কি বলি, কি করি?

in #a6 years ago

হায় প্রভু! কী নির্বোধ মোরা
কী বলি আর কী করি!!
প্রতি রাকাত নামাজে বলি--
সদা সরল পথে চালাও
তব প্রিয়জনের পথ ধরি'।

নামাজ অন্তে সকলি ভুলে
তব বন্ধুর সাথে করি জিহাদ,
নাখোশ হয়ে প্রভু--
জিহাদের করো আহবান;
সকল এবাদত মোর হয় বরবাদ।

নামাজ, রোজা, হজ্ব, যাকাত আর
তাসবিহ, তাহলিল যত;
সকলি হয় মোর পন্ড শ্রম--
পাপের বোঝা বাড়ে অবিরত।

তব বন্ধুর চরণে লুটায়ে যবে
ক্ষমা চাহে মহা অপরাধী,
মূহুর্তে সেজন ক্ষমা পেয়ে যায়
হয়ে যায় তব অনুরাগী।

সৃষ্টির কী সাধ্য প্রভু
স্রষ্টাকে চিনে!
নিজগুণে দয়া করো সবে
চিনাও তব প্রিয়জনে।

(পোস্টটি ভাল লাগলে ভোট, কমেন্ট, শেয়ার, লাইক করুন)
--------------০০০----------

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63811.50
ETH 2617.28
USDT 1.00
SBD 2.77