"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৭১ || আমার করা "ক্লে" দিয়ে বোতল আর্ট
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব DIY । তবে আজকের পোস্ট আমার কাছে একটু স্পেশাল বলতে পারেন। তার কারণ হচ্ছে আজকে আমি প্রতিযোগিতায় জয়েন করেছি। আসলে সাধারণ পোস্ট এর তুলনায় প্রতিযোগিতার পোস্টটা আমার কাছে একটু বেশি স্পেশাল হয়ে থাকে। বেশ অনেকদিন পরেই একটা প্রতিযোগিতা আমরা দেখতে পেয়েছি। তাছাড়া আমি চেষ্টা করে প্রতিযোগিতাগুলোতে জয়েন করতে। আমি নিজেও অনেকবার ক্লে দিয়ে অনেক কিছুই তৈরি করেছি। এজন্য এটা আমার কাছে অনেকটাই সহজ মনে হয়েছে। তবে যদিও আমি একেবারে গর্জিয়াস কিছু তৈরি করতে পারিনা। যতটুকু পারি ততটুকু আমি চেষ্টা করেছি। আসলে আমি প্রথমদিকে কি তৈরি করব এটাই ভেবে পাচ্ছিলাম না। পরবর্তীতে আমার পছন্দের গোলাপ ফুল দিয়ে ডেকোরেশন করার সিদ্ধান্ত নিলাম। এর জন্য আমি একটা কাঁচের বোতল খুজে নিয়েছি। আর আমি বোতলের মধ্যে রং করে তারপর ফুল দিয়ে ডেকোরেশন করেছি। জানিনা কার কেমন লাগবে, আমার নিজের কাছেই অনেক বেশি ভালো লেগেছে। আমি আশা করি সকলের আজকে DIY ভালো লাগবে।
উপকরণ
ক্লে
কাঁচের বোতল
গাম
কাঁচি
কালার
ধাপ 1️⃣
প্রথমে আমি একটা কাঁচের বোতল নিয়ে নিলাম। এরপরের মধ্যে সাদা কালার করে নিলাম। এটাকে আমি শুকিয়ে নিয়েছিলাম।
ধাপ 2️⃣
শুকিয়ে নেওয়ার পর এর উপরে আমি আকাশী কালার দিয়ে রং করে নিলাম।
ধাপ 3️⃣
এরপর আমি ক্লে দিয়ে ছোট ছোট পাপড়ি তৈরি করে একটা গোলাপ ফুল তৈরি করে নিলাম।
ধাপ 4️⃣
এরপরে আমি আরো কয়েকটা কালার দিয়ে কয়েকটা গোলাপ ফুল তৈরি করে নিলাম।
ধাপ 5️⃣
এরপর আমি সবুজ কালার দিয়ে কয়েকটা পাতা তৈরি করে নিলাম।
ধাপ 6️⃣
এরপরে আমি বোতলের উপরে ফুল গুলো একটা একটা করে বসিয়ে দিলাম।
ধাপ 7️⃣
এরপর পাতা গুলো একটা একটা করে ফুলের দুই পাশে বসিয়ে দিলাম।
ধাপ 8️⃣
এরপর আমি উপরের অংশে একটা ফুলের কলি বসিয়ে দিলাম।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই/অরিগ্যামি |
---|---|
ক্যামেরা | Samsung S23 Ultra |
পোস্ট তৈরি | narocky71 |
লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
https://x.com/NARocky4/status/1925193291378860530?t=FTePy-K-_TWfgPOigLlH3A&s=19
https://x.com/NARocky4/status/1925043694790664624?t=eEDoW-WIMwK-YoORgz8k0Q&s=19
সত্যি বলতে কী, আপনার এই বোতল আর্টটা এক কথায় দারুণ হয়েছে ভাইয়া।যেভাবে ধাপে ধাপে প্রতিটা কাজ দেখিয়েছেন, তা একদিকে যেমন গঠনমূলক, অন্যদিকে নতুনদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। ক্লে দিয়ে গোলাপ ফুল বানানোটা যতটা যত্নের কাজ, আপনি সেটা নিখুঁতভাবে করেছেন।আর বিভিন্ন রঙের ব্যবহার পুরো আর্টকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বোতলের আকাশী রঙের পটভূমির সাথে গোলাপের মিল যেন এক রঙিন গল্প বলছে।আপনার এই সৃজনশীল প্রচেষ্টার জন্য আন্তরিক ভাবে শুভেচ্ছা রইলো ধন্যবাদ।
চেষ্টা করেছি সুন্দর করে এবং নিখুঁতভাবে এটা তৈরি করার জন্য।
খুব সুন্দর করে তৈরি করেছেন আপনি এই বোতল আর্ট। আমার কাছে সবচেয়ে বেশি আপনার তৈরি করা গোলাপ ফুল গুলো দেখে অনেক ভালো লাগলো। আপনি খুব নিখুঁতভাবে তৈরি করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে আরো ভালো লাগলো। এভাবেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই অনেক ভালো। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার কাছে সব সময় ভালো লাগে। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
https://x.com/NARocky4/status/1925188831793578026?t=upM_N7YrT0DLhnhm_fAYjQ&s=19
https://x.com/NARocky4/status/1925190700716749142?t=dYOvQucEtqjRRwMRMDQPIw&s=19
https://x.com/NARocky4/status/1925192834610815070?t=APd8dnSZhpTyi4Q6I0f6cw&s=19
প্রথমেই তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অসাধারণ একটা বোতল আর্ট করেছ তুমি। ফুল গুলো বিভিন্ন কালারের হওয়ায় দেখতে একটু বেশি সুন্দর লাগছে। এরকম সুন্দর কাজগুলো করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লেগেছে।