মনে আছে কি লাটিম খেলার দিনগুলোর কথা!!!

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার,,

সেদিন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে রাস্তা দিয়ে হাঁটছিলাম। এমন সময় হঠাৎ করে ই চোখে পড়ল কয়েকটা ছোট বাচ্চা লাটিম ঘোরাচ্ছে মাঠের ভিতরে। অনেকদিন পর লাটিম ঘোরাতে দেখলাম। সাথে সাথে আমিও মাঠের ভেতরে ঢুকে পড়লাম। মুহূর্তের মধ্যেই বাচ্চাদের সাথে যেন মিশে গেলাম হাসিঠাট্টা করতে করতে। এত ছোট বয়সে কিভাবে যে এমন দ্রুত লাটিম খেলছিল এটাই আমার মাথায় আসছিল না।

IMG20230223181502.jpg
Location

আমি ওদের কাছ থেকে লাটিম চেয়ে নিয়ে ঘোরানোর চেষ্টা করলাম। একবার নয় দুইবার নয় বেশ কয়েকবার চেষ্টা করলাম। কিন্তু একটাবারও ঠিক মত ঘোরাতে পারলাম না। আমার লাটিম ঘোরানোর অবস্থা দেখে ছোট বাচ্চাগুলো তো রীতিমতো হাসাহাসি শুরু করে দিয়েছিল। আমি নিজেও হাসছিলাম। কি আর করা, ছোট ভাই গুলোই লাটিম ঘোরালো আর আমি হাতে তুলে নিয়ে সেই ঘুরন্ত লাটিম দিয়ে খেলছিলাম।

IMG20230223181434.jpg
Location

মোটামুটি আধা ঘন্টার মত ছিলাম বাচ্চাগুলোর সাথে। আমার ভীষণ ছোটবেলার কথা মনে পড়ছিল। একটা সময় কত লাঠিম খেলতাম! কাঠের লাটিম প্লাস্টিকের লাটিম সব ধরনের লাটিম ছিল আমার। এখনো মনে পড়ে নতুন লাটিম কেনার পরপরই আমরা কামারের কাছে চলে যেতাম ভালো একটা আল লাগানোর জন্য। আর তারপর যখন সবাই একসাথে গোল হয়ে খেলতে নিতাম, একজনের লাটিম ঘুরছে তার ওপর এসে আর একজন মেরে দিতাম, কখনো কখনো অন্যজনের লাটিম টা নষ্ট হয়ে যেত এসব করে। কিন্তু আমাদের কাছে ওটাই ছিল যেন এক অন্যরকম মজা। ভীষণ মিস করছিলাম এই দিনগুলোর কথা।

IMG_20230224_09254505.jpg
Location

এখনকার দিনের বাচ্চাগুলো তো এসব খেলা খেলতেই পারে না। সেখানে হঠাৎ করেই এমন লাটিম খেলতে দেখে আমি অনেকটা অবাকই হয়ে গেছিলাম। হয়তো আর কিছুদিন পর এরকম দু একটা দৃশ্যও আর চোখে পড়বে না। সময়ের পরিবর্তনের সাথে সাথে পুরনো সব সংস্কৃতি গুলো দিনকে দিন হারিয়েই যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় এখনকার আর্টিফিশিয়াল মজার থেকে পুরনো দিনের বিনোদনের এই মাধ্যম গুলোই যেন সব সময় সর্বশ্রেষ্ঠ।

Sort:  
 3 years ago 

আহা ভাই কি কথাগুলো শেয়ার করলেন আর কি ফটোগ্রাফি দেখালেন।।
এজন্য ফিরে গেলাম সেই কৈশোর বয়সে।।
লাটিম খেলা আমার খুব ফেভারিট ছিল ভালো না তুমি ঘুরাইতে পারতাম আমি হাতের উপরে ঘোরানোর পারদর্শিত ছিল খুব ভালো।।
আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে এখন আবার একটা লাটিম কিনে ঘুরাতে শুরু করি আর ফিরে যাই সেই কৈশোরে।।

 3 years ago 

ছোট বাচ্চাদের এমন লাটিম খেলতে দেখে আমিও একদম ছেলে বেলায় ফিরে গিয়েছিলাম ভাই। অনেক মিস করছিলাম দিনগুলো।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এখনকার বাচ্চারা লাটিম খেলতে জানে না। আসলে আপনার পোস্টের মাধ্যমে কিছু সময়ের জন্য ছোট বেলা ফিরে গিয়েছিলাম। সত্যি বলতে এই লাটিম খেলা নিয়ে ছোট বেলা কতো মারামারি করেছি। যাইহোক আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনিও লাটিম খেলেছেন? বেশ মজার ব্যাপার তো। আমি কখনো কোন মেয়েকে লাটিম খেলতে দেখি নি আজ পর্যন্ত।

 3 years ago 

মনে আছে কি লাটিম খেলার দিনগুলোর কথা

জি দাদা অবশ্যই মনে আছে সেই ছোট বেলার মধুর স্মৃতি গুলো। আপনার পোস্ট এর মাধ্যমে মধুর স্মৃতি গুলো মনে পরে গেলো। ধন্যবাদ আপনাকে দাদা।

 3 years ago 

এই দিন গুলোকে ভীষণ মিস করি ভাই এখন। কত ভালো ছিল সব কিছু!

 3 years ago 

হুম দাদা ছোট্ট বেলার অনেক স্মৃতিচারণ যা আজকে স্মৃতির পাতায় রয়ে গেছে৷ তার মধ্যে লাটিম খেলা ছিল একটা জনপ্রিয় খেলা ৷ পাড়ার সকল বন্ধু মিলে স্কুল ছুটির পর বিকেলবেলা মাঠ প্রাঙ্গনে লাঠি খেলা ৷ একে অপরের লাটিমের উপর আঘাত করা একটা ছোট্ট বৃত্ত এর ভিতরেই খেলা কত জনের লাটিম তো পুরাই নষ্ট হয়ে যেত ৷ তখন সে আরো নতুন লাটিম কিনে আনলে আবার নতুন করে খেলার আয়োজন ৷ আসলে এসব মুহূর্তগুলো কখনোই ভুলান নয় ৷ তবে বর্তমান সময়ে পুরনো সেই খেলাগুলো খুব একটা চোখে পড়ে না ৷ তবে গ্রামের কিছু কিছু এলাকায় এখনো কিছু পুরনো ঐতিহ্যবাহী খেলা চোখে পড়ে৷
যাহোক সুন্ধার ঠিক আগ মুহূর্তে বেশ সুন্দর একটি সময় কাটিয়েছেন৷

 3 years ago 

আপনার মন্তব্য পড়ে বেশ ভালো ভাবেই বুঝতে পারছি যে কতটা মজা করে লাটিম খেলেছেন সবাই মিলে। খুব ভালো লাগলো সত্যি।

 3 years ago 

আসলে ভাইয়া ছোটবেলার হারানো দিনগুলো এখন আর খুঁজে পাওয়া যাবে না। আপনি বাচ্চাদের সাথে প্রায় আধ ঘন্টার মত ছিলেন আর লাটিম খেলার চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না। এতে করে বাচ্চারা আপনাকে দেখে হাসছিল ।আসলে বাচ্চা অবস্থায় সবাই লাটিম ঘুরাতে পারতো সময় আসলে ধীরে ধীরে কখন শেষ হয়ে যায় বুঝাই যায় না।

 3 years ago 

সত্যি বলতে শিশুদের মুখের হাসি সব সময় আমার ভালো লাগে। তাই খুব উপভোগ করছিলাম প্রতিটি মুহূর্তই।

 3 years ago 

এখনো মনে পড়ে নতুন লাটিম কেনার পরপরই আমরা কামারের কাছে চলে যেতাম ভালো একটা আল লাগানোর জন্য

এ কাজে অবশ্য আমরা নিজেরাই পটু ছিলাম।লাটিমের দড়ি বানানো থেকে শুরু করে সবকিছু করার অগ্রহটাই আলাদা ছিল। সবশেষে এসে সবার সাথে আবার মেলাতাম দেখতাম কারটা বেশি ভালো হয়েছে।

যাইহোক আপনার এই পোস্ট দেখে আমিও রীতিমত একটু অবাক হয়েছি। কারণ এই ভিডিও গেমের যুগে বাচ্চারা যে এখনো লাঠিম ঘুরায় এটা অবাক করারই বিষয়।

 3 years ago 

ওরে বাপরে! বেশ দাপুটে ছিলেন দেখা যায় হাহাহাহা। সত্যি বলতে ঐ দিন আমি নিজেও বেশ অবাক হয়েছিলাম।

 3 years ago 

আপনার এই পোষ্ট করে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় কতই না লাটিম ঘুরিয়েছি এবং সহপাঠীদের সঙ্গে কত খেলেছি। রীতিমতো হতাশ হয়ে গেলাম যে আপনি কয়েকবার চেষ্টা করার পরও লাটিম ঘুরাতে পারেননি হাহাহা। আসলে অনেক দিন যদি লাটিম ঘোরানো না থাকে তাহলে কৌশলটা মানুষ ভুলে যায় আপনিও হয়তোবা ভুলে গিয়েছেন। আপনার কাটানো সুন্দর মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সেই কতদিন আগে ঘুরিয়েছি ভাই! ধুম করে কি আর পারা যায়!! তবে না পারলেও ওদের সাথে সময় কাটিয়ে বেশ মজা পেয়েছি।

 3 years ago 

পাড়া গায়ের ছোট ছোট ছেলেরা যখন লাটিম খেলে তখন আমার স্মরণ হয়ে যায় সেই ছোটবেলার স্মৃতিগুলো। মাঝে মাঝে সময় পেলে মুগ্ধ হয়ে চেয়ে থাকে তাদের খেলার দিকে এবং যেন ফিরে পায় সেই আমার ছোটবেলার দিনগুলো। স্মরণ করি ছেলেবেলার সঙ্গী সাথীদের কথা।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 114941.03
ETH 4160.03
USDT 1.00
SBD 0.62