ক্লে দিয়ে একগুচ্ছ মাধবীলতা ফুল তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে মাধবীলতা ফুল তৈরি করে শেয়ার করছি। যদিও এটা খুব সিম্পল। তবে আমার কাছে সিম্পল জিনিস গুলোই ভালো লাগে। অনেকদিন হলো ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছে না। রঙিন কাগজ দিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জিনিস তৈরি করেছি। তাই একটু ভিন্নতা আনার জন্য এটা তৈরি করলাম আজকে। এটা আমার নিজের কাছেই বেশ কিউট লাগছিল দেখতে। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।
ফুল গুলোর সর্বশেষ ফটোগ্রাফি
- ক্লে
প্রথমে আমি লাল রংয়ের ক্লে ছোট ছোট গোল করে নিলাম। এভাবে একসাথে পাঁচটা ছোট ছোট গোল বলের মতো তৈরি করে নিয়েছি।
তারপর এই বলগুলো থেকে ছোট ছোট পাপড়ি তৈরি করে নিলাম।
এবার আমি সবুজ রঙের ক্লে ব্যবহার করে একটা ফুলের ডাটা তৈরি করে নিয়েছি।
এবার আমি ফুলের ডাটার ওপরে এক প্রান্তে একটির পর একটা ফুলের পাপড়ি বসিয়ে দিলাম। আস্তে আস্তে পাঁচটা ফুলের পাপড়ি বসিয়ে দিয়েছি।
এভাবে এক একটা ফুল তৈরি করে নিয়েছি। যেহেতু মাধবীলতা ফুল লাল এবং সাদা রঙের হয় তাই আমি সাদা রঙেরও ফুল তৈরি করে নিলাম। তারপর একসাথে করে নিয়েছি। এভাবে মাধবীলতা ফুলগুলো তৈরি হয়ে গেল।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1917622250288865460?t=ctyBkOS9WT1mmc7iRtIytg&s=19
ওয়াও দারুন ভাবে মাধবীলতা ফুল তৈরি করেছেন তো আপনি। আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে। এই ধরনের কাজ গুলো আমি সব সময় পছন্দ করি।এটা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আমার কাছে। আপনার কাজ গুলো সব সময় দেখার অপেক্ষায় থাকলাম।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
এত সুন্দর মাধবীলতা ফুল তৈরি করেছেন দেখে তো খুব ভালো লেগেছে। এরকম ভাবে এগুলো তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর হয়। আর এগুলো ঘরে সাজিয়ে রাখলে তো আরো সুন্দর লাগে। আপনার ক্লে কালার টা আরো বেশি সুন্দর। যার কারণে এটি তৈরি করার পর আরো সুন্দর লাগছে। ঘরে সৌন্দর্য বেড়ে যাবে যদি আপনি এটা ঘরে সাজিয়ে রাখেন।
এটা ঠিক এই ধরনের তৈরি করা জিনিসগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে আমার কাছে ও বেশ ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
খুবই সুন্দরভাবে মাধবীলতা ফুল তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা ফুল গুলো দেখতে দারুণ হয়েছে। একদম বাস্তবে রূপ নিয়েছে। এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ক্লে দিয়ে আপনি অনেক সুন্দর কিছু মাধবীলতা ফুল তৈরি করেছেন। সিম্পল হলেও এ ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। ক্লে দিয়ে ফুল তৈরি করার আপনার দক্ষতা সত্যি প্রশংসনীয়। এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আজকে আপনি ক্লে দিয়ে খুব চমৎকারভাবে কিছু মাধবীলতা ফুল বানিয়েছেন। আসলে ক্লে দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে ভালো লাগে। আর সত্যি বলতে মনে হচ্ছে বাস্তবে মাধবীলতা ফুল বানিয়ে ফেলেছেন। এবং ক্লে দিয়ে মাধবীলতা ফুল তৈরি প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
মাধবীলতা ফুল অনেক সুন্দর হয়ে থাকে৷ এই ফুলগুলো আমি অনেক পছন্দ করি৷ আর আজকে যেভাবে আপনি এই ফুল তৈরি করে ফেলেছেন সেটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি ক্লে দিয়ে এত সুন্দর ভাবে এই ফুল তৈরি করেছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই৷ একই সাথে এই ফুল তৈরি করার ধাপগুলো একের পর এক আপনি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে৷
বাহ বেশ সুন্দর তো। এটা বেশ চমৎকার লাগছে দেখতে। ক্লে দিয়ে মাধবিলতা ফুলটা বেশ তৈরি করেছেন আপু। খুবই চমৎকার লাগছে। এবং পোস্ট টা বেশ অসাধারণ উপস্থাপন করেছেন আপনি। সবমিলিয়ে বেশ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
মাধবীলতা ফুল আমার খুবই পছন্দের ফুল।ছোটবেলায় এই ফুল দিয়ে খেলা করতাম। দারুণ বানিয়েছেন আপু ক্লে দিয়ে মাধুবীলতা ফুল গুলো।দেখতে সত্যিকারের তরতাজা মাধুবীলতা ফুল মনে হচ্ছে। ধাপে ধাপে ক্লে দিয়ে সুন্দর করে মাধবীলতা ফুল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।