নতুন নির্দেশনা || আমার বাংলা ব্লগের এ্যাকটিভ ইউজারদের জন্য পরিবর্তিত নতুন গাইডলাইন

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে পরিবর্তিত সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছি। দেখুন সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়, আমাদের মানসিকতায় পরিবর্তন আসে। কারণ নিজের অবস্থান ধরে রাখা এবং সময়ের সাথে সাথে গতিশীল হওয়ার জন্য পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ সমীকরণ হিসেবে কাজ করে। এই জন্য সময়ের চাহিদা এবং কাংখিত অবস্থান তৈরীর নিমিত্তে, আমার বাংলা ব্লগ কমিউনিটিতেও সময়ে সময়ে নানা কিছুর পরিবর্তন আনা হয়েছে এবং আমরা সেগুলোকে মানিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছি।

অনাকাংখিত হলেও সত্য যে, বিগত তিন বছর এর বেশী সময় ধরে আমার বাংলা ব্লগের ইউজারদের স্টিমিট ব্লকচেইনের অন্যান্য সকল কমিউনিটির তুলনায় সেরা সাপোর্ট দেয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু তবুও কাংখিত কিছু ক্ষেত্রে আমরা কাংখিত কিছু অর্জনে ভীষণভাবে ব্যর্থ হচ্ছি। এটা আমাদের জন্য ছিলো অনাকাংখিত এবং অপ্রত্যাশিত কিছু। গত সপ্তাহের হ্যাংআউটে সোশ্যাল মিডিয়া এ্যাকটিভিটিস বিশেষ করে এক্স হ্যান্ডেল (টুইটার) নিয়ে নতুন একটা গাইড লাইন উপস্থাপন করেছিলেন কমিউনিটির এ্যাডমিন @nusuranur, যা বিস্তারিতভাবে হ্যাংআউট রিপোর্ট এবং Daily-Task চ্যালেনে শেয়ার করা হয়েছে। আমরা কমিউনিটির সকল এ্যাকটিভ ইউজারদের কাংখিত অংশগ্রহণ আশা করছি এখানে।

এছাড়াও আরো দুটো বিষয়ে আজ কমিউনিটির সকল এ্যাকটিভ ইউজারদের দৃষ্টি আকর্ষণ করছি। পরিবর্তিত সোশ্যাল মিডিয়া এ্যাকটিভিটিস এর সাথে কাংখিত সংযোগ তৈরীর ক্ষেত্রে এবং কমিউনিটির ইউজারদের কাংখিত এ্যাকটিভিটিস তালিকা তৈরীর জন্য এটা গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। সুতরাং পরিবর্তিত এই নিয়ম পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলমান থাকবে। সময়ের সাথে সাথে আমরা নানাভাবে এই সম্পর্কিত আপনাদের কৌতুহলগুলো দূর করার চেষ্টা করবো। তথাপিও কারো কোন সমস্যা হলে অবশ্যই টিকেট কেটে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। চলুন তাহলে নতুন নিয়মের বিষয়গুলো একটু দেখে নিই-

Cover.png

সুপার এ্যাকটিভ তালিকাঃ

প্রতিদিন Daily-Task এ যে লিংকগুলো শেয়ার করা হয় এবং সেখানে কাংখিতভাবে যারা অংশগ্রহণ করছেন। তাদেরকে প্রতি মঙ্গলবার (সপ্তাহে একবার) সকাল হতে সন্ধ্যা ৬ টার মধ্যে Steem Alliance এ একটি করে পোস্ট করতে হবে। সেটাতে পুরো সপ্তাহের এক্স হ্যান্ডেল (টুইটার) এর কমেন্টগুলোর লিংক শেয়ার করতে হবে। এই পোষ্টগুলো হতে সব চেয়ে ভালো এবং কোয়ালিটিফুল একটা পোষ্ট নমিনেশন এ যাবে এক্সট্রা সাপোর্ট এর জন্য। পোষ্ট যেভাবে উপস্থাপন করতে হবে-

Post Format -

DAY - 1
(ALL COMMENT LINK)
DAY -2
(ALL COMMENT LINK)
DAY -3
(ALL COMMENT LINK)
এভাবে পুরো সপ্তাহের মানে যে কয়দিন আপনি এ্যাকটিভ ছিলেন সেই কয়দিনের কমেন্ট লিংকগুলো উপস্থাপন করবেন পোষ্টে।

এছাড়াও Super Active তালিকা তৈরীর ক্ষেত্রে যে বিষয়গুলোর প্রতি আমাদের দৃষ্টি থাকবে, সেগুলো হলোঃ

১) Daily Task এর কমেন্টগুলো কোয়ালিটিফুল হচ্ছে কিনা?
সুতরাং সবাইকে একই ধাঁচের কমেন্ট না করে ভিন্নতা ধরে রাখতে হবে, ভালো কমেন্ট করতে হবে।

২) Daily Task এ দেওয়া সব টাস্ক কমপ্লিট করছেন কিনা?
সুতরাং সবাইকে প্রতিনিয়ত Daily Task চেক করতে হবে এবং টাস্কগুলো কমপ্লিট করতে হবে।

৩) Steem Alliance এ প্রতি সপ্তাহে পোষ্ট শেয়ার করছেন কিনা?
এখন হতে চেকিং টা হবে Steem Alliance এ শেয়ার করা পোষ্টের ভেতর শেয়ার করা লিংক এর কমেন্টগুলোর কোয়ালিটি যাচাই করে। সুতরাং সবাইকে নিয়মিতভাবে প্রতি সপ্তাহের মঙ্গলবারে Steem Alliance এ পোষ্ট শেয়ার করতে হবে।

৪) কমিউনিটিতে মিনিয়াম কমেন্ট এনগেজমেন্ট করছেন কিনা?
সুতরাং সবাইকে প্রতি সপ্তাহে মিনিমাম ৫০টি কমেন্ট করতে হবে আর ডিসকর্ড এনগেজমেন্ট পূর্বের ন্যায় বজায় রাখতে হবে।

অতএব, এ সকল ক্রাইটেরিয়া যাচাই করার মাধ্যমে যে নাম্বারিং আসবে সে অনুযায়ী সুপার এ্যাকটিভ তালিকা তৈরী করা হবে।

X of the Week

প্রতি সপ্তাহের X of the Week বাছাইয়ের ক্ষেত্রে যা বিবেচনা করা হবেঃ

Steem Alliance এ শেয়ার করা সব রিপোর্ট পোষ্ট এর সব লিংকগুলো চেক করা হবে। শুভ ভাই নিয়মি চেক করবেন এবং কোন সমস্যা থাকলে সেটা কমেন্টে উল্লেখ করবেন। ইউজারদের পোষ্ট এর লিংক অনুযায়ী সবগুলো কমেন্ট এবং এ্যাকটিভিটিস যাচাই করবেন। তারপর পূর্বের মতো নাম্বারিং করবেন। এই নাম্বারিং কমেন্ট মনিটরিং রিপোর্ট এর ক্ষেত্রেও কার্যকর ভূমিকা পালন করবে। সুতরাং সবাইকে পুরো সপ্তাহের Daily-Task এর কমেন্টের লিংকগুলো যথাযথভাবে উপস্থাপন করতে হবে।

ইউজারদের টাস্ক পূর্বের তুলনায় কমানো হয়েছে এবং একই টাস্ক এর মাধ্যমে দুটো সুবিধা দেয়ার চেষ্টা করা হবে। প্রথমত Daily Task গুলো যথাযথভাবে করার মাধ্যমে সুপার এ্যাকটিভ তালিকায় আসা সহজ হবে এবং পুরো সপ্তাহের টাস্কগুলো Steem Alliance এ শেয়ার করার মাধ্যমে বাড়তি একটা সাপোর্ট পাওয়ার পথ প্রশস্ত হবে। আমরা আশা করছি কমিউনিটির সকল এ্যাকটিভ ইউজারগণ পরিবর্তিত নিয়মগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন এবং কমিউনিটিতে নিজেদের সুন্দর অবস্থান ধরে রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 7 days ago 

অনেকগুলো কনফিউশন ছিল দূর হলো। যাইহোক আশা করছি আজ থেকে সব কিছু আবার যথাযথ ভাবে করতে পারব৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

অনেক গোছানো একটি গাইডলাইন।সহজ ব্যাপারগুলো সহজ ভাষায় তুলে ধরার কারণে আশা করছি আমরা সবাই এটি খুব ভালোভাবে বুঝতে পারব এবং সেই মোতাবেক পরবর্তী কাজগুলো চালিয়ে যাব।আশা করছি এর মাধ্যমে কাঙ্খিত ফলাফল পাওয়া যাবে।নতুন নিয়ম গুলো আমাদের মাঝে এত সহজ ভাষায় তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 7 days ago 

ঠিক বলেছেন ভাইয়া, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। কমিউনিটির নতুন নির্দেশনা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা যেহেতু ভালো কাজের জন্য তাই আমাদের সবার এই নির্দেশনা অনুযায়ী কাজ করা। আমিও অবশ্যই করার চেষ্টা করবো।

 7 days ago 

আমাদের সাধারণ ইউজারদের জন্য অনেক সুন্দর একটি নির্দেশনা। কারণ একই কাজ করে দুই ভাবে বেনিফিট পাওয়া এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 7 days ago 

নতুন নির্দেশনাগুলো খুবই কার্যকর এবং সম্প্রতি তৈরি হওয়া নিয়মগুলো কমিউনিটির সবার জন্য গুরুত্বপূর্ণ। সুপার এ্যাকটিভ তালিকা এবং X of the Week সিস্টেমের মাধ্যমে ইউজারদের আরও উৎসাহিত করা হবে এবং তাদের কার্যক্রমের মান নিশ্চিত হবে। প্রতিদিনের টাস্ক গুলো সম্পূর্ণ করা এবং সেগুলোর কোয়ালিটি বজায় রাখা খুবই জরুরি। আমি আশা করি আমরা সবাই এই নতুন নিয়ম গুলো মেনে চলবে এবং কমিউনিটিতে ভালো অবস্থান তৈরি করতে পারবে। ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

 7 days ago 

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। তাই যে কোন ক্ষেত্রেই পরিবর্তন লাগে। পরিবর্তনের জন্যই তো সব সময় আপডেট দিতে হয় সবকিছু। আর আপডেট যদি না থাকে তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। খুবই দারুণ উদ্যোগ, আমার কাছে কমেন্টের চাইতে, এই কাজগুলো করতেই বেশি ভালো লাগে। গত এ সপ্তাহ খুবই দারুণ উপভোগ এবং সুন্দরভাবে কাজ করেছি। সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 7 days ago 

নতুন নির্দেশনা দেখে আসলেই খুব ভালো লাগলো। আশা করি প্রতিটি ইউজার নতুন নির্দেশনা যথাযথভাবে পালন করবে। তাছাড়া আপনি একেবারে সহজ ও সাবলীলভাবে পুরো ব্যাপারটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল। সেজন্য এই পরিবর্তিত সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। নতুন যে দিক নির্দেশনা সেটা আমাদেরকে যথার্থভাবে পালন করা উচিত। এই পোস্টের মাধ্যমে আরও পরিষ্কার ধারণা পেলাম।

 7 days ago 

যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুই মেনে নিতেই হয়। তা নাহলে কিছু মানুষ পিছিয়ে পরবে। আশা করি সবাই কমিউনিটির নতুন নির্দেশনা মেনে কাজ করবে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.031
BTC 85142.11
ETH 1915.66
USDT 1.00
SBD 0.73