লেকের কাছে হাঁটাহাঁটি করতে করতে তোলা ভিন্ন ভিন্ন কিছু আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

এটি একটি বড়ো লেকের আলোকচিত্র। এই লেকটি একটি পার্কের মধ্যে অবস্থিত এবং অনেক বড়ো একটি লেক। এই পার্কটি বর্ধমানের কৃষ্ণ সায়ার পার্ক এবং এই পার্কের মধ্যবর্তী স্থানের দিকে অবস্থিত। এই লেকটি আড়াআড়ি এবং লম্বায় ভালোই বড়ো। লেকটির লম্বায় বা আড়াআড়িতে যেকোনো একটি স্থানে দাঁড়িয়ে অন্য সাইট দেখার চেষ্টা করলে ভালোভাবে দেখাও যায় না বিশেষ করে আড়াআড়িতে কারণ দৌর্ঘ্যের থেকে প্রস্থটা একটু বেশি। এই লেকটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় রাখা হয় কারণ এখানে বিভিন্ন জায়গার থেকে পর্যটকের সংখ্যা প্রচুর হয়ে থাকে। ফলে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি সেখানে পর্যটকের সংখ্যাও বেশি।

Photo by @winkles

Photo by @winkles

এই লেকের পুরো সাইটটা একবার রাউন্ড দিয়ে আসতে গেলে অনেক্ষন সময় লাগে, আমি যখন লেকের পুরো সাইটটা হেঁটে এসেছিলাম তখন অতটা খেয়াল না করলেও মোটামুটি ৩০ মিনিটের মতো লাগবে। আর পার্কের মধ্যে এইসব লেকের সৌন্দর্য আরো কিভাবে বাড়ানো যায় তার জন্য সেখানে বিভিন্ন ধরণের কারুকার্যের দ্বারা সবকিছু তৈরির পরিকল্পনা চলছে। আমি যখন এই লেকটির রাউন্ড দিতে দিতে হাফ পথ পর্যন্ত গিয়েছিলাম তখন সেখানে বাচ্চাদের খেলার জায়গা এবং আরো অনেককিছুর কাজ চলছিল। আর এখানে বানরের সংখ্যাও অনেক যা পার্কের মধ্যে বাচ্চা থেকে শুরু করে বড়োরাও ছোটাছুটি করছে এদিকে ওদিকে।

Photo by @winkles

Photo by @winkles

এই লেকের কিনারা থেকে সামান্য একটু দূর অব্দি কাঠের তৈরি একটা বড়ো পাটাতন মতো তৈরি করা যেখানে উঠে বিকালের দিকে সুন্দর একটা সময় উপভোগ করা যায়। আমরা যেহেতু দুপুর মতো সময় গিয়েছিলাম ফলে সেখানে উঠলেও তেমন একটা সময় উপভোগ করতে পারিনি রৌদ্রের মধ্যে। এছাড়া এই পার্কে লেকের চারিপাশ দিয়ে আরো সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করা যায় এবং সেগুলো নিজে চোখে না দেখলে ভালো লাগবে না। আর এই লেকের চারিপাশে বিভিন্ন ধরণের রঙ বেরঙের ফুলের বাগান মতো করে সৌন্দর্যটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে।

Photo by @winkles

এই ফুলগুলো লেকের ধারে একটি স্থানে লাগানো ছিল আর এই ফুলের সৌন্দর্য্যটাও আমার কাছে অনেক ভালো লেগেছিলো ফলে আমি ফটোটা সাথে সাথে তুলে নিই। এই ফুলগুলোকে সাধারণত ফিল্ড ম্যারিগোল্ড বলা হয়ে থাকে আর এইটা মূলত ডেইজি বংশের অন্তর্গত একটি ফুলের উদ্ভিদ। এই ফুলের উদ্ভিদগুলো সব জায়গাতেই ভালোমতো দেখতে পাওয়া যায়। এই ফুলগুলোর নামও শুনতে ইন্টারেষ্টিং লাগে। এই ফুলগুলো সম্পূর্ণভাবে যখন ফুটে থাকে তখন পাপড়িগুলো অনেকাংশে বিভক্ত হয়ে যায়, আমার এখানে ছবিতে ফুলটি এখনো পুরোপুরি ফুটে পারিনি, অর্ধ ফোটা ফুল একপ্রকার বলতে গেলে।

Photo by @winkles

এই ফুলগুলো উদ্ভিদে একই সঙ্গে অনেকগুলো পরিস্ফুটিত হতে পারে। আর এই ফুলের উদ্ভিদ বেশি উচ্চতাসম্পপন্ন হয় না কিন্তু একটু ঝাড়ের মতো অবস্থা তৈরি করে। আর ফুলের উদ্ভিদের অনেকগুলো প্রজাতি থাকে, তবে আমি শুধু এই হলুদ কালারের ফুলের প্রজাতিই সেখানে দেখেছিলাম। আর হলুদ কালারের ফুলগুলো রৌদ্রৌজ্জ্বল জায়গায় বেশি আকর্ষণীয়তা সৃষ্টি করে থাকে। এই ফুলের উদ্ভিদগুলো বার্ষিক এবং খাড়া সম্পন্ন। পাতাগুলো চিরসবুজ এবং সরু হয়ে থাকে। আর পাতার বিপরীত প্রান্তে একটু লোমশ মতো দেখতে লাগে।

Photo by @winkles

এই ফুলের উদ্ভিদটিকেও লেকের ধারে আরো একটি স্থান থেকে সংগ্রহ করেছিলাম। এই ফুলগুলোর কালার এর প্রতি আকর্ষণ একদম নজর কাড়ার মতো আকর্ষণ। এই ফুলগুলোকে "স্কারলেট সাগে" বলা হয়ে থাকে কম বেশি অনেক জায়গাতেই । এই ফুলের উদ্ভিদের প্রজাতিটি সব জায়গাতে তেমন পাওয়া যায় না, খুব কমই দেখা যায় এই ফুলের প্রজাতি। আর এই ফুলের উদ্ভিদ বাইরের থেকে সংগ্রহ করে বিভিন্ন স্থানে লাগানো হয়ে থাকে কারণ এই ফুল সৌন্দর্য বৃদ্ধি করে থাকে।

Photo by @winkles

আর এই ফুলের কালার সাধারণত লালটাই বেশি পরিমানে দেখা গিয়ে থাকে। আর এই ফুলের উদ্ভিদগুলো সাধারণত অনেক জায়গায় চাষ করা হয়ে থাকে কারণ এই ফুল বা উদ্ভিদ বিভিন্ন কাজে লাগিয়ে থাকে। এই ফুলের একধরনের জাত আছে যেটা অনেক লম্বা হয়ে থাকে আবার আরেক ধরণের জাত আছে যেটি ছোট হয়ে থাকে কিন্তু সমস্ত জায়গায় বিশেষ করে জনবহুল বাগানগুলিতে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এই ফুলের উদ্ভিদের পাতাগুলো অনেক বড়ো বড়ো আকারের দেখতে হয় এবং সমান , এছাড়া এদের পেটিওলও থাকে।

Photo by @winkles

আর এই পাতাগুলোর উপরের দিকে যে খসখসে মতো দেখায়, আর এটি হাত দিয়ে স্পর্শ করে দেখলে বোঝা যায় যা মূলত একটি লোমশ মতো। তবে পাতার সম্পূর্ণ নিচের দিকে সমান্তরাল থাকে। আর এই উদ্ভিদের যে ছোট প্রজাতি থাকে সেটির ফুলগুলো একদম খাড়াভাবে বৃদ্ধি পায় আর ফুলগুলোও বেশ লম্বা মতো হয়ে থাকে। এক্ষেত্রে বড়ো প্রজাতির ফুলগুলোও কাণ্ডের সাথে সাথে যথেষ্ট লম্বা হয়ে থাকে।


All photos what3words location: https://w3w.co/growth.rally.lemons

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিফোটোগ্রাফি
লোকেশনকৃষ্ণ সায়ার পার্ক
তারিখ১২.০২.২০২২


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 
কৃষ্ণ সায়ার পার্ক অসাধারণ একটি পার্ক আপনার পোস্টের মাধ্যমে জানা হলো৷ যে সব পার্কে লেক থাকে সে সব পার্ক সত্যি অনেক সুন্দর হয়। লেকটি যদি ৩০ মিনিট সময় লেগে থাকে তাহলে এতে কোনো সন্দেহ নেই লেকটা কত বড়। পার্কের লেকের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে আমার খুব ভালো লাগে। আপনার তুলা লেকের ছবি দেখে মন ভরে গেলো খুব সুন্দর হয়েছে।
ম্যারিগোল্ড ফুলের ছবিগুলো খুব সন্দর হইছে। এই ফুলগুলো দেখতে সূর্যমূখী ফুলের কালারের মতো। এর পর আপনি স্কারলেট সাগে ফুলের ফটোগ্রাফি করেছেন এই ফুলগুলোও অসাধারণ দেখতে। আমি এই ফুল গুলো হাতে নিয়ে দেখছি আসলেই পিছনেত পাশটা লোমশ টাইপের। বিভিন্ন পার্কে এই ফুলগুলো দেখা যায়। অনেক ধন্যবাদ দাদা, এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। সর্বশেষ বলবো ঈদ মোবাইল দাদা। ❣️❣️❣️
 2 years ago 

ভাইয়া প্রকৃতির চেয়ে সৌন্দর্য আর কিছুই হয় না। আপনি আজকে সেই প্রকৃতির সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। লেকের পার্কের ফটোগ্রাফি গুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফুলের ফটোগ্রাফি গুলো। আমি আগে কখনোই ফিল্ড মেরিগোল্ড দেখিনি আজকে আপনার ফটোগ্রাফিতেই এই ফুলগুলো প্রথম দেখলাম। সত্যি খুব সুন্দর এই ফুলগুলো দেখতে। ভাইয়া আপনার ফটোগ্রাফি পোস্টগুলো দেখতে বা পড়তে আমার খুবই ভালো লাগে কারণ আপনি খুব সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফির বিস্তারিত বর্ণনা আমাদের সাথে শেয়ার করেন তা থেকে আমরা নতুন নতুন অনেক কিছু শিখতে পারি যা আমাদের জানা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আমি যখন লেকের পুরো সাইটটা হেঁটে এসেছিলাম তখন অতটা খেয়াল না করলেও মোটামুটি ৩০ মিনিটের মতো লাগবে।

দাদা আপনার লেখা এই লাইনটি পড়ে বুঝতে পারছি লেকটি কত বড়। আমি যখন আপনার শেয়ার করা ফটোগ্রাফিগুলো দেখছিলাম তখন মুগ্ধ নয়নে তাকিয়ে ছিলাম। জায়গাটি অনেক সুন্দর। আপনার ফটোগ্রাফিগুলো দেখে বোঝা যাচ্ছে আসলে এই জায়গাটি সকলের ভ্রমণের জন্য অনেক সুন্দর একটি জায়গা। একদিকে লেক অন্যদিকে সুন্দর সুন্দর ফুল গাছ। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটি পরিবেশ তৈরি করা হয়েছে। দাদা আপনি সেখানে ঘুরতে গিয়েছেন এবং সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। আসলে আপনার এই ফটোগ্রাফিগুলো দেখে জায়গাটি সম্পর্কে অনেক সুন্দর ধারণা পেয়েছি। ফুলের ফটোগ্রাফিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে আপনি আপনার কাটানো মুহূর্ত আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন এবং জায়গাটি সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। 💗💗

 2 years ago (edited)
যেহেতু লেক টা ঘুরতে ৩০ মিনিট মত সময় লাগে তার মানে এটা বেশ বড়। আর একটা বিষয় লেখা পড়তে পড়তে বুঝলাম এই লেক টি কে বড় মনে হয়েছে কারন লেকের এক পাশ থেকে অন্য পাশে খুব একটা স্পষ্ট ভাবে দেখ যায়না। সৌন্দর্যের কথা চিন্তা করেই হয়তো লেকটিকে পার্কের ঠিক মধ্যিখানে করা হয়েছে। লেকের কিনারা থেকে একটু দূর অব্দি কাঠের তৈরি যে পাটাতন টি দেখলাম ওখানে কিন্তু বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে বেশ বৃষ্টি উপভোগ করা যাবে। ফিল্ড ম্যারীগোল্ড এবং স্কারলেট সাগে এই দুটো ফুলের সাথে আজকেই প্রথম পরিচিত হলাম। ফুলের গাছ স্বাভাবিক ভাবেই একটি পার্কের সৌন্দর্য বৃদ্ধি কর। কৃষ্ণ সায়ার পার্ক নামটি খুবই সুন্দর। বছরের কোন একটা সময়ে লেকের ধারে অতিথি পাখিদের দেখা পাওয়া যায়। জানিনা আপনাদের ওখানে আসে কিনা। আর বানর সে তো থাকবেই এরাই তো প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। সর্বোপরি একটা কথা বলতেই হয়, আপনার প্রতিটি পোস্ট টি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে লেখেন। ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা ও ভালবাসা রইল।
 2 years ago 

লেকের পাড়ে ঘুরতে খুবই ভালো লাগে বিকেলের টাইমে।বর্ধমানে এমনিই গরম বেশি তার উপরে দুপুর বেলা ভ্রমণ করা খুবই কষ্টকর।তারপর ও আপনারা অনেক কষ্ট করে ছবিগুলো তুলেছেন যেটি আমার কাছে খুব ভালো লেগেছে।ফুলগুলির খুব কঠিন কঠিন নাম।তবে এগুলোর মনে হয় দেশীয় নামও আছে।ফুল আমার সবসময় পছন্দের।
দাদা ফুলগুলি রোদ্রের মধ্যে তোলা বলে লাল ফুলগুলি যখন দেখছিলাম তার উজ্জ্বলতায় আমার চোখ ঝলসে যাচ্ছিল।দারুণ উপভোগ করলাম,জানতে পারলাম অনেক কিছুই।ধন্যবাদ দাদা।

 2 years ago 

ফটোগ্রাফি সম্পর্কে আমার চিন্তাধারা হচ্ছে এমনঃফটোগ্রাফি শুধুমাত্র একটি জায়গার বা কোন কিছুর ছবি তোলাই নয় বরং তা হচ্ছে কোনো একটি স্মৃতি অ্যালবামে আবদ্ধ করে রাখা। কারণ আমরা আমাদের চোখে যা সৌন্দর্যমন্ডিত মনে করি তাই ছবি তুলে আমাদের ফোনের অ্যালবামে রেখে দেই।আজ আপনি এমন সব ফটোগ্রাফি করেছেন যার তুলনাই হয়না। প্রকৃতির চেয়ে সুন্দর ফটোগ্রাফি আর কিছুই হতে পারে না। আর প্রকৃতির একটি কর্ণধার হচ্ছে ফুল। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। লেকের পাড়ের ছবিগুলো এত অদ্ভুত সুন্দর লাগছে যেন প্রকৃতি আমার চোখে নতুন রূপে ধরা দিয়েছে।আর ফুলের সৌন্দর্যের কথা কি বলব সে শুধু মানুষকে তার রূপ বিলিয়ে দিতে পারে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ লেকের পাড়ের এত সুন্দর ছবি এবং তার সাথে সৌন্দর্য বাড়িয়ে তুলতে ফুলের ছবি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

বিকেল বেলা ঘোরার জন্য দারুন একটা জায়গা। খুব পছন্দ হলো। একাই গিয়েছিলেন তো দাদা? 🤪।
পরন্ত বিকেলের সূর্যটা যখন লেকের মাঝে পড়ছিল ওই মুহূর্তের ছবিটা এক কথায় ফাটাফাটি লেগেছে। আর ফিল্ড ম্যারিগোল্ড এই ফুলটা খুব চমৎকার দেখতে।

 2 years ago 

না, আমি আর আমার বন্ধু গিয়েছিলাম।

ফিল্ড ম্যারিগোল্ড ফুলের নামটা যেমন সুন্দর তেমনি আকর্ষণীয় খুব। কালারগুলো বেশ উজ্জ্বল।

 2 years ago 

লেকের ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর ছিল ভাই। বিশাল বড় লেক দেখছি। ঠিকই বলেছেন ভাই।সম্পূর্ণ লেক ঘুরে আসতে অনেক বেশি সময় লাগবে।ফুলগুলোর ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। ধন্যবাদ ভাই।

 2 years ago 

লেক দেখতে অনেক সুন্দর লাগছে লেকের কাছাকাছি বা প্রকৃতির কাছাকাছি থাকতে আলাদা এক প্রশান্তি কাজ করে আমাদের মনে। আমি নিজেও এইসব প্রকৃতির মাঝে থাকতে ভীষণ পছন্দ করি। আপনি অনেক সুন্দর একটি সময় কাটিয়েছেন লেকের পাশে সেই সাথে আপনার ফটোগ্রাফি করা ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনার ফটোগ্রাফি গুলো সব সময় অন্যদের থেকে ভিন্ন মাত্রা বহন করে। কেননা আপনি ফটোগ্রাফি সাথে সাথে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন। এত সুন্দর একটি সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

ঈদের শুভেচ্ছা রইল ।ঈদ মোবারক
 2 years ago 

আসলেই প্রকৃতির মাঝে সময় কাটানোর মধ্যে একটা অন্যরকম অনুভুতি কাজ করে মনের মধ্যে। আর ফুলের সমারহের মাঝে আমি সময় কাটাতে অনেক পছন্দ করি, ভীষণ ভাল লাগে।

আপনাকেও ঈদের শুভেচ্ছা রইলো। ঈদের দিনটা সবার সাথে ভালভাবে আনন্দ করুণ।

 2 years ago 

দাদা, খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন। দাদা, আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে লেকটি অনেক বড় কারন লেকের একপাশে থেকে ছবি তুলেছেন অন্যপাশ ভালো করে বুঝাই যাচ্ছে না। যেহেতু আপনি লিখেছেন পুরো লেক ঘুর আসতেই আপনার আধা ঘন্টা সময় লেগেছে।দাদা, লেকের পানি গুলো বেশ পরিষ্কার দেখাচ্ছে কারণ বলেছেন পর্যটক আসে তাই খুব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে।লেকটি আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কর্তৃপক্ষ বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছে শুনে খুবই ভালো লেগেছে।দাদা, আপনি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ফুলগুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছে।লাল ফুলটি আমি দেখেছি তবে হলুদ ফুল গুলো আমার কাছে একদম নতুন লাগছে। দাদা,অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

দাদা ঈদ মোবারক🥰

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.033
BTC 61136.19
ETH 2969.45
USDT 1.00
SBD 3.64