স্বাধীনতার জন্য (পর্ব-২)

in #about6 years ago

গভীর রাত। শাওন ও মাধবী পরম তৃপ্তিতে ঘুমোচ্ছে। বাহিরে দিবালোকের ন্যায় জোছনার স্নিগ্ধ আলো। শয়ন কক্ষের একটি জানালা খোলা। তার পাশেই ফুলের বাগান স্বর্গীয় পরশ বুলাচ্ছে সারাটি বাড়িতে।

শাওন গভীর ঘুমে মগ্ন। এক স্বর্গীয় উদ্যানে তাঁর মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন স্বর্গীয় সাজে সজ্জিত! “বাবা শাওন, শাওন, এজন্য কী তোকে পেটে ধরেছিলাম! তুই না প্রতিজ্ঞা করেছিলি এদেশের কোন অমঙ্গল হতে দিবি না। দেশে আজ এ কী হচ্ছে! বৈষম্যমূলক শিক্ষানীতি আর শিক্ষার অবমূল্যায়ন। পুলিশ হেফাজতে থেকে সন্ত্রাসীর গুলিতে নিহত হয় ব্যবসায়ী। দুই নেত্রী জিম্মী করে রেখেছে আমার দেশের বারো কোটি মানুষকে। ভিনদেশীরা আসে তাদের বিরোধ নিস্পত্তির জন্য! ছি!! ধিক্ তাদের অসৎ চিন্তা-চেতনাকে। ক্যান্সারের ন্যায় চারদিকে ছড়িয়ে পড়েছে সন্ত্রাসের জীবাণু। প্রধানমন্ত্রীর ভ্রাতুস্পুত্র অতনুকে সন্ত্রাসীরা আটকে রাখে- মুক্তিপণ দাবী করে! বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে রনাঙ্গণ। হাজারো মায়ের সন্তান সেখান থেকে মায়ের কোলে ফিরে আসে লাশ হয়ে । হরতাল, অবরোধ, ভাঙ্গচুর, রাহাজানি আর ক্ষমতার লোভ আমাদের দেশটাকে ঝাঁঝড়া করে ফেলেছে শাওন। এ জন্যেই কী আমরা জীবন দিয়েছিলাম- অস্ত্র হাতে যুদ্ধ করেছিলি তুই! আমাদের অর্জিত স্বাধীনতার এ কী প্রতিদান শাওন!! জেগে উঠ্ শাওন, জেগে উঠ্। দেশের বারো কোটি মানুষকে বাঁচা- তাঁদের জাগিয়ে তোল”।

: মাগো, মা; আমি ভুল করে ফেলেছি মা! আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করবোই মা!! আমি আবার অস্ত্র ধরবো, আবার …………। শাওনের আর্তনাদে মাধবীর ঘুম ভেঙ্গে গেলো। শাওন শয্যার উপর বসে দিকভ্রান্তের ন্যায় অস্থির হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। মাধবী শাওনকে জড়িয়ে ধরে প্রবোধ দিচ্ছে। “শাওন, কী হয়েছে! কিছু স্বপ্নে দেখেছো!! আমাকে বলো। প্লিজ, অস্থির হয়ো না শাওন, প্লিজ ……………”

freedom-3.jpg

: আমাকে ছেড়ে দাও মাধবী, আমাকে ছেড়ে দাও। আমি ঐ নরপিচাশ, ক্ষমতালোভীদের ক্ষমা করবো না। ওরা আমার মা-বাবা, ভাই-বোন সবার অর্জিত স্বাধীনতাকে হত্যা করেছে। কারো জীবনের কোন নিরাপত্তা নেই। এভাবে আমরা বাঁচতে চাই না মাধবী, বাঁচতে চাই না! মা যে আমায় ডাকছে মাধবী- “খোকা, জেগে উঠ্। দেশের বারো কোটি মানুষকে জাগিয়ে তোল্। না, না, আমি আবার অস্ত্র ধরবো মাধবী, আমাকে চেড়ে দাও! স্বাধীনতার জন্য আবার আমি ……………….

শাওন হঠাৎ শয্যায় লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলো। মাধবী কান্না জড়িত কন্ঠে বারবার শাওনকে ডাকলো। কিন্তু শাওন কোন সাড়া দিলো না। অবশেষে ডাক্তার এলো। মাধবী অস্থির হয়ে বারবার ডাক্তারের মুখের দিকে তাকাচ্ছে।

: ঔষধ দিয়েছি। আমি সাধ্যমত চেষ্টাও করছি। তবে ভয় এখনো কাটেনি। সংজ্ঞা ফিরে পাবার পর কিছুতেই যেন রোগী উত্তেজিত না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। নতুবা তাকে বাঁচানো ……………

ডাক্তার চলে গেলো। মাধবী ব্যথার পাহাড় বুকে নিয়ে শাওনের শিয়রে বসে রইল। তার হৃদয়ে শত সহস্র ভাবনা এসে ভিড় করছে। আর সমুদ্র তরঙ্গের ন্যায় একের পর এক মিলিয়ে যাচ্ছে। তার চোখ দুটো অশ্রুতে সিক্ত হয়ে উঠলো। মসজিদের মিনার হতে ভেসে এলো- “আচ্ছালাতু খায়রুম মিনান্নাওম ………”।

রাত্রি পোহাল। কিন্তু মাধবীর ব্যথার রজনী কিছুতেই পোহাচ্ছে না। (সমাপ্ত)

(পোষ্টটি ভাল লাগলে দয়া করে ভোট, লাইক, শেয়ার, কমেন্ট করুন)

-------------০০০-----------

Sort:  

Congratulations @jalal-uddin! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

Award for the number of upvotes received

Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Do not miss the last post from @steemitboard:

SteemitBoard - Witness Update
SteemFest³ - SteemitBoard support the Travel Reimbursement Fund.

Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!

You've received a lifting from @botox ! Consider delegating to earn passive income 20SP,50SP,100SP,200SP.
Tu viens de recevoir un lifting de @botox ! Envisager de déléguer pour gagner un revenu passif 20SP,50SP,100SP,200SP.

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64513.89
ETH 3155.04
USDT 1.00
SBD 4.00