কবিতা আবৃত্তি - জীবনানন্দ দাশের কবিতা // "আবার আসিব ফিরে"steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আপনাদের সাথে একটি কবিতা আবৃত্তি শেয়ার করব। যদিও আপনাদের মত এত সুন্দর কবিতা আবৃতি করতে পারি না তবে চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। আজকে আমি যে কবিতাটি আবৃতি করব সেটি হচ্ছে কবি জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে

কবিতাটির ভিডিও লিংক

আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে— এই বাংলায়
হয়তো মানুষ নয়— হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে,
হয়তো ভোরের কাক হ'য়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়;
হয়তো বা হাঁস হবো— কিশোরীর— ঘুঙুর রহিবে লাল পায়,
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে-ভেসে;
আবার আসিব আমি বাংলায় নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়।
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে।
হয়তো খৈয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে।
ডিঙা বায়;-রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে।

এই কবিতায় কবি মূলত নিজের দেশের প্রতি কবির ভালোবাসাকে ফুটিয়ে তুলেছেন। কবি এই বাংলাকে কতটা ভালবাসেন সেটাই ফুটিয়ে তুলেছেন এই কবিতাটিতে। কবি বারবার এদেশে ফিরে আসতে চায়। মানুষ হয়ে আসতে না পারলেও কবি অন্য কোনভাবে আবারো এদেশে ফিরে আসতে চায়। কবি শঙ্খচিল বা শালিকের বেশে বা ভোরের কাক হয়ে আবারো এই দেশে ফিরে আসতে চায়। কিংবা হাঁস হয়ে বা লক্ষ্মী পেঁচা অথবা সাদা বক হয়ে আবারো ফিরে আসতে চেয়েছেন। কবি এই কবিতার মধ্যে কিভাবে আবারও ফিরে আসতে চেয়েছেন সেগুলো উল্লেখ করেছেন। এছাড়াও কবি সবশেষে বলেছেন এসব প্রাকৃতিক সৌন্দর্যের যেকোনো কিছুর মধ্যেই আমরা আবারও কবিকে খুঁজে পাবো।

এই ছিল আমার আজকের কবিতা আবৃতি। তার পাশাপাশি কবিতার মূলভাবটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি জানিনা কতটুকু পেরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কবিতা টি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

প্রিয় কবি জীবনানন্দ দাশের এত সুন্দর কবিতা আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। আসলে আপনি অত্যন্ত সুন্দর কন্ঠে আমাদের মাঝে কবিতা আবৃত্তি করেছেন । সত্যি আপু আপনি দারুন আবৃত্তি করেন। এত চমৎকার কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনার কবিতা আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো। সত্যি আপু আপনি দারুন আবৃত্তি করেন। আপনার আবৃত্তির গলা অসাধারণ। সত্যি আপু দারুন ভাবে এই কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এবং আমাদের শোনার সুযোগ দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু। আপনার জন্য শুভকামনা রইল। আশা করছি এরকম দারুন দারুন কবিতা আবৃতি করে মাঝে মাঝেই আমাদের মাঝে শেয়ার করবেন।

 3 years ago 

আমার কবিতা আবৃত্তি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম আপু। সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনি কবি জীবনানন্দ দাশের খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। কবি এখানে অনেক কিছু তুলে ধরেছেন এই কবিতাটির মাধ্যমে। এই কবিতাটি আমি মনে হয় একটি বইতে পড়েছিলাম। খুবই দারুণ একটি কবিতা এটি। আপনার কন্ঠে আবৃত্তি শোনার পর আরও বেশি ভালো লেগেছে। সত্যি আপনি নিজের কন্ঠে এই কবিতাটি আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন প্রত্যেকটি লাইন অসাধারণ ছিল।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক শুভকামনা।

 3 years ago 

আপু মিষ্টি কন্ঠে খুব চমৎকার ভাবে আবার আসিব ফিরে কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার গলায় ভারী মিষ্টি লেগেছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার আবৃত্তি গুলো বরাবরই খুব চমৎকার হয়। আমার হাজবেন্ডও আপনার আবৃত্তি গুলো বেশ পছন্দ করে। এবং তার থেকেই কিন্তু আমি রীতি শুনতে অভ্যস্ত।

 3 years ago 

কবি জীবনানন্দ দাশের অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে আবৃত্তি করে শুনিয়েছেন আপু। সুন্দর কন্ঠে সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে নিলাম। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করে আমাদের উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

"আবার আসিব ফিরে"কবি জীবনানন্দ দাশের এই কবিতাটি আমার খুব খুব ভালো লাগে। আর আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে ভালো লাগাটা অনেক বেড়ে গেল। সত্যিই আপু আপনার কবিতা আবৃত্তি শুনে প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি। আপনি এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন, তাই পরবর্তী সময়ে আমাদের মাঝে আরো নিত্যনতুন কবিতা আবৃত্তি করবেন এই কামনা করছি। ধন্যবাদ

 3 years ago 

চেষ্টা করব সামনে দিকে আরো নিত্য নতুন কবিতা আবৃত্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়া। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 3 years ago 

আপু আপনার কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো ৷ কবি জীবনানন্দ দাশের খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন ৷ চমৎকার একটি কবিতা চমৎকার ভাবে আবৃত্তি করেছেন ৷ অনেক সুন্দর হয়েছে আবৃত্তি ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

আমার কবিতা আবৃতি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম ও উৎসাহ পেলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার মিষ্টি কণ্ঠে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনতে আরও বেশি ভালো লাগছে। এই কবিতা আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা এত সুন্দর ভাবে আবৃত্তি করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 107652.06
ETH 3716.04
USDT 1.00
SBD 0.56