এবিবি-ফান প্রশ্ন ১২৮ | বিবাহিতদের ১৪ ফেব্রুয়ারী কেমন কাটে?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বিবাহিতদের ১৪ ফেব্রুয়ারী কেমন কাটে?

প্রশ্নকারীঃ

@rme

প্রশ্নকারীর অভিমতঃ

খেয়ে দেয়ে শুয়ে, বসে, দাঁড়িয়ে, ঘুমিয়ে। আবার কারো কারো কপাল খারাপ থাকলে গয়নার দোকানে দৌড়াতে হয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

বিবাহিতদের ১৪ ফেব্রুয়ারী কেমন কাটে?

কিছু বিবাহিত মানুষের জন্য এটা শোক দিবস। কালো পতাকার বদলে মুখ কালো করেই দিন পার করতে হয়। কারন এই দিনেই জীবনের সবথেকে বড় ভুল করে আজ বেকায়দায় পড়েছে 🤪

ভালোবাসা দিবস বয়কট করে শোক দিবস পালন করা হোক 😪

প্রচারে ভালোবাসা দিবস বয়কট কমিটি।

 3 years ago (edited)

বিবাহিতদের ১৪ ফেব্রুয়ারী মানেই আশেপাশে সুন্দর সুন্দর রঙিন চশমা থাকতেও ধুয়ে মুছে আগের সাদা মাটা চশমাই পরে পার্কে কিংবা রেস্টুরেন্ট কিংবা শপিং এ কাটানো😉😉।কপাল খারাপ থাকলে কি আর গয়নার দোকানে দৌড়ায় বরং ভালো কপাল হলে সুন্দরী বৌ এর জন্য গয়নার দোকানে যাওয়া লাগে।কারন ছেলেরা বউ এর জন্যই গয়নার দোকানে যেতে পারে,তা হলে গয়নার দোকান কেমন তাই বুঝতে পারতো না।🤪🤪

তবে সাদামাটা চশমা কে পাশে রেখে আমরাও কিন্তু রঙিন চশমা পরতে পারি, যদি সুযোগ দেওয়া হয় আমাদের তাহলে। আর গয়নার দোকানে যাওয়ার আমাদের কোনো রকম কোনো ইচ্ছেই নেই। আপনারাই তো জোর করে নিয়ে যান🥺

 3 years ago 

পরে চশমা পরার জন্য দুই চোখের এক চোখ ও থাকবে না🤪🤪।গয়নার দোকানে তো জোর করেই নিতে হবে,তা না হলে এত টাকা কোথায় রাখবেন।🤪

পরে চশমা পরার জন্য দুই চোখের এক চোখ ও থাকবে না

তাহলে থাক, রঙিন চশমা পরে আর কাজ নাই বাপু।😰

 3 years ago 

এই তো লাইনে আসছেন।হা হা হা😜😜

 3 years ago 

হুম পার্কের কথাটা ভুলে গেছিলাম, মনে করিয়ে দিলেন, বাড়ী গিয়ে ঠিকানাটা খুঁজতে হবে হি হি হি

 3 years ago 

তাড়াতাড়ি খুঁজেন কাল কিন্তু ১৪ তারিখ।তা না হলে কিন্তু ঝামেলা হবে।এমনেই সময় বেশি নাই।

 3 years ago 

নিজ দায়িত্বে বাড়ির ছোট ভাইবোনদেরকে ডিউটি দিতে দিতেই ১৪ ই ফেব্রুয়ারি কেটে যায়। আমরা যে ভুল করেছি সেই ভুল যেন ওরা না করতে পারে সেদিকে নজর রাখার দায়িত্ব আমাদের।😅😅😅

 3 years ago 

আজকের জন্য গোয়েন্দা দায়িত্ব নিবেন আপু😉🤪

 3 years ago 

একদম মাঝে মাঝে গোয়েন্দা হতে হয়। না হলে চোরের উপর বাটপারি করে ফেলে। 😅😅

তারপরেও তো আটকানো যাচ্ছে না। এখনকার জেনারেশন এক্সট্রা ক্লাস, এক্সট্রা কোচিং বলে বেরিয়ে যাচ্ছে।

 3 years ago 

কোন এক্সট্রা ক্লাস, কোন এক্সট্রা কোচিং নেই। একদিনের জন্য সব বন্ধ। সবাই সেদিন ঘুমাবে।
😅😅

 3 years ago 

এটা খুব অন্যায়, শাস্তিযোগ্য অপরাধ। হা হা হা

 3 years ago 

আস্তে বলেন ভাইয়া কেউ শুনে ফেলবে 🤪। শাস্তির কথা বলতে নাই তাহলে ছোটরা আবার হরতাল শুরু করে দিবে।😅😅

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এটা শাস্তিযোগ্য একটা অপরাধ। এই দিনে বিবাহিতদের পকেট ফাঁকা হয়ে যায়।

 3 years ago 

বিবাহিতদের ১৪ ফেব্রুয়ারি মানেই দুই তিনটা শালিকা থাকলে শালিকাদের খুশি করা ।

 3 years ago 

শালিকাদের খুশি করতে গিয়ে আপনার মানিব্যাগ দুঃখী হয়ে যাবে ভাই।

 3 years ago 

এটা কিন্তু ঠিক ভাই, এখনকার শালিকারা বড্ড চালাক আর মানিব্যাগ খালি করতে ওস্তাদ।

 3 years ago 

হিহিহি 🤣🤣🤭🤭 তাহলে মানিব্যাগ সাবধান করে চলবেন ভাই ঐদিন।

 3 years ago 

আমার কোন শালিকা নেই তাই কোন ভয় নেই।

বিবাহিতদের ১৪ ফেব্রুয়ারী ভয়ংকর যন্ত্রণা এবং কষ্টের মধ্যে দিয়ে কাটে। কোন কোন বিবাহিত পুরুষ চিন্তা করে যে আর কয়টা দিন অপেক্ষা করে যদি বিয়েটা করতাম তাহলে এইরকম পেত্নীর মুখ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে হতো না। আর ১৪ই ফেব্রুয়ারি হাতে হাত রেখে সুন্দরী বউ নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে পারতাম। কেউ কেউ তো আবার বাজারে গিয়ে মুলো কিনে নিয়ে আসে। কারণ তাদের বউরা মুলোর জুস ছাড়া তাদের কিছু খেতেই দেয় না আর, বেশি খেলে শরীর খারাপ হয়ে যাবে এই কথা চিন্তা করে। কেউ কেউ তো আবার ভয়ে অসুস্থ হয়ে যায় ১৪ই ফেব্রুয়ারি, যে কি নাকি গিফট চেয়ে বসবে বউ, পরে বিপদে পড়ে যাব। কেউ কেউ আবার বউয়ের হাতের ঝাটার বাড়ি খেয়ে বন্ধুর বাড়িতে এসে আশ্রয় নেয়। সব মিলিয়ে একটা বিভীষিকাময় দিন যায় নিরীহ বিবাহিত পুরুষদের উপর এই ১৪ই ফেব্রুয়ারি।
 3 years ago 

হা হা 😄
দাদা এতো অভিঙ্গতা কোথায় পেলেন তাই চিন্তা করছি 😂

কিছুটা কল্পনা আর কিছুটা চোখের সামনে হতে দেখা। হা হা হা...

 3 years ago 

বিবাহিতদের ১৪ ফেব্রুয়ারী কাটে বাচ্ছাদের ডায়াপার পরিষ্কার করে,কাপড় কেচে,থালা বাসন মেজে আর কেন বিয়ে করলাম কেন বিয়ে করলাম এই চিন্তা করতে করতে,হি হি হি।🤪🤪🤪

 3 years ago 

হুম আপনি খুব লক্ষি স্বামী, সুন্দর ডিউটি করেন দেখছি হা হা হা

 3 years ago 

এই ধরনের ডিউটি করতে পারলে তো ঐ বউ সোনায় সোহাগা 😄

 3 years ago 

আপনার মত স্বামী তো দেখছি মেয়েরা চাইবে ভাইয়া,হি হি হি।

 3 years ago 

বিবাহিতদের ১৪ ফেব্রুয়ারী কেমন কাটে?

যেসব সিঙ্গেল ছেলেরা গার্লফ্রেন্ড না পেয়ে ভবঘুরের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারা যদি ১৪ই ফেব্রুয়ারি কোন বিবাহিত দম্পতি দেখে তাহলে মনে মনে গালি দেয় তাদের তাই এক হিসাব করলে সিঙ্গেলদের মনে মনে দেওয়া গালি খেয়েই চলতে হয় এই দিনটিতে বিবাহিত মানুষজনদের।

 3 years ago 

বেজায় যন্ত্রনায় কাটে।বিবাহিতরা মনে মনে পুরোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে কাটানো এই দিনটির কথা স্মরণ করেন। সংসার জীবন ত্যাগের চিন্তাও কেউ কেউ করে থাকেন এই দিনে।

 3 years ago 

সারাদিন নিউজ দেখে কাটাবো, কারণ নিউজে বিভিন্ন পার্কের ভিডিও দেখতে পাওয়া যাবে। তাতে করে আত্মীয়স্বজনের মধ্যে কে কে পার্কে গিয়ে প্রেম করছে সেটা দেখতে পাবো। 😃🤣🤣

 3 years ago 

বিবাহিতদের ১৪ই ফেব্রুয়ারির কথাটাই তো মনে থাকবে না।আর যাদের মনে থাকবে তারা বসে,শুয়ে,ঘুমিয়ে, দাঁড়িয়ে শুধু ভাববে বিয়ের আগের ১৪ই ফেব্রুয়ারি গুলোতে কোন কোন পার্কে বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড নিয়ে গেছিল,হাহাহা।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.034
BTC 115758.41
ETH 4489.59
SBD 0.86