একটি হাত পাখার ম্যান্ডেলা আর্ট ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করে নেবো। আজকে আমি একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করেছি। এই পুরো সপ্তাহ জুড়ে যে কি তাপদাহ শুরু হয়েছে সে আর কল্পনা করার মতো না, মনে হচ্ছে যেন জীবনটাই এই গরমে বেরিয়ে যাবে, কিছুই করতে ইচ্ছা হয় না এই গরমে। বিদ্যুৎ আমাদের এদিকে মোটামুটি ২৪ ঘন্টা আপাতত আছে বলে রক্ষা, নাহলে অবস্থা নাজেহাল হয়ে যেত। তাও কারেন্ট থাকলেও ভোল্টেজ এর অবস্থা করুন, টেনে পারছে না আর। দিনের বেলার থেকে সন্ধ্যার পরের থেকে গরম আরো বেশি লাগে যেন, ঘরে থাকার মতো না তাপের কারণে। যাইহোক, এই আর্টটিও করেছিলাম অনেক রাতের দিকে, তখন তাও একটু ঠান্ডা হয়, তাও জ্বালা করে গরমে শরীর। যাইহোক, এই ম্যান্ডেলা আর্টটি করেছিলাম একটি হাত পাখার। আসলে এই হাত পাখা অঙ্কন করার বিষয়টা মাথায় আসলো এই গরমের কারণে, কালকে চিন্তা করতে করতে এটাই মাথায় আসলো। আজকে একটু কালার ম্যান্ডেলা করার চেষ্টা করেছিলাম। আশা করি, আজকের এই হাতপাখার ম্যান্ডেলা আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন প্রসেসগুলোর দিকে চলে যাবো।


☫উপকরণ:☫

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
স্কেচ পেন
রাবার

✎এখন ম্যান্ডেলা আর্টটির ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

➤প্রথম ধাপে, লম্বা দাগ টেনে একটি হাতল তৈরি করে নিয়েছিলাম। এরপর চাঁদার সমান ধারণা করে নিজের মতো হাত দিয়ে বড়ো, মাঝারি এবং ছোট অর্ধবৃত্তের মতো এঁকে হাতল এর সাথে লাগিয়ে দিয়ে একটি হাত পাখা তৈরি করে নিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে, পাখার প্রত্যেকটি অর্ধবৃত্তের মধ্যে এবং বাইরে চারিপাশে বিভিন্ন ধরণের ডিজাইন মতো তৈরি করে নিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে, প্রথম অর্ধবৃত্তের দাগটাকে মার্কার পেন দিয়ে কালী করে নিয়েছিলাম এবং পরে দাগের বাইরে যে ডিজাইনটা তৈরি করেছিলাম তাতে স্কেচ পেন দিয়ে বিভিন্ন কালার করে দিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে, একইভাবে মার্কার পেন দিয়ে কালী করে ভিতরের ডিসাইনটিতে কালার করে নিয়েছিলাম।

➤পঞ্চম ধাপে, দ্বিতীয় অর্ধবৃত্তের মধ্যে একই সঙ্গে মার্কার পেন এবং স্কেচ পেনের সাহায্যে কালারের মাধ্যমে কিছু ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।

➤ষষ্ঠ ধাপে, লাস্ট অর্ধবৃত্তের দাগের বাইরের ডিসাইনটিতে কালার করে দিয়েছিলাম। এরপর হাতলটিতেও কালার করে দিয়েছিলাম।

➤সপ্তম ধাপে, লাস্ট অর্ধবৃত্তের একদম ভিতরের দিকে ডিজাইন করে রাখাটাতে আরো কিছু ভিন্নভাবে ডিজাইন তৈরি করে নিয়েছিলাম। এরপর ভিতরটা সম্পূর্ণ কালার করে তার উপরে কিছু ছোট ছোট ফুলের ডিজাইন করে ম্যান্ডেলা আর্টটি পুরোপুরি সম্পন্ন করেছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

দাদা বর্তমানে যে গরম পড়েছে এর মধ্যে বিদ্যুৎ থাকেনা কি যে একটা অবস্থা। তার মধ্যে আপনার হাতপাখা চিত্র অংকনটি সত্যিই অসাধারণ লেগেছে। এখন আমরা সবাই যেন এই হাত পাখা ব্যবহার করছি। আসলে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আগের এরকম হাত পাখা দিয়ে বাতাস করতে এখন যেন সেরকমই একটা পরিস্থিতি। এত গরমে যেন বিদ্যুতের দেখা নেই, কি একটা অবস্থা তার মধ্যে আছি।আজকে আপনার এই চিত্রটি দেখে যেন মন ছুঁয়ে গেছে। খুবই ভালো লাগলো আমার। অসাধারণ চিত্র অঙ্কন করেছেন দাদা।

 2 years ago 

গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে জীবন। এক ঘন্টা থাকে তো এক ঘন্টা যায়। কিন্তু একি শুনলাম আপনার ওখানে ২৪ ঘন্টা কারেন্ট থাকে। ভোল্টেজ যাই হোক কারেন্ট তো থাকে। আসলে এত গরমের মধ্যে যদি কারেন্ট চলে যায় কি হয় অবস্থা এটা এখন টের পাচ্ছি হারে হারে। এত গরমের মধ্যে বেশ সুন্দর একটা হাতপাখার আর্ট করেছেন দাদা। আপনার উপস্থাপনা এত সুন্দর এবং সহজ সরল ছিল যে কেউ চাইলেই হাতপাখাটি নিজে অংকন করতে পারবে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা হাতপাখা অংকন করার জন্য।

 2 years ago 

দাদা আপনার হাত পাখার ম্যান্ডেলা আর্ট টি দেখেই ‍বুঝতে পেরেছি যে গরমে সময় হাত পাখার কথা মনে পড়েছে আর সেখান থেকেই হাত পাখা আর্ট করার চিন্তা মাথায় আসে। আসলে দাদা গরমের কথা কি বলবো গরমে জনজীবন নাজেহাল অবস্থা হয়ে গেছে। শহরে মোটামুটি ২০ ঘন্টার মত বিদ্যুৎ থাকে তবে গ্রামরে ২৪ ঘন্টায় চার ঘন্টা থাকে। শুনেছি আজ থেকে এক বা ‍দুই ঘন্টা কারেন্ট পাবে। যায়হোক দাদা এসব কথা বলে লাভ নেই। হাত পাখাটা দারুন হয়েছে। ধন্যবাদ দাদা।

 2 years ago 

গরম এখন সব জায়গায়।আর কারেন্টের কথা আর কি বলবো, যায় আর আসে।গরমের কথা মনে করে দারুন একটি হাত পাখা এঁকে আমাদের মাঝে শেয়ার করলেন দাদা।দারুন হয়েছে এক কথায়। 👌 হাত পাখাটিতে কালার করাতে আরো বেশি ভালো লাগলো। আগে তাল পাতার পাখা দেখা যেত এখন আর দেখি না।যেভাবে কারেন্ট যায় আমিও ভেবেছিলাম কাগজ দিয়ে একটি হাত পাখা বানাবো। এর মধ্যেই আপনার আঁকা হাত পাখার ম্যান্ডেলাটি দেখলাম।মনটা ভালো হয়ে গেলো।এই গরমে এই পাখাই বন্ধু। এক সেকেন্ড ও বাতাস ছাড়া বসা যাচ্ছে না।আপনার হাত পাখার ম্যান্ডেলা আর্টটি খুবই সুন্দর হয়েছে দাদা।আমার কাছে খুবই ভালো লেগেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর এই আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

সত্যি,, আমার এক হাতে হাতপাখা অন্য হাতে মোবাইল। 🥲
এটা এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। সুন্দর লাগছে এই হাতপাখাটি দেখতে। বিশেষ করে কালারফুল হওয়ায় আরো বেশি ভালো লাগছে।

 2 years ago 

দাদা আপনি চমৎকার একটি হাত পাখার ম্যান্ডেলা আর্ট করেছেন। মাঝখানে ছোট ছোট ফুল তৈরি করার কারনে দেখতে অসাধারন লাগতেছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এধরনের কাজ গুলো দেখলে মন ভালো হয়ে যায়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

গরম বেশি পড়লে বিদ্যুতের যে অবস্থা হয় একেবারে নাজেহাল করে ছাড়ে । তারপরে তো আপনি ২৪ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন বলে রক্ষা। আবার ভোল্টেজ কম থাকার কারণে একটু অসুবিধা তো হওয়ারই কথা। হাত পাখার আর্টটি কিন্তু অনেক ভালো লাগছে দাদা । কালারফুল করার কারণে আরো বেশি সুন্দর লাগছে। গরম পরাতে ভালোই একটি আইডিয়া নিয়ে পাখাটি এঁকেছেন।

 2 years ago 

দাদা গরমের কারণে তো কিছুই করতে পারতেছি না। এই গরমের কারণে জীবনটা একেবারেই অতিষ্ঠ হয়ে গিয়েছে। আপনাদের ওখানে তো 24 ঘন্টা আপাতত কারেন্ট আছে। কিন্তু আমাদের এদিকে তো ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘন্টা ও কারেন্ট থাকে বলে মনে হয় না। ঘরেও থাকা যাচ্ছে না আবার বাহিরে ও রোদের কারণে বের হওয়া যায় না। যাইহোক এই গরমের কথা আর না ই বলি। আপনি কিন্তু খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন দাদা। হাত পাখার এত সুন্দর রঙিন ম্যান্ডেলা আর্ট দেখে আমি তো একেবারে মুগ্ধ। আপনার আর্ট গুলো আমার অনেক বেশি পছন্দের। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সব সময় খুবই নিখুঁত কাজ করে থাকেন। এই আর্টটি রঙিন হওয়ার কারণে একটু বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। ধৈর্য ধরে এবং সময় ব্যবহার করে এটি অংকন করেছেন দেখেই বোঝা যাচ্ছে। সত্যি দাদা মাঝে মাঝে আপনার প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলি। এরকম আর্টগুলো পরবর্তীতেও দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

তাহলে তো বেশ আরামে আছেন দাদা যেহেতু ২৪ ঘন্টা আপনাদের সেখানে বিদ্যুৎ থাকে। ভোল্টেজ এর পরিমাণ কম হলেও যেহেতু সারাদিন থাকে ফ্যানের পাখা তো ঘুরতে থাকবে। গরমের দিনে বেশ সুন্দর একটি চিন্তা মাথায় এলো আপনার হাত পাখার ম্যান্ডেলা আর্ট করার। অনেক সুন্দর করে আপনি বিভিন্ন কালার দিয়ে হাত পাখার ম্যান্ডেলা আর্ট করেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

এ গরমে কোন কিছুই করতে ইচ্ছা করছে না।তবুও করতে হচ্ছে। তাও ভালো আপনাদের অখানে ২৪ ঘ্নটা কারেন্ট থাকছে কিন্তু আমাদের এখানে সেটা পাচ্ছিনা!! আপনার আর্ট ওয়ার্কটি অনেক সুন্দর হয়েছে।কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর।এত সুন্দর একটি হাত পাখার ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 101834.46
ETH 3400.62
USDT 1.00
SBD 0.59