কবিতা নং-৪৪ “কৃষ্ণ বরণ মেয়ে”
“কৃষ্ণ বরণ মেয়ে”
- হামিদুল হক তরুন
একটি মেয়ে, বিধাতা যাকে সৃষ্টি করেছে কৃষ্ণ বরণ দিয়ে
তাকে নিয়ে কোনো কবি লেখেনি কবিতা কখনো মুগ্ধ হয়ে।
মায়ের আদর বাবার স্নেহে সে বড় হয়েছে দিনে দিনে
ষোলো পেরিয়ে বুঝতে শিখেছে সে অবহেলিত এ ভূবনে।
আয়নাতে সে যতো বারই দেখে আপন কৃষনো মুখ
অবাঞ্চিত ভেবে নিজেকে কেঁদে ভাসায় বুক।
সবই আছে তার নেইকো শুধু চোখ ধাঁধাঁনো রূপ
একটি বিনাই হয়েছে সে বেদনায় জ্বলা ধুপ।
নিরালায় বসে ভাবে সারাক্ষণ তার জন্ম কেনো হলো
জন্ম যখন দিলোই খোদা রূপ কেনো কেড়ে নিলো।
হয়তো কোনো পুরুষ কভু তারে করবে নাকো বিয়ে
এমনি শত ভাবনায় পুড়ে ঐ কৃষ্ণ বরণ মেয়ে।