সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি অনেক। দিন গুলো কেমন যেনো কেটে যাচ্ছে। এই ব্যস্ততা তো এই ফ্রি। তবে ফ্রি সময় এর থেকে ব্যস্ততাই বেশি থাকে ইদানিং আমার। তবে চেষ্টা করি এর মাঝেও পোস্ট চালিয়ে যাওয়ার। তো আজ আবারো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে।
আমার তৈরি আর্ট
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের মাটির অংশ তৈরি করি। তারপর এটিকে কালো রঙ দিয়ে ভরাট করি।
এবার মাটির সে লেয়ার এর পেছনে আরো দুইটি ছোট পাহাড় এর লেয়ার তৈরি করি।
এবার পুরো ছবির ভিতর গাছ ও ঘাস যুক্ত করি।
এবার পেছনের লেয়ারে আরো দুইটি গাছ যুক্ত করি।
এবার বড় একটি সূর্য আঁকি। এক্ষেত্রে এলিপ্টিক্যাল মারকিউ টুল ব্যবহার করেছি।
এবার পুরো ছবির ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।
এবার আকাশে কাস্টম ব্রাশ টুল দিয়ে মেঘ যুক্ত করি।
এবার প্রথমে কালার কারেকশন করি এরপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।

আমার করা আর্ট।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
সন্ধ্যা বেলায় প্রকৃতি যেন অপরুপ রূপ ধারণ করে। এই গোধূলী আলোর খেলা আমার বেশ ভালো লাগে। আপনি আপনার ডিজিটাল আর্ট এ খুব সুন্দর ভাবে এই আলোর কম্বিনেশন টি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন ভাই। তবে কেন জানি ছবিটি দেখে কেমন একটা ভুতুড়ে গল্পের আমেজের মতোন পরিবেশ মনে হলো। 😶🌫️
তা সঠিক। সন্ধ্যা বেলার প্রকৃতি যেনো সত্যি অপরুপ রূপ ধারন করে।
প্রাকৃতিক সৌন্দর্যগুলো সব সময় ভালো লাগে। সেটা প্রাকৃতিক ভাবেই তৈরি হোক আর কৃত্রিমভাবেই তৈরি হোক না কেন। আপনি আজকে খুবই চমৎকার ভাবে সন্ধ্যেবেলার দৃশংকন করেছেন। আপনাদের ডিজিটাল আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। চমৎকার ভাবে এঁকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
তা বাস্তব বলেছেন। প্রাকৃতিক দৃশ্য বরাবরই ভালো লাগে।
অনেক ব্যস্ততার মাঝে থেকে ও চমৎকার একটি ডিজিটাল আর্ট শপয়ার করলেন। প্রাকৃতিক সৌন্দর্যের আর্টগুলো দেখতে ভীষণ ভালো লাগে।আপনি আজ সন্ধ্যার দৃশ্য আর্ট করলেন।আপনি সন্ধ্যার সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আর্টের মাধ্যমে ।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এই দৃশ্যটি এঁকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে হাজার ব্যস্ততা থাকলেও আপনাদের ভুলতে পারিনা। আপনারা হচ্ছেন আমার আমার বাংলা ব্লগ পরিবার।
আমাদের জীবনে ব্যস্ততা কম বেশি থাকবেই। আপনি ব্যস্ততার মাঝে থেকেও আমাদের সাথে খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করেছেন। বরাবরের মতই আপনার আর্ট টি খুবই সুন্দর হয়েছে। আকাশের মেঘ এবং আর্ট এর কালার কম্বিনেশন সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে।
তা বাস্তব। জীবনে ব্যস্ততা থাকবেই। তবে তা থেকেও আমাদের সময় বের করে নিতে হয়।
দারুন একটি ডিজিটাল আর্ট শেয়ার করেছেন যেখানে ডিমের কুসুমের মতো সূর্যের দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
সূর্যের দৃশ্য গুলো আসলেই খুব সুন্দর হয়ে থাকে।
সন্ধ্যা বেলার দৃশ্য অংকটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি ডিজিটাল আর্টের মাধ্যমে আপনার অংকনটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। ছবিটির কালার কম্বিনেশন বেশ দারুন ছিল। শুভকামনা রইল আপনার জন্য
আসলে চেষ্টা করি সুন্দর ভাবে সব কিছু ফুটিয়ে তোলার ভাই। বাকিটা তো আপনারাই জানেন।
ডিজিটাল আর্ট অনেক সুন্দর হয়ে থাকে৷ আর আপনার কাছ থেকে কিছু সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট দেখে আসছি৷ আর আজকেও খুবই সুন্দর সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আপনি৷ সন্ধ্যাবেলার এরকম সুন্দর একটি দৃশ্য শেয়ার আপনার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে অনেক ভালোভাবে তুলে ধরেছেন। একই সাথে এটি তৈরি করতে অনেক সময় লেগেছে যা দেখে বোঝা যাচ্ছে।
আসলে সন্ধ্যা বেলার দৃশ্য গুলো মন কে যেনো প্রাণবন্ত করে তোলে।
ডিজিটাল যুগে ডিজিটাল আর্ট গুলো দেখতে আসলে বেশ ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে সন্ধ্যাবেলার দৃশ্য অংকন করেছেন। আপনার এই ডিজিটাল চিত্রটি অংকন পদ্ধতি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
জ্বি ভাই আসলে যুগটাই তো ডিজিটাল। এখানে আর্ট গুলো ও এখন ডিজিটাল আর্ট।
ভাই আপনার এই ধরনের কাজগুলো আমি ভীষণ পছন্দ করি সন্ধ্যা বেলার দৃশ্য অঙ্কন করেছেন আপনি এত দক্ষতার মাধ্যমে। আমার এই ধরনের কাজগুলি ভীষণ ভালো লাগে। শেখার আগ্রহ অনেক। আপনি দারুন ভাবে সন্ধ্যা বেলা দৃশ্য করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে এই উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল। এত সুন্দর একটি কাজ শেয়ার করার জন্য
অনেক ভালো লাগলো শুনে ভাই। আসলে চেষ্টা করি একটু গুছিয়ে আর্ট গুলো করার।