কালারফুল কলম দিয়ে সুন্দর ফুলের আর্ট।

in আমার বাংলা ব্লগ3 months ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার হাতের আঁকা কালারফুল কলম দিয়ে সুন্দর ফুল আর্ট অংকন সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্ট টি দেখবেন আশা করি। আমরা প্রতি নিয়ত অনেক রকম আর্ট করা থাকি।পেন্সিল আর্ট, ম্যান্ডেলা আর্ট, জল রং দিয়ে পেইন্টিং, পোস্টার রং দিয়ে পেইন্টিং এবং বিভিন্ন রকমের কালারফুল কলম দিয়ে পেইন্টিং বা, আর্ট করে থাকি। আসলে যে কোন আর্ট দেখতে বেশ ভালো লাগে। আর্ট যদি নিখুঁত ভাবে উপস্থাপন করা হয় দেখতে খুব সুন্দর লাগে। আজ আমি কালারফুল কলম দিয়ে ফুল আর্ট করছি। বিভিন্ন কালার দিয়ে আর্ট করতে পারলে দেখতে খুবই সুন্দর দেখায়।

আসুন শুরু করি

IMG20241022205550.jpg

IMG20241022205542.jpg

কালারফুল কলম দিয়ে ফুল আর্ট

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG20240817164310.jpg

১ - একটি আর্টিস্ট খাতা
২ - কালারফুল কলম
৩ - মার্কার কলম।

চিত্র আঁকার বিবরণ :-

↘️ধাপ :- ১↙️

IMG_20250409_155651.jpg

  • প্রথমে আমি মার্কার কলম দিয়ে ধীরে একটি ফুল এঁকে নিলাম। তারপর ফুলের চারপাশে ছয়টি পাপড়ির এঁকে নিলাম।

↘️ধাপ :- ২↙️

IMG_20250409_155839.jpg

  • এখন আমি ফুলের পাপড়ির চারদিকে আরো কিছু পাপড়ি এবং পাতা এঁকে নিলাম। পাতা এবং পাপড়ির মাঝে ডিজাইন করে নিলাম। এই ভাবে ফুলের স্কেচ তৈরি করে নিয়েছি আমি।

↘️ধাপ :- ৩↙️

1000071867.jpg

  • এই ধাপে আমি কালারফুল সবুজ এবং হালকা সবুজ কালারের কলম দিয়ে ফুলের পাতা এঁকে নিচ্ছি।

↘️ধাপ :- ৪↙️

IMG_20250409_160411.jpg

  • সবুজ এবং হালকা সবুজ কালারের কলম দিয়ে ফুলের পাতা এঁকে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

1000071870.jpg

  • এই পর্যায়ে ফুলের পাপড়ি লাল কালারের রং দিয়ে এঁকে নিচ্ছি।

↘️ধাপ :- ৬↙️

IMG_20250409_161059.jpg

  • এই পর্যায়ে ফুলের পাপড়ি গুলো এঁকে নেওয়া সম্পূর্ণ হয়েছে।

↘️ধাপ :- ৭↙️

1000071873.jpg

IMG_20250409_161433.jpg

  • এই ধাপে বিভিন্ন কালারের কলম দিয়ে ফুলের পাপড়ি এঁকে নিচ্ছি।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG_20250409_161545.jpg

IMG20241022204803.jpg

  • পরিশেষে আমি বিভিন্ন কালার দিয়ে ফুলের পাপড়ি এঁকে নিয়েছি। আশা করি আমার কাঙ্খিত সুন্দর ফুলের আর্ট সম্পূর্ণ হয়েছে। এই ভাবে আমি ফুলের আর্ট টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি ফুলের কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20241022205554.jpg

IMG20241022205522.jpg

IMG20241022205550.jpg

IMG20241022205542.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআর্ট
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের চিত্রকর্ম আরো আঁকবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 months ago 

কালারফুল এই কলম গুলো দিয়ে আর্ট খুবই সুন্দর হয়। আপনি খুব সুন্দর একটা ফুলের ডিজাইন আর্ট করেছেন। বেশ চমৎকার হয়েছে আপনার আজকের এই ফুলের ডিজাইন টা। প্রত্যেকটা কালার খুবই আকর্ষণীয় লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে কালার গুলো ফুটে উঠেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা ফুলের আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

ফুলের আর্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

@tipu curate


Una pieza interesante y colorida, captó mi atención.
Buen trabajo.

artonsteemit1b.jpeg.jpg
#artonsteemit
Manual Curation of TipU Curators Project
 3 months ago 

আপনার আর্ট কিন্তু বেশ রঙ্গিন লাগছে। ফুলগুলো যেন ঝলমল করছে। বিভিন্ন রঙের ব্রাশ পেন দিয়ে এঁকেছেন ব্রাশ পেনে কাজ করা খুবই সহজ। এবং এতে সময়ও খুব একটা বেশি লাগে না।

 3 months ago 

সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে দিদি।

 3 months ago 

আজকে আপনি কালারফুল কলম দিয়ে চমৎকার ফুলের আর্ট করেছেন। তবে কালারফুল কলম দিয়ে কিছু আর্ট করলে দেখতে বেশ ভালো লাগে। আমি নিজেও মাঝেমধ্যে কালারফুল কলম দিয়ে আর্ট করার চেষ্টা করি। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত কালারফুল কলম দিয়ে ফুলের আর্ট করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 months ago 

পোস্টটি দেখে দারুণ মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.31
JST 0.038
BTC 118292.70
ETH 3650.55
SBD 0.99