সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ আরো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম। এই আর্ট টির কনসেপ্ট এসেছে @bdwomen আপুর একটি আর্ট থেকে। উনি খুবই সুন্দর আর্ট করেন। আমি কিছু ডিজাইন ইউনিক করে আমার মতন করেছি।
আমার তৈরি আর্ট
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ১২১১X১৬২৫ পিক্সেল।
এবার আমি পেন টুল ব্যবহার করে ফুলদানী এর নিচের অংশ এঁকে নেই। তারপর এটাকে কালো রং দিয়ে ফিল করে দেই।
এবার আমি একই ভাবে পেন টুল এর মাধ্যমে ফুলদানীর শেপ টা এঁকে নেই। ব্রাশ সাইজ থাকে ৫ পিক্সেল।
এবার ফুলদানীর ভিতর থেকে কিছু বাঁকা লাইন এঁকে দেই। এগুলো হবে ফুলের কান্ড বা লতা।
এবার একটি ফুল এঁকে নেই।
এবার ফুলের মাঝে আরো কিছু ডিজাইন যুক্ত করি।
একই ভাবে ভিন্ন সাইজ এর আরো দুইটি ফুল এঁকে দেই।
এবার আরো ৩ টি ফুলের কলি এঁকে দেই।
এবার পেইন্ট বাকেট টুল এর মাধ্যমে ফুলের টব, ফুল এবং ফুলের কলি গুলো কে রঙ করে দেই।
এবার প্রথমে কিছু সবুজ পাতা যুক্ত করি। তারপর ফুলদানীর একটু ডিজাইন করি। তারপর আমি ব্যাকগ্রাউন্ড এ একটি গ্র্যাডিয়েন্ট লেয়ার যুক্ত করি। তারপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।

ফুলদানীর ছবি
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
আজকের ফুলদানি ও ফুলের ডিজিটাল আর্ট চমৎকার ভাবে উপস্থাপন করেছো বন্ধু, খুব সুন্দর হয়েছে আজকের এই ড্রয়িং, শুভকামনা রইল বন্ধু।
ধন্যবাদ বন্ধু। তোমার চিত্র গুলো ও অসাধারন সুন্দর হয়। বেশ ভালো লাগে আমার কাছে।
ভাই অনেক সুন্দর হয়েছে আপনার ডিজিটাল ফুলদানি ও কিছু ফুলের ছবি ৷দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ ভাই সুন্দর ফুলদানি ফুলের ছবি শেয়ার করার জন্য ৷
আমার ফুলদানী সহ ফুলের ছবি আপনার পছন্দ হয়েছে যেনে অনেক ভালো লাগলো।
ফুলদানি সহ ফুলের ডিজিটাল আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে আপনি একজনের আর্ট কনসেপ্ট থেকে আজকের আর্ট করেছেন এমনকি তাকে মেনশন দিয়েছেন দেখে ভালো লাগলো। এমনকি কালার কম্বিনেশন গুলো দারুন লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জ্বি আপু। ক্রেডিট দেওয়া টাই ভালো মনে করি। কারণ এতে নিজের তো লস নাই। পাশা পাশি মুল আর্টিস্ট এর সম্মান বাড়লো।
একটি ফুলদানী সহ কিছু ফুলের ছবি অঙ্কন করেছেন অসাধারণ হয়েছে। হলুদ রং করার কারনে অনেক সুন্দর ফুটে উঠেছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া
আপনাদের মুগ্ধতার কারনেই অনুপ্রেরণা পাই। আর আর্ট গুলো সুন্দর করতে পারি।
একটি ফুলদানি সহ অনেক গুলো ফুলের খুবই সুন্দর এবং কালারফুল একটি দৃশ্য আমাদের মাঝে প্রদর্শন করেছেন খুবই ভালো লাগছে দেখতে বিশেষ করে কালার কম্বিনেশন টা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভকামনা রইল আপনার জন্য
হ্যা ভাই। আসলে আর্ট এর ক্ষেত্রে কালার কম্বিনেশন টা অনেক গুরুত্বপূর্ণ। সব সময় এইদিকে খেয়াল রাখা উচিৎ আমাদের।
ডিজিটাল অংকনের মাধ্যমে একটি ফুলদানি সহ ফুলের চিত্র অংকন করেছেন খুবই সুন্দর হয়েছে ভাই খুব গুছিয়ে ধাপ গুলো উপস্থাপনা করেছেন শুভ কামনা রইল।
হুম ভাইয়া। গুছিয়ে গুছিয়ে উপস্থাপনা করলেই একটি আর্ট অনেক সুন্দর হয় উপস্থাপনার ক্ষেত্রে।
একটি ফুলদানি সহ ফুলের ডিজিটাল আর্টটি খুবই চমৎকার হয়েছে ফুল ও ফুলদানি দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে ।খুব সুন্দর করে আপনি আর্ট টি করেছেন। প্রতিটি ধাপের উপস্থাপন ছিল চমৎকার ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য।
আসলে এই ধন্যবাদ প্রাপ্য যিনি এর হাতে আর্ট করেছেন। আশা করি তিনি এই পোস্ট দেখেছেন।
খুবিই সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপহার দিছেন।এক্টা আর্টে দুইটা জিনিস পাইলাম একটা ফুলের টফ ,আরেকটি হলো ফুল।সব গুলোই অনেক ভালো হইছে।আপনি দারুন দক্ষতা দেখিয়েছেন।শুভ কামনা রইল
দক্ষতা কতটা আছে ভাই জানিনা। তবে চেস্টা করেছি আরকি। কারণ ভালো লাগে অনেক।
আপনি খুব সুন্দর একটি আর্ট করেছেন ভাইয়া। খুব সুন্দর লাগছে দেখতে।
আপুর আর্ট গুলো আমার বরাবরই খুব পছন্দ। আপনার টিও খুব সুন্দর হয়েছে। সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
হুম আপু অনেক সুন্দর সুন্দর আর্ট করে। ওনার আর্ট গুলো সত্যি অনেক ভালো লাগে।
ভাইয়া আপনার শেয়ার করা ডিজিটাল আর্ট গুলো সব সময় অনেক সুন্দর হয়। আপনি অনেক সুন্দর ভাবে ডিজিটাল আর্ট গুলো করেন। আজকেও আপনি অনেক সুন্দর ভাবে ফুলদানি ও ফুলের ডিজিটাল আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দারুণভাবে এই পদ্ধতি উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ঠিক যেমন আপনার কমেন্ট গুলাও প্রাণ জুড়ানোর মতন। ভালো লাগে খুব। আমার কাছে সব থেকে সেরা কমেন্ট আপনার টাই লাগে।