#Achivement 1, # Introduce myself

in #achivementlast year (edited)

আসসালামু আলাইকুম, আমি মোঃ মিরাজ হোসেন আশা করি আপনারা সবাই ভাল আছেন স্টিমেটে এটা আমার প্রথম পোস্ট আশা করি সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন প্রায় ১৫ দিন আগে আমি @mabedin.mac ভাইয়ের কাছ থেকে ইস্টিমেট সম্পর্কে জানতে পারি তারপর থেকেই এস্টিমেটের সাথে আমার পথ চলা আশা করি এস্টিমেটের বন্ধুরা সবাই আমাকে সঠিক গাইডলাইন এবং সঠিক সাপোর্ট দিবেন

আমি মোঃ মিরাজ হোসেন আমি আমি গাজীপুরে বসবাস করি আমি বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড এ চাকরি করি আমি এখানে স্টাফ হিসাবে কর্মরত আছি
Gallery_1690259633958.jpg

আমার পরিবারে মোট আটজন সদস্য আছে বাবা-মা আমরা দুই ভাই এবং আমাদের দুই ভাইয়ের বউ, এবং সাথে আমার ছোট ছোট দুইটা ছেলে আছে মুকিম এবং মাহিন আমার বাবা একজন কৃষক এবং আমার মা একজন গৃহিনী তারা গ্রামে থাকে এবং আমরা দুই ভাই গাজীপুরে থাকি এবং দুজন চাকরি করি আমি বেক্সিমকোতে চাকরি করি এবং আমার ছোট ভাই সুজুকিতে চাকরি করে আমার এবং আমার ছোট ভাইয়ের বউ এরা দুজন গৃহিণী আমার ছোট ছেলে মাহিন ওর বয়স সবে মাত্র দুই বছর এবং আমার বড় ছেলে মুকিম ওর বয়স ৮ বছর মুকিম ক্লাস টুতে পড়ে স্কুলের নাম বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজ।

IMG_20230707_184126.jpg

আমার অবসর সময়ে খেলাধুলা করতে ভালো লাগে আমি ক্রিকেট খেলা খুব পছন্দ করি এবং সময় পেলে আমি ক্রিকেট খেলি আমি ভালো বোলিং এবং ব্যাটিং দুইটাই করতে পারি।
এছাড়াও আমার ঘোরাঘুরি করতে ভালো লাগে আমি সুযোগ পেলে বন্ধুদের সাথে ঘুরাঘুরি করতে বের হই এবং সুযোগ পেলে সবাই মিলে আড্ডা দেই।
IMG_20200828_151916.jpg

IMG_20191214_164849.jpg

এত কষ্ট করে সবাই ধৈর্যের সাথে আমার এই লেখাগুলো পড়েছেন এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং সবাইকে আসসালামু আলাইকুম আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করে পাশে থাকবেন সেই কামনা করি।

Sort:  

Good Job, Keep it up. Hope you will enjoy the platform.

Loading...

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.25
JST 0.040
BTC 94026.61
ETH 3324.25
USDT 1.00
SBD 7.55