আর্ট :- গ্রামের প্রাকৃতিক দৃশ্যের আর্ট।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ভাবলাম একটি সুন্দর আর্ট করব। এরকম আর্টগুলো আঁকতে এখন আমার বেশ ভালই লাগে। এরকম আর্ট করতে আমার ধীরে ধীরে অনেকটাই সময় দিতে হয়। তাই আজকে একটি সুন্দর আর্ট করার চেষ্টা করলাম। এখন আমি প্রায় চেষ্টা করি ভিন্ন ধরনের আর্ট করার জন্য। রং কলম দিয়ে আজকে এই আর্ট করার চেষ্টা করলাম। রং কলমে আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই আজকে গ্রামের একটি দৃশ্য আর্ট করলাম। আমি অনেক চেষ্টা করে এই আর্ট করলাম। আশাকরি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে সব সময় আর্ট করার চেষ্টা করব। তাই আজকে একটি গ্রামের দৃশ্যের আর্ট করলাম। আমি এটি কিভাবে আঁকলাম করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের আর্ট আর আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• আঁকার খাতা
• রং কলম
• কলম
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর মাঝখানে মার্কা কলম দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করে নিলাম।
ধাপ - ২ :
এরপর একেবারে নিচের অংশে কফি কালার এবং আরো কিছু রং কলম দিয়ে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
এরপর নিচের অংশে একটি কচ্ছপ এবং এক পাশে একটি নৌকা সবুজ এবং নীল রং কলম দিয়ে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
এরপর মাঝখানের অংশে একটি নদী নৌকার চারপাশে নীল কলম দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম
ধাপ - ৫ :
এরপর উপরের অংশে দুটি কুঁড়েঘর কমলা কালারের রং করলাম এমন আরো দুটি রং কলম দিয়ে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
এরপর উপরের আকাশটাকে এবং একটি সূর্য হলুদ এবং নীল রং কলম দিয়ে রং করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে একটি গ্রামের দৃশ্য আর্ট করে নিয়ে নিলাম। আশা করে আমার এই আর্ট আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
গ্রামের প্রাকৃতিক দৃশ্যে দেখতে সত্যি খুব ভালো লাগে। আসলে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। আপনার গ্রামের প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখে খুব ভালো লাগলো ভাই। বেশ সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্যে আর্ট করেছেন আপনি। আপনার আর্ট বেশ নিখুঁত হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার আর্ট নিখুঁত বলে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে। সুন্দর মন্তব্য শুনলে নিজের কাছে ভালো লাগে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রং কলম ব্যবহার করে দারুন একটি দৃশ্য আর্ট করেছেন ভাইয়া। রং কলম দিয়ে আর্ট করলে খুবই নিখুঁতভাবে আর্ট করা যায়। নদীর ধারে নৌকা কচ্ছপ বাড়িঘর সব মিলিয়ে খুবই সুন্দর লাগলো আপনার তৈরি করা আর্ট। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আমার আর্ট নিয়ে সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।
ছবিটা অনেকটা অ্যানিমেশন ফিল্মের মত হয়েছে। আমরা কার্টুন দেখার সময় দেখি এই ধরনের দৃশ্যগুলো।
ব্রাশ পিন দিয়ে খুব সুন্দর করে রেখেছেন। আর খুব উজ্জ্বল হয়েছে ছবিটা।
ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে। ধন্যবাদ আমার আর্ট নিয়ে সুন্দর মন্তব্য করার জন্য।
ছবিটা অনেকটা অ্যানিমেশন ফিল্মের মত হয়েছে। আমরা কার্টুন দেখার সময় দেখি এই ধরনের দৃশ্যগুলো।
ব্রাশ পেন দিয়ে খুব সুন্দর করে এঁকেছেন। আর খুব উজ্জ্বল হয়েছে ছবিটা। ধাপে ধাপে দেখানোর জন্য আরো স্পষ্ট হয়েছে সবকিছু।
আরে বাহ্ আপনি তো এখন অনেক সুন্দর সুন্দর আর্ট করতে পারেন দেখছি। এরকম আর্ট গুলো করার জন্য আপনি প্রতিনিয়তই চেষ্টা করেন, যার কারণে এখন এত সুন্দর আর্টটি করতে পারছেন। আপনার আজকের করা এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যের আর্টটা অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, দেখে তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। পুরো প্রাকৃতিক দৃশ্যের আর্ট টা একেবারে মনোমুগ্ধকর হয়েছে।
আমার আর্ট মনোমুগ্ধকর বলে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার অনেক ভালো লাগে তেমনি আঁকতেও।মনে হচ্ছে আপনি দৃশ্যগুলি কিছুটা কার্টুন টাইপের মতো করে ফুটিয়ে তুলেছেন।সুন্দর হয়েছে, ধন্যবাদ ভাইয়া।
আমার আর্ট নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
https://x.com/Jamal7183151345/status/1892171885586399491?t=1n5qySujGdTVynot2pXuYg&s=19
এরকম কালারিং আর্ট দেখতে খুবই ভালো লাগে। আপনি গ্রাম বাংলার দৃশ্য খুব সুন্দরভাবে আর্টের মাধ্যমে তুলে ধরলেন। আর্ট আপনি এত সুন্দর ভাবে কালার করেন যা নিখুঁতভাবে দেখতে খুবই সুন্দর হয়। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
আমার আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে।