একটি ফুলের ছবি অংকন ||🦊 ১০% লাজুক খ্যাক এর জন্য🦊
আজ, ১৯ ফাল্গুন | ১৪২৮, বঙ্গাব্দ | ৪, মার্চ | ২০২২, খ্রিস্টাব্দ | ৩০ রজব | ১৪৪৩, হিজরি | শুক্রবার | বসন্তকাল |
| উপকরণ |
|---|
| রুল |
| রাবার |
| শার্পনার |
🖌️অংকন এর বিবরণ 🖌️
ধাপ-১ঃ
প্রথমে একটি বৃত্ত একে নিয়েছি।
ধাপ ২ঃ
এরপর বৃত্তের চারপাশে আটটি দাগ দিয়েছি।
ধাপ-৩ঃ
এরপর দাগ গুলো গোল করে পাপড়ি তৈরি করেছি।
ধাপ-৪ঃ
এরপর ডানপাশে একটি পাতা অংকন করেছি।
ধাপ-৫ঃ
এরপর বাম পাশে আরেকটি পাতা অংকন করেছি।
মোবাইলের নাম মডেল রেডমি A৯ ক্যামেরা ১৩
ইতি





ফুলের ছবি অংকন টি আমার কাছে বেশ ভালো লেগেছে ।আপনি খুবই দক্ষতার সাথে ছবিটি অংকন করেছেন। ধাপগুলো সুন্দরভাবে শেয়ার করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে।
শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
আপনার ছোট ভাই অনেক সুন্দর একটি ফুল অংকন করছে। আমি প্রথমে দেখে ভেবেছিলাম এই ফুলটি আপনি এঁকেছেন। কিন্তু পরে দেখলাম আপনার ছোট ভাই এঁকেছে। এই ফুলটি আমার কাছে জাস্ট অসাধারণ লাগলো। ধাপে ধাপে অনেক সুন্দরভাবে বর্ণনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
ভাইয়া আপনি অনেক প্রতিকূলতা সত্ত্বেও খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। চিত্র অংকন করার পদ্ধতিগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে সুন্দর একটি চিত্র অংকন করার জন্য।
আমি অংকন করি নি ভাই, আমার ছোট ভাই অংকন করেছেন।
একটি ফুলের চিত্র অংকন যথেষ্ট ভাল ছিল। এভাবে চিত্র অংকন করতে থাকলে আপনি অনেক দক্ষতা অর্জন করতে পারবেন। আমার কাছে পেন্সিল দিয়ে যেকোনো ধরনের চিত্র অংকন খুবই ভালো লাগে। নিখুঁতভাবে চিত্রটি অঙ্কন করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার ছোট ভাই অংকন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
খুবই সুন্দর একটি ফুলের চিত্র অঙ্কন করেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে দাঁতগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য
আমার ছোট ভাই অংকন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
আপনি খুবই সুন্দর একটা ফুলের আর্ট তৈরি করেছেন। সত্যি অসাধারণ একটা চিত্র অংকন করেছেন ফুলের। ফুল তৈরির ধাপ গুলো খুবই সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর একটা ফুলের আর্ট শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
পেন্সিল এর সাহায্যে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। আপনার অঙ্কন করা এ ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলটি অংকন করার প্রত্যেকটি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি ফুল তৈরীর প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
আপনার ছোট ভাই অনেক সুন্দর একটি ফুল অংকন করেছে। আসলেই ছোট মানুষ হয়ে এরকম আঁকতে পেরেছে এটাই অনেক। আস্তে আস্তে আঁকতে আঁকতে আরো সুন্দর কিছু আঁকতে পারবে। এরপরে আপনার ভাইয়ের কাছ থেকে আরও সুন্দর আঁকা দেখার অপেক্ষায় রইলাম। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যা, আপু যা অংকন করছে ঐটাই ওর কাছে অনেক কিছু
কি আর বলবো ভাই দারুন একটি প্রচেষ্টা ছিল আপনার। হাল ছাড়বেন না মনোবল শক্ত করে এভাবেই এগিয়ে চলুন দেখবেন একদিন অনেক ভালো আর্ট করা শিখে গেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।
এটা আমার প্রচেষ্টা ছিলো না ভাই, এটি আমার ছোট ভাই অংকন করেছেন।