আমার বাংলা ব্লগ কনটেস্ট ৩৫ : "ইউনিক চিকেন রেসিপি"-র স্পেশ্যাল অ্যাওয়ার্ড

in #announcement2 years ago

image.png

দু'সপ্তাহ পূর্বে ২৭ই এপ্রিল "আমার বাংলা ব্লগ" কর্তৃক আয়োজিত শেয়ার করো তোমার ইউনিক চিকেন রেসিপি নামে ৩৫ নাম্বার এবিবি কন্টেস্টের ঘোষণা করা হয় । ঘোষণাটি করেন কমিউনিটির অ্যাডমিন স্বাগতা (@swagata21) । পোস্ট লিংক । এই কনটেস্টটির সময়কাল ছিল এক সপ্তাহ । এবারও যথারীতি বেশ ভালো সাড়া পেয়েছিলাম আমরা । চিকেনের এই বিশেষ কন্টেস্টে সবাই হরেক রকম মনকাড়া স্বাদের নানান ধরণের ইউনিক চিকেন রেসিপি শেয়ার করেছিলেন এই কন্টেস্টে । সর্বমোট ৩০ জন প্রতিযোগী এই কন্টেস্টে অংশ নিয়েছিলেন ।

এবারের কন্টেস্টে চিকেনের বিভিন্ন ইউনিক রেসিপি দেখে এবং নিজে তার মধ্যে একটিকে চেখে আমি জাস্ট হতবাক । ক্রিয়েটিভিটি কোন পর্যায়ে পৌঁছেছে ভাবতেই জাস্ট অবাক লাগে । এত ভালো ভালো চিকেনের রেসিপি জীবনে এই প্রথম দেখলাম । ধন্যবাদ জানাই তাই সকল পার্টিসিপেন্টদেরকে । তাঁদের সেরাটা এভাবে আমাদের উপহার দেওয়ার জন্য ।

এর পূর্বে কমিউনিটির অ্যাডমিন উইঙ্কেলস (@winkles) এডমিনদের পক্ষ থেকে যে ১৭৬ স্টিমের পুরস্কার ঘোষণা করা হয়েছিল শুরুতে সেটা প্রদান করেছেন । পোস্ট লিংক । আমি শুধু স্পেশ্যাল অ্যাওয়ার্ডটা প্রদান করলাম আজ । আর এরই সাথে শেষ হয়ে গেলো আমার বাংলা ব্লগ কনটেস্ট ৩৫ : "ইউনিক চিকেন রেসিপি"-র সকল পুরস্কার প্রদান ।
(Source: https://steemit.com/hive-129948/@rme/2mhkfr

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.25
JST 0.041
BTC 96858.09
ETH 3388.49
USDT 1.00
SBD 3.35