আমার এই পেইন্টিংয়ের মাঝে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য পাহাড়ি অঞ্চলের উপরের দিকের অংশে কিছু গাছের চিত্র অঙ্কন করেছি। দূর পাহাড়ের গা ঘেঁষে বেড়ে ওঠা গাছ গুলো দেখতে অনেক ভালো লাগে। তাই আমি গাছের চিত্র অঙ্কন করেছি।

শেষ ধাপ:

IMG_20220601_121425.jpgCemera: Oppo-A12.


এবার আমি নিচের দিকের অংশে একটি গাছের চিত্র অঙ্কন করেছি।এভাবে আমি আমার এই পেইন্টিং সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছি। আরো কিছু অংশের ছোট ছোট কাজগুলো শেষ করার মাধ্যমে আমি আমার এই পেইন্টিংয়ের কাজ সম্পূর্ণরূপে শেষ করেছি।

উপস্থাপন:

IMG_20220601_134720.jpgCemera: Oppo-A12.


পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য পেইন্টিং করা হয়ে গেলে চারপাশের মাসকিং টেপ তুলে নিয়েছি। এরপর আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য সুন্দরভাবে ফটোগ্রাফি করেছি। পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য পেইন্টিং করতে আমার খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে।

পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য পেইন্টিং যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পেইন্টিং তৈরীর পদ্ধতি অনুযায়ী এই সুন্দর পেইন্টিং আপনারাও তৈরি করতে পারেন।


🥀ধন্যবাদ সকলকে।🥀

Sort:  
 3 years ago 

পাহাড়ি অঞ্চলের পেইন্টিং আসলেই অপরূপ সৌন্দর্য। কালারগুলো বেশ সুন্দর দিয়েছেন।ধাপ গুলো বেশ সুন্দর করে বর্ননা দিয়েছেন। সব মিলিয়ে ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন আপু।

 3 years ago 

পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য পেইন্টিং সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া । জল রং দেওয়ার কারণে সুন্দরভাবে ফুটে উঠেছে। পাহাড়ি অঞ্চলের পেইন্টিং তৈরি প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পাহাড়ি অঞ্চলের পেইন্টিং করতে আমার খুব ভালো লাগে। তাই মাঝে মাঝেই পেইন্টিং করি। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন আপু।

 3 years ago 

দারুণ দক্ষতায় পাহাড়ি অঞ্চলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পেইন্টিং করেছেন। এটি আমার কাছে ভীষণ ভালো লাগলো। দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন। প্রথমত খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপনি আস্তে আস্তে সকল কাজে পারদর্শী হচ্ছেন

 3 years ago 

আমার পেইন্টিং আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম ভাইয়া। সত্যি ভাইয়া আপনার সুন্দর মন্তব্য আমাকে আরো বেশি উৎসাহ প্রদান করেছে। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনি খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছে।ন আপনার চিত্র অংকন উপস্থাপন আমার খুবই ভালো লাগে, সত্যি অসাধারণ দেখে ভালো লাগলো। শুভকামনা রইল।

 3 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য আমার পেইন্টিংয়ের মাঝে তুলে ধরার। আপনি আমার পেইন্টিং দেখে মুগ্ধ হয়েছেন জেনে অনেক খুশী হলাম। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার পেইন্টিং দেখে সত্যি আমি খুব মুগ্ধ হলাম। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতা সহকারে জল রং দিয়ে পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য পেইন্টিং করেছেন। বেশ দুর্দান্ত হয়েছে। প্রত্যেক ধাপ খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। এত অসাধারণ পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে আমার খুবই ভালো লাগলো। জলরং বা পোস্টার রং দিয়ে পেইন্টিং করলে দেখতে অনেক ভালো লাগে। আমি চেষ্টা করেছি আমার পেইন্টিংয়ের প্রতিটি ধাপ উপস্থাপন করার জন্য। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

পাহাড়ি অঞ্চলের খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং গুলো আমার কাছে এমনিতেই ভীষণ ভালো লাগে। আপনি অনেক নিখুঁতভাবে অংকন করেন। সত্যি মনে হচ্ছে পাহাড়ি অঞ্চল গুলো দেখতে এরকম হয়। আপনার আজকের পেইন্টিংয়ের অপরূপ সৌন্দর্য সত্যি মুগ্ধ করেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার পেইন্টিং গুলো আপনার কাছে ভালো লাগে জেনে অনেক খুশী হয়েছি আপু। আপনার পেইন্টিং গুলোও আমার কাছে অনেক ভালো লাগে। তবে যাই হোক পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্যের পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন এবং সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 3 years ago 

আপনার ধৈর্য আসলেই অসীম। সেই কবে থেকে দেখছি ছবি আঁকা চালিয়ে যাচ্ছেন। আগের তুলনায় অনেক ভালো ছবি আঁকেন আপনি। আমি আপনার মত শুরু করলেও কয়েকটা একেই থেমে গিয়েছি। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমার ধৈর্য আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে ভাইয়া। সত্যি কথা বলতে যখন আমি আপনাদের সুন্দর মন্তব্য গুলো পড়ি তখন আবারো ইচ্ছে জাগে নতুন কোন পেইন্টিং তৈরি করার। আজকেও আপনি অনেক সুন্দর ভাবে উৎসাহমূলক মন্তব্য করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া।

 3 years ago 

পাহাড়ি অঞ্চলের খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন ভাইয়া। আপনার পেইন্টিং গুলো বরাবরই খুব সুন্দর হয়। খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন আপনি। কালার কম্বিনেশন টা অসাধারণ হয়েছে। বিশেষ করে নদীটি বেশ সুন্দর লাগছে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু। সেই সাথে আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো।🌹🌹

 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবে পাহাড়ি অঞ্চলের অপরূপ দৃশ্য আপনার রং তুলিতে অংকন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার এই অপরূপ দৃশ্য। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উল্লেখ করেছেন এবং কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রংতুলিতে পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য পেইন্টিং করতে আমার অনেক ভালো লেগেছে আপু। আমি চেষ্টা করেছি আমার এই পেইন্টিং অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপু আপনি অনেক সুন্দর ভাবে আপনার মন্তব্য প্রকাশ করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্যের মনমুগ্ধকর একটি পেইন্টিং করেছেন ভাইয়া। যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর ভাবে এবং এত নিখুত ভাবে পাহাড়ের অপরূপ সৌন্দর্যের পেইন্টিং তৈরি করে আমাদের মাঝে অবস্থান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

এত সুন্দর ভাবে গুছিয়ে উৎসাহমূলক মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ভাইয়া। 💝

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111607.99
ETH 4338.81
SBD 0.84