প্রতিযোগিতা-৭১। বোতলে মাধবীলতা ফুলের আর্ট।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৭ই জ্যৈষ্ঠ,গ্রীষ্মকাল ১৪৩২ বঙ্গাব্দ। ২১শে মে, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৭১ এর জন্য বানানো বোতল আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
গত দু"দিন ধরে ঢাকার আবহাওয়া রোদ- বৃষ্টির মিশেল। অর্ধেক দিন রোদের আর অর্ধেক দিন বৃষ্টি ও মেঘের। সকাল থেকেই প্রচন্ড রোদ আর গরম। দুপুরের পর থেকেই আকাশ অন্ধকার করে মেঘের আনাগোনা আর বৃষ্টি। সকাল-দুপুরের গরম নিমিষেই উদাও। প্রকৃতির কি খেলা। তবে বন্ধুরা গরম আর ঠান্ডায় এই সময়টাতে মানুষ সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এই সময়ে আমাদের সাবধানে থাকতে হবে। বিষেশ করে বাড়ির বয়স্ক ও শিশুদের দিকে স্পেশাল নজর দিতে হবে।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজকের পোস্টটি আমার বাংলা ব্লগ এর প্প্রতিযোগিতা-৭১ এ অংশ গ্রহণের জন্য। আর এই প্রতিযোগিতা গুলোতে অংশগ্রহন করতে পারলে বেশ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি প্রতিটি প্রতিযোগিতায় অংশ গ্রহন করার। আজকের এই পোষ্টের মাধ্যমে আমি চলমান কনটেস্ট এ অংশগ্রহণ করছি। এবারের বিষয় বেশ ইউনিক। আর তা হলো বোতলে ক্লের আর্ট। আজ আমি বোতলে মাধবীলতা ফুলের মোটিভ আর্ট করেছি। চেষ্টা করেছি মাধবিলতা ফুল যেমন, একই ডালে বিভিন্ন রং এর ফুল ফোটে, ঠিক তেমনই ভাবে আমিও বিভিন্ন রং এর ক্লে ব্যবহার করে মাধবিলতা ফুলের আর্টটি করেছি। বোতলে মাধবীলতা ফুলের মোটিভ আর্ট করতে উপকরণ হিসেবে ব্যবহার করেছি একটি কাঁচের বোতল, বিভিন্ন রং এর ক্লে সহ আরো কিছু উপকরণ। বোতলে মাধবীলতা ফুলের মোটিভ আর্টটি কিভাবে সম্পন্ন করেছি তা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বোতলে মাধবীলতা ফুলের মোটিভ আর্টটি আপনাদের ভালো লাগবে।
বোতল আর্ট এর স র্বশেষ ফটোগ্রাফি
প্রয়োজনীয় উপকরণ
১।ক্লে
২।কাঁচের বোতল
৩।পাটের সুতা
৪।কালো পোস্টার রং
৫।তুলি
৬।সোনালী ফিতা
৭।গ্লু
৮। ক্লে টুলস
প্রয়োজনীয় উপকরণ
ধাপ - ১
প্রথমে আমি একটা কাঁচের বোতল পরিস্কার করে ধুয়ে কাপড় দিয়ে মুছে শুকনো করে নিলাম। এবং বোতলে্র উপরের দিকে কিছুটা অংশ বাদে কালো রং করে নিলাম।
ধাপ - ২
বোতলের রং না করা অংশে পাটের সুতা গ্লু লাগিয়ে প্যাচিয়ে নিয়েছি।
ধাপ - ৩
এবার আমি সবুজ রঙের ক্লে চিকন এবং লম্বা করে নিয়েছি ডাল বানানোর জন্য। বানানো সবুজ রং এর ডাল গ্লু দিয়ে বোতলের উপর থেকে নিচের দিকে লাগিয়ে নিয়েছি। একইভাবে বেশ কয়েকটা ডাল লাগিয়ে নিয়েছি গ্লু দিয়ে।
ধাপ - ৪
এবার মাধবীলতা ফুল বানানোর জন্য লাল রং এর ক্লে দিয়ে ৫টি বল বানিয়ে নিয়েছি। এরপর বলগুলো হাতের সাহায্যে ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি। একইভাবে ৫টি পাপড়ি বানিয়ে নিয়েছি। এবার সবুজ রং এর ক্লে গোল করে চ্যাপ্টা শেপ দিয়ে নিয়েছি। সেই সবুজ ক্লের উপর বানানো মাধবিলতা ফুলের পাপড়িগুলো একে একে বসিয়ে ফুলটি বানিয়ে নিয়েছি। ফুলটিকে আরও সুন্দর করার জন্য পাপড়ির উপর সবুজ রং ছোট বলগুলো বাসিয়ে দিয়েছি। একইভাবে কয়েকটি রং এর মাধবীলতা ফুল বানিয়ে নিয়েছি ক্লে দিয়ে।
ধাপ - ৫
এবার সবুজ রং এর ক্লে দিয়ে কিছু পাতা বানিয়ে নিয়েছি।পাতার শিরা দিয়েছি ক্লে টুলস দিয়ে।
ধাপ - ৬
এবার পূর্বে বোতলে লাগানো ডালে বানানো মাধবীলতা ফুল গুলো গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ - ৭
এবার ডালের সাথে বানানো পাতাগুলো গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ - ৮
এবার আবারও কিছু ছোট সাইজের মাধবীলতা ফুল বানিয়ে নিয়েছি একই পদ্ধতি অনুসরন করে। ফুলগুলো বোতলের অন্য পাশে লাগানোর জন্য।
ধাপ - ৯
এবার বোতলের অন্য পাশে বানানো ছোট মাধবীলতা ফুল গুলো গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-১০
এবার সোনালী রং এর ফিতে দিয়ে একটি বো বানিয়ে নিয়েছি। বানানো বোটি বোতলের মুখের দিকে, যেখানে সকল ডাল এক হয়েছে সেখানে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এভাবেই আমার বোতলে মাধবীলতা ফুলের আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আমার আজকের বতলে মাধবীলতা ফুলের আর্টটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। শুভ রাত্রি
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই পোস্ট |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২১শে মে, ২০২৫ ইং |
মোবাইল | Samsung A-10 |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1925258245712879925
Link
https://x.com/selina_akh/status/1925257392180343158
https://x.com/selina_akh/status/1925257633315065867
https://x.com/selina_akh/status/1925259322826924370
https://x.com/selina_akh/status/1925260126145192413
https://x.com/selina_akh/status/1925260776040014165
প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।বোতলে মাধবীলতা ফুলের আর্ট করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন। বেশ সময় ও ধৈর্য নিয়ে কাজটি করতে হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। মাধবী লতা ফুল আমার খুব পছন্দের। খুব সুন্দর ভাবে বোতলের উপর মাধবীলতা ফুলের আর্ট করেছে। দেখে বাস্তব ফুলের মতোই লাগছে। আপনার আর্ট দেখে আমার কাছে খুব ভালো লাগলো ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
আমার চেস্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
প্রতিযোগিতাকে কেন্দ্র করে যেভাবে আপনি বোতলের মধ্যে এত সুন্দর একটি আর্ট তৈরি করে ফেলেছেন তা অসাধারণ হয়েছে৷ যেভাবে আপনি এখানে এই মাধবীলতা ফুলের আর্ট এই বোতলের মধ্যে ফুটিয়ে তুলেছেন তা একেবারে ভিন্নভাবে ফুটে উঠেছে৷ এখানে এটি তৈরি করার ধাপগুলো আপনি খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ অনেক ভালো লাগলো এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। খুব সুন্দর ভাবে বোতলের উপর মাধবীলতা ফুলের আর্ট করেছেন আপু। মাধবীলতা ফুল গুলো দেখতে বেশ দারুন লাগছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু দেখে মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমি চেস্টা করেছি সুন্দরভাবে আর্টটি করার। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।