"ভালোবাসা মানে তুমি" (Poem of my writing"Love means you.")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ29 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২৯শে চৈত্র | ১৪৩১ বঙ্গাব্দ | শনিবার | বসন্তকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আজকের পোস্টে আর নিজের ব্যস্ততা সম্পর্কে খুব বেশি কথা বলবো না তবে হ্যাঁ হয়তোবা এই চলতি সপ্তাহের বৃহস্পতিবার না রাত নিজের ব্যস্ততা পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারবো। অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে আমি পুরোপুরি কমিউনিটিতে মনোযোগ দিয়ে কাজ করতে পারব। কারণ ১৫ তারিখ মঙ্গলবারে দোকানের হালখাতা থেকে বৃহস্পতিবারে বাড়িতে ছোট একটা অনুষ্ঠান আছে মূলত দোকানে কিছু কাস্টমারকে কেন্দ্র করে তাই শেষ পর্যন্ত বৃহস্পতিবারই নিজের ঝামেলা গুছিয়ে নিতে পারব। যাইহোক এখনো সেই একই ব্যবসা সময় পার করছি আর আগামীকালকেও সেই একই ভাবে সারাদিন ব্যস্ততার মাঝে দিন পার করতে হবে তাই আবারও একটি কবিতা লিখে পোস্ট করার মাধ্যমে নিজের পোস্টের সিডিউল অব্যাহত রাখার চেষ্টা করছে মাত্র।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

ভালোবাসা মানে তুমি এই লাইনটা শুধু একটা বাক্য নয়, এটা আমার অনুভবের গভীর সত্য। তুমি সেই মানুষ, যার উপস্থিতিতে পৃথিবীটা একটু বেশিই সুন্দর মনে হয়। তোমার হাসি, তোমার চোখের চাহনি, তোমার নিরব থাকা সব কিছুতেই যেন আমি আমার নিজের প্রতিচ্ছবি খুঁজে পাই। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমাকে শেখায়, ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের নিঃশব্দ বোঝা।তোমাকে দেখলেই মনে হয়, আমি হয়তো ঠিক পথেই এসেছি জীবনে। কারণ ভালোবাসা কেবল রোমান্টিক কথা নয়, বরং ছোট ছোট খেয়াল রাখা, নিঃশব্দ পাশে থাকা, অভিমান করলেও ফেরা—এই সবকিছুতে ভালোবাসার গভীরতা লুকিয়ে থাকে। তোমার সাথে থাকা মানে চাঁদের আলোয় হেঁটে যাওয়া, বৃষ্টিতে ভিজে মন খুলে হাসা, কিংবা কোনো শব্দ ছাড়াই একে অপরকে অনুভব করা। তুমি আমার প্রতিদিনের চিন্তা, প্রতিটি স্বপ্নের নেপথ্য গল্প, আর প্রতিটি কবিতার মূলে থাকা নামহীন অনুভূতি। তুমি আছো বলেই মনে হয়, আমি অসম্পূর্ণ নই। তুমি আছো বলেই জীবনটা কবিতার মতো, যেটা আমি প্রতিদিন নতুন করে লিখি, শুধু তোমাকে নিয়ে।
তাই, হ্যাঁ ভালোবাসা মানে সত্যিই তুমি। এতো সময়ে যা পড়লেন এটা শুধু একটা অনুভূতি মাত্র বাস্তবে আমাকে নিয়ে অন্য কিছু ভাববেন না 😜

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


1000117856.png

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"ভালোবাসা মানে তুমি"

ভালোবাসা মানে তুমি
সকালের সূর্যের নরম আলোর মতো,
যে জাগিয়ে তোলে হৃদয়ের ঘুম ভাঙা আকাশ।
ভালোবাসা মানে তুমি
বৃষ্টিভেজা বিকেলের সেই চুপচাপ অনুভব,
যেখানে শুধু তোমার কথা ভেসে বেড়ায় প্রতিটি ফোঁটায়।
ভালোবাসা মানে তুমি
চুপ করে পাশে বসে থাকা,
একটা কথাও না বলে হাজার গল্প বলা।
ভালোবাসা মানে তুমি
অকারণ অভিমান,
আর তোমার সেই হাসি, যা সব ভুলিয়ে দেয়।
ভালোবাসা মানে তুমি
আমার প্রতিদিনের প্রার্থনা,
ভবিষ্যতের সব স্বপ্ন,
আর হৃদয়ের গভীর গোপন আরাধনা।
ভালোবাসা মানে, সত্যি বলতে...
তুমি ছাড়া আর কিছুই না।।

ধন্যবাদ সবাইকে



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



Y2TyqY1SUSMFB8YtmVQ.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS (1).png

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
Loading...

Upvoted! Thank you for supporting witness @jswit.

 29 days ago 

ভালোবাসা মানে তুমি সেই তুমি কি নানান পরিস্থিতি এবং নানান রূপক এর সাথে বসিয়ে অসাধারণ কাব্য রচনা করেছেন। আপনার কাব্যের প্রতিটা ছাত্রে ভালোবাসা এবং প্রেমের মাধুর্য ছড়িয়ে পড়ছে। অপূর্ব প্রেমের কবিতা পড়লাম।

 28 days ago 

এত সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের কবিতাটা অসম্ভব দারুন ছিল। অনেক বেশী সুন্দর করে লিখেছেন এই কবিতা আপনি। কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে আমার কাছে।

 28 days ago 

আপনি আজকে অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে এই কবিতাটা লিখেছেন। যে কবিতাটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার আজকের এই কবিতার সবগুলো লাইন অসম্ভব দারুন ছিল। ছন্দ মিলিয়ে অসম্ভব দারুণভাবে কবিতাটা লিখেছেন। এত সুন্দর করে কবিতাটি লিখে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 28 days ago 

আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন।ভালোবাসা মানে তুমি কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে ভালোবাসা মানে পাশে থাকা নয়। ভালোবাসা মানে একজনের উপর একজন বিশ্বাস এবং আস্থা থাকতে হবে। তবে আপনি সুন্দর অনুভূতি এবং চমৎকার বাসা দিয়ে কবিতাটি লিখেছেন। আর এ ধরনের ভালোবাসা নিয়ে কবিতা লেখা গুলো পড়তে বারবার মন চায়।

 27 days ago 

খুবই সুন্দর হয়েছে আপনার এই কবিতা৷ যেভাবে আপনি আজকের অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুবই ভালো লাগলো৷ একইসাথে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে সুন্দর কবিতা পড়তে পারলাম তেমনি এখানে এই কবিতার লাইনের সামঞ্জসতা আপনি খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 27 days ago 

ভালোবাসা মানে সেই মানুষ টার দিকে অপলক চেয়ে থাকা। তার দিকে তাকিয়ে একটা গভীর চিন্তাই ডুবে যাওয়া। আমরা আমাদের পছন্দের মানুষ টাকে ভালোবাসার একটা উদাহরণ মনে করি। দারুণ লিখেছেন কবিতা টা ভাই। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.27
JST 0.038
BTC 103834.76
ETH 2556.63
USDT 1.00
SBD 0.93