আমার প্রথম বাংলা ভাষায় ব্লগ

in #abb-school3 years ago

বাংলা ভাষার পরিচিতি

বাংলা হল বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা,পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যে দেশ ভাষার জন্য রক্ত দিয়েছে।বাংলা ভাষার জন্য বাংলাদেশ ১৯৪৭ সাল থেকে আন্দোলন শুরু করে। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষায় পরিগনিত করার জন্য একমাত্র ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন তমুদ্দিন মজলিস ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করা হয়।

Sourcj
images (1) (9).jpeg

এই সংগঠনের মধ্য দিয়ে ১৯৫২ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে সালাম,রফিক, বরকত প্রমুখ শহীদের বিনিময়ে এই দেশে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। প্রতি বছর ২১ ফেব্রুয়ারী বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা দিবস হিসেবে পালন করা হয়।

বাংলা ভাষাকে সন্মানের জন্য সিয়েরালিওন বাংলা ভাষাকে ২য় রাষ্ট্র ভাষা হিসেবে ঘোষণা করে।

download (13).jpeg
sourch

আমি নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ববোধ করি।বাংলা ভাষায় কথা বলতে পেরে আনন্দিত হয়।

আশা করি আপনারা আমার ভাষা ভিত্তিক লেখাটি পড়ে উপকৃত হবেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53554.32
ETH 2224.75
USDT 1.00
SBD 2.29