শীতের প্রকোপ

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230108092233_00.jpg

আজ ০৮ জানুয়ারি ২০২৩ ইং


হ্যালো..প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই , ভালো খারাপ মিলিয়েই আছেন ৷ আসলে এ সময়ে ভালো থাকাটা একটু কষ্টের ৷ কারণ যে পরিমাণ শীত আর ঠান্ডা পড়ছে , এতে ভালো থাকাটা অনেক কষ্টের ৷ এক একদিকে এক এক রকম আবহাওয়া ৷ আবহাওয়া এমন বিরূপ প্রভাবের জন্য ভালো কিংবা সুস্থ থাকা অনেক কষ্টের ৷ যাই হোক , সবাই চেষ্টা করবেন ভালো থাকার সুস্থ থাকার ৷ সবার সুস্থতা কমনা করেই শুরু করছি আজকের ব্লগ ৷

আসলে শীতকাল আমার বেশ পছন্দের ৷ তবে এমন কুয়াশা আর প্রচন্ড ঠান্ডা আমার মোটেও পছন্দের নয় ৷ গত কয়েক দিন ধরে আমাদের এদিকের অবস্থা মোটেও ভালো নয় ৷ সারা বেলা শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস ৷ সব সময় কম্বলের নিচে থাকাই যেনো আরামের ৷ বাইরে বের হলেই কুয়াশা আর ঠান্ডা বাতাস উপভোগ করতে হচ্ছে ৷ যেটা আমার মোটও পছন্দের নয় ৷ যদিও শীত কালে বেশ কিছু খাবার উপভোগ করা যায় ৷ বিশেষ করে পিঠাপুলি ৷ তবে এমন ঠান্ডায় সেটাই ভালো মতো উপভোগ করা যাচ্ছে না ৷ এক কথায় প্রকোপ শীতের এই দিনগুলি অনেকটা বিরক্তিকর ভাবেই কেটে যাচ্ছে আমার ৷


IMG20221215090531_00.jpg


আসলে শীতকাল উপভোগ করা মতো ৷ অনেকেই দারুণ ভাবে উপভোগ করছে শীতের প্রত্যেকটা দিন ৷ তবে কিছু মানুষের জন্য এই শীতকালের এক একটা দিন , এক একটা কালের মতো ৷ বিশেষ করে গরিব কিংবা হত দারিদ্র মানুষগুলোর ৷ শীত যতই পড়ুক রাত শেষে দিন হলেই তাদের কর্মস্থলে যেতে হয় ৷ গতকাল বেলা নয়টায় ঘুম থেকে উঠে রাস্তায় হাটতেছি , চারদিকে কুয়াশা আর ঠান্ডা বাতাসে বেশ ভালোই অবস্থা ৷ তবুও দেখলাম কিছু মানুষ রাস্তায় ছুটছে তাদের কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে ৷

প্রকোপ এই শীত মোটেও ভালো নয় ৷ কিছু মানুষের অবস্থা খুবই খারাপ করে দিচ্ছে ৷ পাশাপাশি নানা প্রকার রোগ বিধি লেগেই আছে মানুষের ৷ বিশেষ করে আমি গ্রামে থাকি তো , গ্রামের মানুষের জীবন যাত্রা আরো বেশি কষ্টের ৷ তবে প্রকোপ এই শীতে কৃষকদের অবস্থা আরো বেশি কষ্টের ৷ কিছু দিন বাদে নতুন ধান লাগানো হবে জমিতে ৷ জমি তৈরিতে ব্যস্ত কৃষকেরা , যদিও সকাল বেলা শীত প্রচুর ৷ তবুও তারা যাচ্ছেন প্রকোপ এই শীতে জমিতে ৷ জমি তৈরির কাজ করার জন্য ৷


IMG20221215090756_00.jpg

আমাদের এই দিকে শীতের প্রকোপ এতোটাই যে ঘর থেকে বের হওয়া ইচ্ছে করে না ৷ যদিও দুপুর বেলা কিছুটা ভালো লাগে ৷ তখন সূর্য মামার একটু অতটু দেখা মেলে ৷ তবে শীতের এমন প্রকোপ আসলেই মানুষের জীবন যাত্রার অনেক কষ্টের করে তুলেছে ৷ যাই হোক এমন অবস্থায় সবাই ভালো থাকার চেষ্টা করবেন ৷ তো আজ এতটুকু ই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ ধন্যবাদ সবাইকে ..

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
 3 years ago 

শীতকাল আমার ও বেশ পছন্দ। ঘুরে ,খেয়ে সব দিক দিয়ে বেশ মজা। কিন্তু এ শীতে কৃষক ও দৈনিক খেটে খাওয়া মানুষে বেশ কস্ট। এবার সারা দেশেই শীত বেশী পড়েছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আসলেই আপু ঠিক বলেছেন ৷ যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

যদিও শীতকাল আমার তেমন পছন্দ না তবে শীতকালে শীত না পরলেও উপভোগ করা যায় না।তবে হ্যা রাত শেষে তো যার যার কর্মস্থলে যেতে হয়,যদিও ব্যপারটা বেশ কষ্টের।আসলে শীতের প্রকোপ মোটামুটি সব জায়গা।আসলেই কৃষকদের জন্য বেশ কষ্টের তবে বেশি শীত পরলে কিছু কিছু সবজি বেশ ভালোই হয়।

 3 years ago 

আসলেই শীত কাল আমারও তেমন একটা পছন্দ নাহ ৷ যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

শুধু আপনাদের ওখানেই না ভাই,প্রায় সবখানেই একই অবস্থা এখন।আমার এখানে ১৪° দেখাচ্ছে।বের হতেই মন চায়না ঘর থেকে আর উপভোগ তো পরের কথা।
যাইহোক ভালো ছিল সবমিলিয়ে। শুভ কামনা রইলো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

আমাদের এইদিকে তো গত এক সপ্তাহ থেকে আরও বেশি হবে কোন রোদের ছোঁয়াও দেখা যাচ্ছিল না। আজকে তবুও একটু ভালো ছিল আবহাওয়া। আজকে একটু রোদের ছোঁয়া পেয়েছি। তাও অনেক অল্প সময় পর্যন্ত রোদ ছিল। আপনার মত ঠিক আমিও এমন কুয়াশা আর প্রচন্ড ঠান্ডা আমারও পছন্দ না। যাইহোক শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য এবং আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

শীতকাল আপনার পছন্দ তবে কেন কুয়াশা আর এত সুন্দর ঠান্ডা আপনার পছন্দ নয় ভাইয়া হা হা হা। আমার তো অনেক ভালো লাগে এই সুন্দর কুয়াশা। আমাদের এদিকেও প্রচন্ড শীত পড়েছে তবে রোদ আছে বলে ততটাও ঠান্ডা অনুভব করা যায় না। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

আজ কয়েকদিন ধরে ই সব জায়গাতেই প্রচুর ঠান্ডা এবং কুয়াশা জন্য সূর্য দেখাই যায় না। এরকম শীতে ঘর থেকে বের হওয়া অনেক কষ্টকর। তবে শীতের মধ্যে কিছু খাবার দাবার এবং পিঠাপুলি খেতে ভালোই লাগে। কিন্তু যারা কর্মস্থলে ছুটে সকাল বেলা এবং কৃষকদের দিনগুলো খুবই কষ্টের মধ্যেই কাটাতে হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু ৷ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

আসলে আজকে কয়েকদিন যাবত বেশ প্রচন্ড শীত পড়তেছে। সকালবেলা চারদিক কুয়াশা আচ্ছন্ন দূরের কোন কিছু দেখা যায় না। শীত নিয়ে আপনার অনুভূতিগুলো পড়ে খুব ভালো লাগলো। শীতের কারণে শ্রমজীবী মানুষের খুবই কষ্ট হয়। শীতের মধ্যে বাইরে কাজ করা সত্যি খুব কষ্টের ব্যাপার। আশা করি শীত স্বাভাবিক পর্যায়ে পড়বে। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চমৎকার একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ৷

 3 years ago 

শীতকাল আমারও প্রিয় একটি ঋতু তবে অতিরিক্ত শীত যেন একদম অসহ্য লাগতেছে কয়েক দিন ধরে।তবে অতিরিক্ত শীতের কারণে যারা হত দরিদ্র মানুষ আছেন তারা অনেক কষ্ট পাচ্ছেন।এমন তীব্র শীতের দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের উচিত।আপনি বেশ সুন্দর একটি অনুভূতি শেয়ার করেছেন অনেক ভাল লেগেছে।

 3 years ago 

শীতের সকাল গুলো এতই কষ্ট হচ্ছে বলে বোঝানো যাবে না। তবে আমাদের এদিকেও অনেক ঠান্ডা পড়তেছে। আর কিছু কিছু মানুষের জন্য শীত অনেক কষ্টকর বিশেষ করে গরীব দুঃখী মানুষের জন্য। এবং অনেক কুয়াশা সকালবেলা উঠলে ঠিকমত কিছু দেখাই যায় না। হবে আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে দেখা যাচ্ছে কুয়াশা অনেক বেশি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে অনুভূতিটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 109926.60
ETH 4355.15
USDT 1.00
SBD 0.83