সাহসীতার জন্য পুরস্কৃত অন্তরা

in #a6 years ago

মেয়েটির নাম অন্তরা, ওরফে অন্তরা রহমান। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন দুয়ারিয়া গ্রামের। তিনি পরিবারের সাথে ঢাকার বনশ্রী এলাকায় থাকেন এবং পড়ালেখার পাশাপাশি একটি প্রাইভেট ফার্মে চাকুরীও করেন। তার বাবা সাগির আহমেদ দুবাই প্রবাসী।

তিনি রিক্সাযোগে ঢাকার যাত্রাবাড়িতে এক আত্মীয়ের বাসায় যেতে ছিলেন। হঠাৎ এক ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তিনি রিক্সা থেকে নেমে ছিনতাইকারীর পিছনে দৌঁড়াতে থাকেন। এক সময় ছিনতাইকারী একটি যাত্রীবাহী বাসে উঠে পড়েন। অন্তরাও ছিনতাইকারীকে ধরার জন্য সেই বাসে উঠে পড়েন। তিনি চিৎকার করে চালককে বাস থামাতে বাধ্য করেন। পরে তিনি ছিনতাইকারীকে সনাক্ত করেন এবং তার ছিনতাই হওয়া ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ফিরে পান। পথচারীদের সহায়তায় ছিনতাইকারী মো: শাহীনকে তিনি যাত্রাবাড়ি থানায় সোপর্দ করেন।

image-2.JPG

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তার এ সাহসীকতার জন্য তাকে উৎসাহ দেন এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় অন্তরাকে পুরস্কার হিসেবে ১৫,০০০/- (পনের হাজার) টাকা প্রদান করেন।

অন্তরার মত অন্যান্যরা এভাবে অপরাধ নির্মূলে সাহসিকতার সাথে এগিয়ে আসলে সমাজ অপরাধমুক্ত হবে। কেননা, অপরাধীরা আমাদের সমাজেরই লোক। আসুন, আমরা সবাই অপরাধ দমনে এগিয়ে আসি- অপরাধীদেরকে যেন প্রশ্রয় না দেই।
------------------------০০০----------------------

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61143.11
ETH 2928.78
USDT 1.00
SBD 3.56