ঈদ কেনাকাটার মুহূর্ত || পর্ব ১
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আপনাদের সাথে আমার ঈদ কেনাকাটার কিছু মুহূর্ত শেয়ার করছি। আমি এবার শপিং এ যাওয়ার জন্য একদমই টাইম পাচ্ছিলাম না। গত বৃহস্পতিবার আমার পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হয়েও লাভ নেই। আবার ক্লাস শুরু হয়েছে। নিজের পড়াশুনা আবার টিউশন সব মিলিয়ে সময় হচ্ছিল না শপিং এ বের হওয়ার। অবশেষে গত শুক্রবার সকালে কিছুটা সময় পেলাম। এরপর সবাই মিলে বের হয়ে গেলাম। প্রথমেই আমার ছোট বোনের জন্য ড্রেস খুঁজছিলাম। ওর ড্রেস খুঁজতে অনেক টাইম লেগেছে। একটা দিক পছন্দ হলে অন্যদিকে পছন্দ হয় না। অবশেষে অনেক খুঁজে বস্রবীথি তে একটা ড্রেস পছন্দ হলো।
এবার ঈদে নতুন তেমন কোনো ড্রেস বের হয়নি। সব আগের মডেল। অনেক দেখে এই গ্রাউন টা পছন্দ হলো। সাদার মধ্যে নিল কালার টা বেশ ভালো লাগছিলো দেখতে। এই ড্রেসের কালার ছিল দুইটা। একটা নীল আরেকটা লাল। আমরা নীল ড্রেস টাই নিলাম। এটার প্রাইস ৩৩৯০ টাকা। এটার আসল পাকিস্তানি টা প্রায় ৮ হাজার টাকা। এই ড্রেস কপি করা তাই প্রাইস কিছুটা কম। দেখতে একইরকম ফেব্রিক টা আলাদা। পরে উনাদের থেকে একটা মেম্বারশিপ কার্ড নিয়ে ডিসকাউন্ট এ ড্রেস টা নিলাম। তাও ৩ হাজার টাকা।
পরে আমিও সেখান থেকে একটা টু পিছ ড্রেস নিলাম। যদিও এটা আমার ঈদের মেইন ড্রেস না। এটা পছন্দ হয়েছিল তাই নিয়ে নিলাম। এটার প্রাইস ৮০০ টাকা। এই ফেব্রিক টা একদম সফট একটা ফেব্রিক। সিম্পল ড্রেস গুলোই আমি পছন্দ করি। এটার হাতার ডিজাইন টা খুবই সুন্দর। এমব্রয়ডারির কাজ। যেকোনো ক্ষেত্রে এই ড্রেসগুলো ক্যারি করা আরামদায়ক। তবে ঈদের জন্য আরেকটা নিবো। গতকাল আর সময় হয়নি তাই চলে আসতে হলো। এখনো আমাদের ফ্যামিলির সবার কেনাকাটা বাকী। সেগুলো অন্য কোনো পোস্টে শেয়ার করবো।
আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
![]() | ![]() |
---|
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1900923788927312171?t=Xr44dijMZurQQ6ibFkkOdQ&s=19
ঈদের কেনাকাটা করা অনেকটাই ঝামেলার ব্যাপার। কারণ পছন্দ হলে দামে মিলে না আবার দামের মধ্যে অনেক সময় পছন্দই হতে চায়না। যাই হোক খুব সুন্দর একটা ড্রেস নিয়েছেন ছোট বোনের জন্য। আর আপনার জন্য টুপিস নিয়েছেন দেখেও ভীষণ ভালো লাগছে। আসলে সফট কাপড় ক্যারি করার মত জামাগুলো সব সময় আরামদায়ক হয়। ঈদের ড্রেসগুলো দু একদিনের জন্যই পড়া হয়ে থাকে। এজন্য আরামদায়ক কাপড় খুঁজতে সবাই পছন্দ করে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
যেহেতু এবার ঈদ গরমে হবে তাই আরামদায়ক কাপড়ের ড্রেস কেনাই বুদ্ধিমানের কাজ। তবুও আমরা ঈদে একটু গর্জিয়াস ড্রেস কিনি। তবে কিছুক্ষন পরেই আবার খুলে ফেলতে হয়। তাই আরামদায়ক ড্রেস কেনাই ভালো। বেশ সুন্দর হয়ে আপনাদের ড্রেস দু'টো।
ঠিকই বলেছেন আপনি। গর্জিয়াস কাজের জামাগুলো বেশিক্ষণ পড়ে থাকা কষ্টকর। আরামটাও আরামদায়ক ড্রেস গুলো পরাই গরমে ভালো ধন্যবাদ আপনাকে। সুন্দর মন্তব্য করার জন্য।
ঈদে নতুন জামা কাপড় কিনেছেন দেখে খুব ভালো লাগলো। উৎসব মানেই তো নতুনের আগমন এবং আনন্দে দিন কাটা। সারা বছর আমরা এই ধরনের উৎসবের জন্য অপেক্ষা করে থাকি। আসন্ন উৎসবে অনেক আনন্দ করুন এবং পরিবারের সঙ্গে ভীষণ সুন্দর সময় কাটান। ঈদের জন্য আগাম শুভেচ্ছা রইল।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ঈদের কেনাকাটার প্রথম পর্বটা পড়ে অনেক ভালো লাগলো। আপনার ছোট বোনের জন্য অনেক সুন্দর একটা ঈদের জামা কিনেছেন। আপনার টু পিছ টাও অনেক সুন্দর ছিল। আশা করি আপনার ঈদের মেন ড্রেসটাও অনেক সুন্দর কিনবেন। অপেক্ষায় থাকলাম ঈদের কেনাকাটার সবগুলো পর্ব দেখার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
আপনার ছোট বোনের ড্রেসটা যেমন সুন্দর হয়েছে, তেমনি আপনার ড্রেসটাও খুব সুন্দর হয়েছে। যদিও আপনার মেইন ড্রেস কেনা এখনো বাকি। আশা করি পরবর্তীতে সময় বের করে মেইন ড্রেস কিনতে যাবেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার এবং আপনার ছোট বোনের দুজনের ড্রেসই বেশ সুন্দর হয়েছে। এবারের ঈদ এ যেহেতু বেশ ভালোই গরম থাকবে, তাই নরম আরামদায়ক কাপড়ের জামা নিয়ে ভালো করেছেন। মেইন ড্রেস পরে তো আর এই গরমে সারাদিন থাকা যাবে না।