ঈদ কেনাকাটার মুহূর্ত || শেষ পর্ব
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আপনাদের সাথে ঈদ কেনাকাটার আরো একটা পর্ব শেয়ার করছি। এর আগের পর্বে ঈদে পরিবারের সবার জুতা কিনার মুহূর্ত গুলো শেয়ার করেছিলাম। আজকে সবার জন্য ড্রেস কিনার মুহূর্ত গুলো শেয়ার করবো। কম বেশি সবার জন্যই কেনাকাটা শেষ হলো। প্রথমেই গেলাম উৎসবে। এখানে মেয়েদের বেশ ভালো কালেকশন পাওয়া যায়। আমার এবং আমার আম্মুর কেনাকাটা করা বাকি ছিলো। আর আমার ছোট ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনেছি।
![]() | ![]() |
---|
অনেকক্ষণ ঘুরাঘুরি করে প্রথমে আম্মুর জন্য একটা ড্রেস দেখলাম। আম্মুর জন্য দুইটা ড্রেস কিনা হয়েছে। একটা একটু গর্জিয়াস আরেকটা সুতির মধ্যে নিয়েছি। ঈদের বাজারে পছন্দ মতো আর সাইজ মতো কিনা বেশ কষ্টের। একটা ড্রেস পছন্দ হলে সাইজ পাওয়া যায় না। আবার কিছু সাইজ আভাইলেবল তবে পছন্দ হয় না। ঈদের সময় ভিড়ও একটু বেশি থাকে। আমার মনে হয় রাতের বেলা ভিড় বেশি থাকে। আমি সবসময় শপিংয়ের জন্য দিনের বেলা বের হই। বেশ কয়েকটা দোকান ঘুরেও আমার আর আম্মুর ড্রেস সেভাবে পছন্দ হয়নি।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
পরে একটা দোকানে আমার ছোট ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে। পরে ওইটা নিয়ে নিলাম। পাঞ্জাবি টা সিলভার কালারের মধ্যে ছিলো। ফেব্রিক টা বেশ ভালো ছিলো।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
উপরের এই দুইটা ড্রেস আম্মুর জন্য নিয়েছি। একটা পার্পল কালার আর অন্যটা সুতির মধ্যে। আর নিচের এই ড্রেস টা আমার জন্য নিয়েছি। এটা আকাশি কালারের মধ্যে। অরগাঞ্জা ড্রেস। আমার ড্রেসের দোপাট্টা টা বেশি ভালো লেগেছে। আর এই কালার টা খুব পছন্দ আমার। তাই ড্রেস টা নিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1904461476548513888?t=JsenK5opYY8ECJ0BgGdx7A&s=19
https://x.com/IsratMim16/status/1904463051677466698?t=m3nZtqIM2G3o1KLGy-1AQQ&s=19
https://x.com/IsratMim16/status/1904463591438500212?t=SMWGgy9yMVAH2GvjRIJTDg&s=19
https://x.com/IsratMim16/status/1904465192131383612?t=znbm71mUZ3YgqyLDxPaP5Q&s=19
আপনাদের ঈদ কেনাকাটা শেষ হয়ে গেল দেখে ভালো লাগলো। সবার জন্য তাহলে শপিংটা কমপ্লিট করে নিলেন। আসলে রাতের বেলায় অনেক বেশি ভিড় থাকে শপিংমল গুলোতে। আর আপনি এই জন্য সব সময় দিনের বেলায় গিয়ে থাকেন শুনে ভালো লাগলো। এটা কিন্তু বেশ ভালো একটা আইডিয়া। যাই হোক আপনার আম্মুর এবং আপনার ড্রেস অনেক বেশি সুন্দর। আপনার ভাইয়ের পাঞ্জাবিটাও খুব সুন্দর ছিল।