সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - আগস্ট তৃতীয় সপ্তাহ (Weekly Plagiarism Report -August -3rd week)
16-08-2021
চৌর্যবৃত্তি একটি মারাত্মক ব্যাধি। এটি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজানে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।
চৌর্যবৃত্তের সংখ্যা এই সপ্তাহে অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ
ক্রমিক নং | নাম | পোস্ট লিংক | চৌর্যবৃত্তির শতকরা | প্রধান উৎস |
---|---|---|---|---|
১ | @saymaakter | ইচ্ছা.. | 17% | উৎস |
২ | @bd-art | আমার ২য়.. | 80% | উৎস 1,2,3 |
কপিরাইট বিধি লঙ্ঘন:
ক্রমিক নং | নাম | পোস্ট |
---|---|---|
১ | @rjnasim001 | লিংক |
২ | @mithukhandokar | লিংক |
৩ | @kawsar8035 | লিংক |
রিপিট পোস্টার :
ক্রমিক নং | নাম | প্রধান পোস্ট | পুনরাবৃত্তি | আরো কিছু |
---|---|---|---|---|
১ | @doctorstrips | লিংক | লিংক | ১,২,৩,৪ |
যাদেরকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া এই লিংক থেকে জয়েন হয়ে নিন।
Support @amarbanglablog by delegating STEEM POWER.
100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
ভালো কাজ ।আশাকরি সবাই এইটা দেখে সর্তক হবে ।
খুবই সর্তক হওয়া উচিৎ আমাদের এটা থেকে বিরত থাকতে হবে।
সত্যিই ভাইয়া আপনার কাজ কে অনেক অনেক সাধুবাদ জানাই। সত্যিই আপনি সেভাবে কাজ করে চলেছেন সবাই সতর্ক তো থাকবেই সাথে আমার বাংলা কমিউনিটি আরো বেশি স্বচ্ছ হবে শক্তিশালী হবে। সকল সদস্যর অরিজিনালিটি বজায় ও থাকবে। ধন্যবাদ আপনাকে। ভাইয়া আপনার কাজকে সেলুট করি।
সুন্দর একটি উদ্দেগ।
চৌর্যবৃত্তি কমিউনিটির জন্য খুব খারাপ একটা বিষয়। কমিউনিটির সৌন্দর্য নষ্ট করে।
অসংখ্য ধন্যবাদ@rex-sumon দাদা আপনাকে।কারণ আপনি একজন দুর্বিক্ষন যন্ত্রের মতো কাজ করে চলেছেন কমিউনিটির স্বচ্ছতা ধরে রাখতে।
সুমন ভাইয়ের সফল প্রচেষ্টার মাধ্যমেই কমিউনিটি ধীরে ধীরে পরিষ্কার হবে।ভালো একটি উদ্যোগ।
বাঙালিতো মাঝে মাঝে চেক করে সুমন ভাই কতটা এ্যাকটিভ আছেন এটা বুঝার জন্য, হে হে হে না হলে এতো কিছুর পরও তারা কিভাবে রিপিট পোষ্ট করে, আমার মাথায় ঢুকে না।
কমিউনিটির নিয়ম কানুন রক্ষার্থে আপনি একজন পুলিশের চেয়েও ভাল ভূমিকা পালন করছেন। আপনার এই কাজ খুবই প্রশংসনীয় ভাই। অনেক অনেক শুভকামনা
আপনার চোখ ফাকি দেওয়া সম্ভব না ভাই। ধন্যবাদ আপনাকে